অবিশ্বাস্য হলেও এ জমানায় এসেও আপনাকে শুনতে হবে পৃথিবীর কয়েকটি দেশে বিমানবন্দর নেই। অর্থাৎ নিজেদের বিমানবন্দর ছাড়াও যে চালিয়ে নেওয়া যায় এটি প্রমাণ করেছে এ দেশগুলো। তবে দেশগুলোর প্রতিবেশী ভাগ্য ভালো, সেখানকার বিমানবন্দর ব্যাবহার করতে পারে তারা। বিমানবন্দর কেন নেই? এমন প্রশ্ন যদি করেন তবে বলতে হয় এই দেশগুলো আকারে একেবারে ছোট। তারপরও কোনো কোনোটিতে জায়গা থাকলেও পাহাড়ি ভূ-প্রকৃতির কারণে তাদের সীমানার মধ্যে বিমানবন্দর স্থাপন কঠিন। চলুন তবে বিমানবন্দর নেই এমন পাঁচ দেশের সঙ্গে পরিচিত হই।
১. ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। জনসংখ্যা মোটে ৮০০। এখানে উড়োজাহাজ অবতরণের মতো পর্যাপ্ত জায়গা নেই। এখানে নেই কোনো নদী বা সাগর। এমনকি নেই কোনো অন্য ধরনের কোনো যাতায়াত ব্যবস্থা। ০.৪৪ বর্গ কিলোমিটারের দেশটি আপনি ভ্রমণ করতে পারবেন পায়ে হেঁটেই। ভ্যাটিকান সিটির ভ্যাটিকান প্যালেসে পোপের বাসস্থান। তবে স্বাধীন এ দেশটি কিন্তু পড়েছে ইতালির রোমের ভেতরে, দেশের ভেতরে আরেক দেশ বলতে পারেন একে। তাই বলে ভ্যাটিকানের বাসিন্দাদের খুব দুশ্চিন্তায় পড়তে হয় তা নয়! আশপাশেই আছে রোমের সিয়ামপিনো আর ফিওমিচিনো বিমানবন্দর। ভ্যাটিকান সিটি থেকে ট্রেনে আধা ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন সেখানে।
২. মোনাকো
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মোনাকো হলো ভ্যাটিকান সিটির পর পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তিন দিক থেকেই একে ঘিরে আছে ফ্রান্স। ইতালির সীমানাও বেশি দূরে নয়, মাত্র ১০ মাইল। ২.১ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ৩৮ হাজার ৪০০। দেশ ছোট্ট হলে কী হবে এর মোটামুটি গোটাটাই পাহাড়ি ভূ-ভাগ, পর্যটকদেরও প্রিয় গন্তব্য এই মোনাকো। এখন নিশ্চয় ভাবছেন বিমানবন্দর না থাকলে এই পর্যটকেরা সেখানে যান কীভাবে? আর দেশটির নাগরিকেরাই বা কী করেন? কোনো সমস্যা নেই। ফ্রান্সের নিস কোতে দে জিও বিমানবন্দরে নেমে একটি ক্যাব ভাড়া করে এমনকি নৌকা নিয়েও পৌঁছে যেতে পারবেন মোনাকোয়।
৩. সান মেরিনো
ইউরোপের এই দেশটির অবস্থানও ভ্যাটিকান সিটি থেকে খুব দূরে নয়। তবে তালিকার আগের দুটো দেশের তুলনায় এর আয়তনও বেশ বেশি, প্রায় ৬১ বর্গকিলোমিটার। গোটা দেশটিকেই ঘিরে আছে ইতালি। আর জলপথে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। ছোট্ট দেশটিতে নেই কোনো বিমানবন্দর। তবে পাহাড়ে-সমতলে মিশানো দেশটির রাস্তা-ঘাটের অভাব নেই। জালের মতো ছড়িয়ে থাকা এই রাস্তাগুলো দিয়েই দেশের ভেতরে ও বাইরে যাতায়াত চলে। বাইরে বলতে ইতালিতে। এখান থেকে ইতালির রিমিনি বিমানবন্দর বেশ কাছেই। ফ্লোরেন্স, বলোগনা, ভেনিস আর পিসা বিমানবন্দর ও দূরে নয় সান মেরিনোর সীমান্ত থেকে। দেশটিতে ঘুরতে আসা পর্যটকেরা এবং এখানকার বাসিন্দারা প্রায়ই যাতায়াতে ওই বিমানবন্দরগুলো ব্যবহার করেন।
৪. লিখটেনস্টাইন
১৫৮ বর্গকিলোমিটারের ছোট্ট এই দেশটির জনসংখ্যা ৪০ হাজারের মতো। দেশটির বেশিরভাগই পাহাড়ি এলাকা। এমনিতে ছোট্ট দেশ, তারপর পার্বত্য এলাকা, পুবে রাইন নদী, পশ্চিমে অস্ট্রিয়ার পর্বতমালা সব মিলিয়ে লিখটেনস্টাইনের ভাগ্যেও কোনো বিমানবন্দর জুটে নি। তবে দক্ষিণ লিখটেনস্টাইনের ব্লেইজারস গ্রামে একটি হেলিপোর্ট আছে। তবে কাছেই আছে ছোট্ট দুই বিমানবন্দর, সুইজারল্যান্ডের স্যান্ট গ্যালেন-অ্যাল্টেনরাইন এয়ারপোর্ট ও জার্মানির ফ্রেডরিচশ্যাফেন এয়ারপোর্ট। আর সহজে যাওয়া যায় এমন বড় বিমানবন্দর জুরিখ এয়ারপোর্টের দূরত্ব ১২০ কিলোমিটার। কার কিংবা বাসেই লিখটেনস্টাইন থেকে সেখানে পৌঁছে যাওয়া যায়।
৫. অ্যান্ডোরা
আন্ডোরা কিন্তু আয়তনে তালিকার বাকি চারটি দেশের তুলনায় বড়োই। ৪৬৮ বর্গকিলোমিটারের দেশটিতে অন্তত একটি বিমানবন্দর থাকতেই পারত। তবে সমস্যা হচ্ছে গোটা দেশটিই পর্বতময়। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত অ্যান্ডোরাকে ঘিরে আছে পিরেনিজ পর্বতমালা। এখানে প্রায় ৩ হাজার মিটার উচ্চতার চূড়াও আছে। সবকিছু মিলিয়ে তাই এই এলাকায় উড়োজাহাজ চালানো মোটেই সহজ নয়। তাই ইউরোপের এই দেশটিরও কোনো বিমানবন্দর নেই। তবে বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলো অ্যান্ডোরার মোটামুটি ২০০ কিলোমিটারের মধ্যে। সেখানে বাসে বা গাড়িতে চেপে গিয়ে উড়োজাহাজ ধরা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্রিটানিকা ডট কম, উইকিপিডিয়া
ভ্রমণ সম্পর্কিত আরও পড়ুন:
অবিশ্বাস্য হলেও এ জমানায় এসেও আপনাকে শুনতে হবে পৃথিবীর কয়েকটি দেশে বিমানবন্দর নেই। অর্থাৎ নিজেদের বিমানবন্দর ছাড়াও যে চালিয়ে নেওয়া যায় এটি প্রমাণ করেছে এ দেশগুলো। তবে দেশগুলোর প্রতিবেশী ভাগ্য ভালো, সেখানকার বিমানবন্দর ব্যাবহার করতে পারে তারা। বিমানবন্দর কেন নেই? এমন প্রশ্ন যদি করেন তবে বলতে হয় এই দেশগুলো আকারে একেবারে ছোট। তারপরও কোনো কোনোটিতে জায়গা থাকলেও পাহাড়ি ভূ-প্রকৃতির কারণে তাদের সীমানার মধ্যে বিমানবন্দর স্থাপন কঠিন। চলুন তবে বিমানবন্দর নেই এমন পাঁচ দেশের সঙ্গে পরিচিত হই।
১. ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। জনসংখ্যা মোটে ৮০০। এখানে উড়োজাহাজ অবতরণের মতো পর্যাপ্ত জায়গা নেই। এখানে নেই কোনো নদী বা সাগর। এমনকি নেই কোনো অন্য ধরনের কোনো যাতায়াত ব্যবস্থা। ০.৪৪ বর্গ কিলোমিটারের দেশটি আপনি ভ্রমণ করতে পারবেন পায়ে হেঁটেই। ভ্যাটিকান সিটির ভ্যাটিকান প্যালেসে পোপের বাসস্থান। তবে স্বাধীন এ দেশটি কিন্তু পড়েছে ইতালির রোমের ভেতরে, দেশের ভেতরে আরেক দেশ বলতে পারেন একে। তাই বলে ভ্যাটিকানের বাসিন্দাদের খুব দুশ্চিন্তায় পড়তে হয় তা নয়! আশপাশেই আছে রোমের সিয়ামপিনো আর ফিওমিচিনো বিমানবন্দর। ভ্যাটিকান সিটি থেকে ট্রেনে আধা ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন সেখানে।
২. মোনাকো
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মোনাকো হলো ভ্যাটিকান সিটির পর পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তিন দিক থেকেই একে ঘিরে আছে ফ্রান্স। ইতালির সীমানাও বেশি দূরে নয়, মাত্র ১০ মাইল। ২.১ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ৩৮ হাজার ৪০০। দেশ ছোট্ট হলে কী হবে এর মোটামুটি গোটাটাই পাহাড়ি ভূ-ভাগ, পর্যটকদেরও প্রিয় গন্তব্য এই মোনাকো। এখন নিশ্চয় ভাবছেন বিমানবন্দর না থাকলে এই পর্যটকেরা সেখানে যান কীভাবে? আর দেশটির নাগরিকেরাই বা কী করেন? কোনো সমস্যা নেই। ফ্রান্সের নিস কোতে দে জিও বিমানবন্দরে নেমে একটি ক্যাব ভাড়া করে এমনকি নৌকা নিয়েও পৌঁছে যেতে পারবেন মোনাকোয়।
৩. সান মেরিনো
ইউরোপের এই দেশটির অবস্থানও ভ্যাটিকান সিটি থেকে খুব দূরে নয়। তবে তালিকার আগের দুটো দেশের তুলনায় এর আয়তনও বেশ বেশি, প্রায় ৬১ বর্গকিলোমিটার। গোটা দেশটিকেই ঘিরে আছে ইতালি। আর জলপথে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। ছোট্ট দেশটিতে নেই কোনো বিমানবন্দর। তবে পাহাড়ে-সমতলে মিশানো দেশটির রাস্তা-ঘাটের অভাব নেই। জালের মতো ছড়িয়ে থাকা এই রাস্তাগুলো দিয়েই দেশের ভেতরে ও বাইরে যাতায়াত চলে। বাইরে বলতে ইতালিতে। এখান থেকে ইতালির রিমিনি বিমানবন্দর বেশ কাছেই। ফ্লোরেন্স, বলোগনা, ভেনিস আর পিসা বিমানবন্দর ও দূরে নয় সান মেরিনোর সীমান্ত থেকে। দেশটিতে ঘুরতে আসা পর্যটকেরা এবং এখানকার বাসিন্দারা প্রায়ই যাতায়াতে ওই বিমানবন্দরগুলো ব্যবহার করেন।
৪. লিখটেনস্টাইন
১৫৮ বর্গকিলোমিটারের ছোট্ট এই দেশটির জনসংখ্যা ৪০ হাজারের মতো। দেশটির বেশিরভাগই পাহাড়ি এলাকা। এমনিতে ছোট্ট দেশ, তারপর পার্বত্য এলাকা, পুবে রাইন নদী, পশ্চিমে অস্ট্রিয়ার পর্বতমালা সব মিলিয়ে লিখটেনস্টাইনের ভাগ্যেও কোনো বিমানবন্দর জুটে নি। তবে দক্ষিণ লিখটেনস্টাইনের ব্লেইজারস গ্রামে একটি হেলিপোর্ট আছে। তবে কাছেই আছে ছোট্ট দুই বিমানবন্দর, সুইজারল্যান্ডের স্যান্ট গ্যালেন-অ্যাল্টেনরাইন এয়ারপোর্ট ও জার্মানির ফ্রেডরিচশ্যাফেন এয়ারপোর্ট। আর সহজে যাওয়া যায় এমন বড় বিমানবন্দর জুরিখ এয়ারপোর্টের দূরত্ব ১২০ কিলোমিটার। কার কিংবা বাসেই লিখটেনস্টাইন থেকে সেখানে পৌঁছে যাওয়া যায়।
৫. অ্যান্ডোরা
আন্ডোরা কিন্তু আয়তনে তালিকার বাকি চারটি দেশের তুলনায় বড়োই। ৪৬৮ বর্গকিলোমিটারের দেশটিতে অন্তত একটি বিমানবন্দর থাকতেই পারত। তবে সমস্যা হচ্ছে গোটা দেশটিই পর্বতময়। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত অ্যান্ডোরাকে ঘিরে আছে পিরেনিজ পর্বতমালা। এখানে প্রায় ৩ হাজার মিটার উচ্চতার চূড়াও আছে। সবকিছু মিলিয়ে তাই এই এলাকায় উড়োজাহাজ চালানো মোটেই সহজ নয়। তাই ইউরোপের এই দেশটিরও কোনো বিমানবন্দর নেই। তবে বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলো অ্যান্ডোরার মোটামুটি ২০০ কিলোমিটারের মধ্যে। সেখানে বাসে বা গাড়িতে চেপে গিয়ে উড়োজাহাজ ধরা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্রিটানিকা ডট কম, উইকিপিডিয়া
ভ্রমণ সম্পর্কিত আরও পড়ুন:
ভ্রমণ সব বয়সের মানুষের জন্যই আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ও প্রয়োজনের ধরণও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়া-দাওয়া সব দিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
২২ মিনিট আগেছোট হোক বা বড়, যে কাজেই ব্যবহার হোক না কেন প্রায় সবার বাড়িতে একটি করে বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয় বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফটি পরিবর্তন করে
১ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগে পর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। তবে এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের মানুষের জাতীগত বড় সমস্যা হলো, তারা মনে করে পৃথিবীর সব ‘প্রথম’ ও ‘সবচেয়ে বড় বা ছোট’র রেকর্ড থাকবে শুধু তাদের অধিকারে। কিন্তু না। আপনি যদি ভোরবেলা হাঁসের মাংসে খেতে যেতে পারেন, তো অন্য অনেকে আপনাকে টেক্কা দিয়ে রাত ও ভোরের সঙ্গমস্থলের যে সময়, যাকে উষা নামে ডাকা হয়, সে সময় হাঁসের মাংস...
৪ ঘণ্টা আগে