জীবনধারা ডেস্ক
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৪ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৫ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৬ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৬ ঘণ্টা আগে