ফিচার ডেস্ক
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
বিশ্বজুড়ে ঘুম নিয়ে সংকট তৈরি হচ্ছে। কোটি কোটি মানুষ দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতিতে ভুগছে, যার পেছনে রয়েছে মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং অনিয়মিত রুটিন। তবে আশার কথা হলো, কিছু দেশ এখন ঘুমের গুরুত্ব উপলব্ধি করছে।
১০ ঘণ্টা আগেপ্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ সুযোগ এনেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’র আওতায় আপনি দেশটিতে এক বছর বসবাস এবং অনলাইনে কাজ করার বৈধ সুযোগ পাবেন। ভিসাটির আবেদন মূল্য মাত্র ১০০ মার্কিন ডলার বা ১২ হাজার ১০০ টাকা (প্রায়)।
১৫ ঘণ্টা আগেতীব্র গরমে নাজেহাল হয়ে কাঁচির ঘ্যাচাং শব্দে পিঠ অব্দি নেমে যাওয়া ঢেউখেলানো চুল কেটে ছোট করে নিলেন। এবার কাঁধ অব্দি চুল নিয়ে তো মহা বিপদ। ছেড়ে রাখলে বাতাসে উড়ে এলোমেলো হয়, আবার বেঁধে রাখলেও যেন কেমন দেখায়। এ কথা সত্য, এমন চুল গুছিয়ে রাখার মতো সুস্থ রাখাও একটু জটিল।
১৮ ঘণ্টা আগেপ্রথমে চুলায় দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ১ মিনিট পর এক কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ভিনিগার গুলে তা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিন। এবার একটি পরিষ্কার কাপড়ে ছানা তুলে পানি ছেঁকে নিন। ছানা ঠান্ডা পানিতে ধুয়ে চিপে চিপে জল নিংড়ে নিতে হবে।
২০ ঘণ্টা আগে