ফিচার ডেস্ক
সুখী দেশ হিসেবে পরিচিত ভুটান। কিন্তু মানুষ সেখানে প্রতিদিন মৃত্যুর কথা মনে করে। এটি তাদের জীবনের মূল্য বোঝার ও সত্যিকারের সুখ অর্জনের পথকে সহজ করে। সেখানে একজন খাবার খাওয়ার সময়ও মনে করে—এই খাবার হতে পারে শেষ খাবার। কোথাও বের হওয়ার আগেও তাদের এমন ভাবনা। এ ছাড়া ঘুমের সময় স্মরণ করে—এই ঘুমই হয়তো আর জেগে উঠবে না।
এই প্রথা ভুটানের মানুষের জীবনের সঙ্গে মিশে রয়েছে। তারা তসা-তসা নামে ছোট ছোট শিলার চূর্ণ তৈরি করে, যা মৃতদের ছাই থেকে ভিক্ষুরা বানান। এগুলো গুহা বা রাস্তার পাশে রাখা থাকে এবং মৃতের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়।
ভুটানের কল্পকথা বলে, সত্যিকারের সুখ পেতে হলে দিনে পাঁচবার মৃত্যুর কথা ভাবতে হবে। সীমিত সময় স্বীকার করলে মানুষ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মন দিতে পারে এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি পায়।
মৃত্যু যেখানে, জীবনও সেখানে
ভুটানে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে খুব গুরুত্ব দিয়ে উপভোগ করে। পাহাড়, কুয়াশাচ্ছন্ন বন আর সবুজ ধানের খেত—সবই জীবনে চলতে শক্তি জোগায়। ভুটানের মানুষেরা অর্থে খুব ধনী নয়, তাদের হাতে প্রচুর সম্পদও নেই; তবু তারা তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দকে বড় সুখ মনে করে। খামার থেকে তাজা খাবার পাওয়া, প্রতিটি মন্দির থেকে আধ্যাত্মিক শান্তি পাওয়া ও পাইন গন্ধযুক্ত সতেজ বাতাসে শ্বাস নেওয়া—এসবই তাদের কাছে আসল সুখের উৎস। তারা বোঝে, জীবনের সত্যিকারের আনন্দ টাকাপয়সা বা জিনিসপত্রে নয়, সাদাসিধে জীবন, প্রকৃতির কাছাকাছি থাকা ও আধ্যাত্মিকতার মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়।
সুখে থাকার বিষয়টি ভুটানের সরকারি নীতিতেও অন্তর্ভুক্ত। দেশটির চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক ‘মোট জাতীয় সুখ’ ধারণা তৈরি করেছিলেন। এর মূল উদ্দেশ্য হলো—ভুটানে মানুষকে শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা নয়, এরচেয়ে তাদের মানসিক শান্তি, সমাজের সুস্থতা ও পরিবেশ সংরক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। এভাবে ভুটানের মানুষেরা জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে উপভোগ করে। তারা জানে, প্রকৃতি ও শান্তির সঙ্গে সংযুক্ত থাকলে জীবন আরও সুন্দর হয়। তাই দেশটি সুখী রাজ্য হিসেবে পরিচিত।
মানুষের গল্পে শান্তি
ডকুমেন্টারি ‘এজেন্ট অব হ্যাপিনেস’-এ ভুটানের সিনেমাটোগ্রাফার অরুন ভট্টরাই দুজন জনগণনা কর্মকর্তার সঙ্গে ভ্রমণ করেন। তিনি বলেন, ‘আমি এই সিনেমা বানাতে গিয়ে সবচেয়ে বড় বিষয় শিখেছি যে—বর্তমান ও বাস্তবকে স্বীকার করা। ভুটানের মানুষদের এই ক্ষমতা তাদের বিপদ মোকাবিলায় শক্তি দেয়।’
প্রকৃতি ও টেকসই জীবন
ভুটানে বনগুলোকে শুধু গাছের ভান্ডার হিসেবে দেখা হয় না। তারা সেগুলোকে জীবনের অংশ হিসেবে দেখে এবং সম্মান করে। দেশটিতে ১৯৯৯ সাল থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি সংবিধানে একটি নিয়ম রয়েছে, যা অনুযায়ী দেশের অন্তত ৬০ শতাংশ জমি বনভূমি হিসেবে রাখা বাধ্যতামূলক। এই নীতির কারণে ভুটান বিশ্বের প্রথম ও একমাত্র কার্বন নেগেটিভ দেশ হিসেবে পরিচিত, যেখানে বাতাস ও পরিবেশের স্বাস্থ্য সব সময় প্রাধান্য পায়। ভুটানে আসা পর্যটকদের জন্য ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি’ আছে। প্রতি রাতের জন্য ১০০ ডলার ফি দিয়ে পর্যটকেরা দেশের প্রকৃতি সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক প্রকল্পগুলোতে অবদান রাখেন। এর ফলে ভুটানে ভ্রমণ করা কেবল ঘুরে দেখার অভিজ্ঞতা নয়, এ ভ্রমণে শান্ত, অর্থপূর্ণ ও ন্যায়পরায়ণ সমাজের অংশ হওয়ার সুযোগও দেয়।
ভুটানে সময় যেন থমকে থাকে। গাঢ়, কুয়াশাচ্ছন্ন বনগুলোতে মানুষের মনে আধ্যাত্মিক শান্তি পায়। পাহাড়ি পথে চলতে চলতে চারপাশে শুধু পাখির ডাক। সাদা দুর্গ, প্যাগোডা ও মন্দিরগুলো যেন অতীতে ফিরিয়ে নিয়ে যায়।
ভুটানের সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় যে—জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যুর কথা মনে রাখা প্রয়োজন।
সূত্র: ফিনেন্সিয়াল টাইম
সুখী দেশ হিসেবে পরিচিত ভুটান। কিন্তু মানুষ সেখানে প্রতিদিন মৃত্যুর কথা মনে করে। এটি তাদের জীবনের মূল্য বোঝার ও সত্যিকারের সুখ অর্জনের পথকে সহজ করে। সেখানে একজন খাবার খাওয়ার সময়ও মনে করে—এই খাবার হতে পারে শেষ খাবার। কোথাও বের হওয়ার আগেও তাদের এমন ভাবনা। এ ছাড়া ঘুমের সময় স্মরণ করে—এই ঘুমই হয়তো আর জেগে উঠবে না।
এই প্রথা ভুটানের মানুষের জীবনের সঙ্গে মিশে রয়েছে। তারা তসা-তসা নামে ছোট ছোট শিলার চূর্ণ তৈরি করে, যা মৃতদের ছাই থেকে ভিক্ষুরা বানান। এগুলো গুহা বা রাস্তার পাশে রাখা থাকে এবং মৃতের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়।
ভুটানের কল্পকথা বলে, সত্যিকারের সুখ পেতে হলে দিনে পাঁচবার মৃত্যুর কথা ভাবতে হবে। সীমিত সময় স্বীকার করলে মানুষ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মন দিতে পারে এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি পায়।
মৃত্যু যেখানে, জীবনও সেখানে
ভুটানে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে খুব গুরুত্ব দিয়ে উপভোগ করে। পাহাড়, কুয়াশাচ্ছন্ন বন আর সবুজ ধানের খেত—সবই জীবনে চলতে শক্তি জোগায়। ভুটানের মানুষেরা অর্থে খুব ধনী নয়, তাদের হাতে প্রচুর সম্পদও নেই; তবু তারা তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দকে বড় সুখ মনে করে। খামার থেকে তাজা খাবার পাওয়া, প্রতিটি মন্দির থেকে আধ্যাত্মিক শান্তি পাওয়া ও পাইন গন্ধযুক্ত সতেজ বাতাসে শ্বাস নেওয়া—এসবই তাদের কাছে আসল সুখের উৎস। তারা বোঝে, জীবনের সত্যিকারের আনন্দ টাকাপয়সা বা জিনিসপত্রে নয়, সাদাসিধে জীবন, প্রকৃতির কাছাকাছি থাকা ও আধ্যাত্মিকতার মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়।
সুখে থাকার বিষয়টি ভুটানের সরকারি নীতিতেও অন্তর্ভুক্ত। দেশটির চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক ‘মোট জাতীয় সুখ’ ধারণা তৈরি করেছিলেন। এর মূল উদ্দেশ্য হলো—ভুটানে মানুষকে শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা নয়, এরচেয়ে তাদের মানসিক শান্তি, সমাজের সুস্থতা ও পরিবেশ সংরক্ষণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। এভাবে ভুটানের মানুষেরা জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে উপভোগ করে। তারা জানে, প্রকৃতি ও শান্তির সঙ্গে সংযুক্ত থাকলে জীবন আরও সুন্দর হয়। তাই দেশটি সুখী রাজ্য হিসেবে পরিচিত।
মানুষের গল্পে শান্তি
ডকুমেন্টারি ‘এজেন্ট অব হ্যাপিনেস’-এ ভুটানের সিনেমাটোগ্রাফার অরুন ভট্টরাই দুজন জনগণনা কর্মকর্তার সঙ্গে ভ্রমণ করেন। তিনি বলেন, ‘আমি এই সিনেমা বানাতে গিয়ে সবচেয়ে বড় বিষয় শিখেছি যে—বর্তমান ও বাস্তবকে স্বীকার করা। ভুটানের মানুষদের এই ক্ষমতা তাদের বিপদ মোকাবিলায় শক্তি দেয়।’
প্রকৃতি ও টেকসই জীবন
ভুটানে বনগুলোকে শুধু গাছের ভান্ডার হিসেবে দেখা হয় না। তারা সেগুলোকে জীবনের অংশ হিসেবে দেখে এবং সম্মান করে। দেশটিতে ১৯৯৯ সাল থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি সংবিধানে একটি নিয়ম রয়েছে, যা অনুযায়ী দেশের অন্তত ৬০ শতাংশ জমি বনভূমি হিসেবে রাখা বাধ্যতামূলক। এই নীতির কারণে ভুটান বিশ্বের প্রথম ও একমাত্র কার্বন নেগেটিভ দেশ হিসেবে পরিচিত, যেখানে বাতাস ও পরিবেশের স্বাস্থ্য সব সময় প্রাধান্য পায়। ভুটানে আসা পর্যটকদের জন্য ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি’ আছে। প্রতি রাতের জন্য ১০০ ডলার ফি দিয়ে পর্যটকেরা দেশের প্রকৃতি সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক প্রকল্পগুলোতে অবদান রাখেন। এর ফলে ভুটানে ভ্রমণ করা কেবল ঘুরে দেখার অভিজ্ঞতা নয়, এ ভ্রমণে শান্ত, অর্থপূর্ণ ও ন্যায়পরায়ণ সমাজের অংশ হওয়ার সুযোগও দেয়।
ভুটানে সময় যেন থমকে থাকে। গাঢ়, কুয়াশাচ্ছন্ন বনগুলোতে মানুষের মনে আধ্যাত্মিক শান্তি পায়। পাহাড়ি পথে চলতে চলতে চারপাশে শুধু পাখির ডাক। সাদা দুর্গ, প্যাগোডা ও মন্দিরগুলো যেন অতীতে ফিরিয়ে নিয়ে যায়।
ভুটানের সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় যে—জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যুর কথা মনে রাখা প্রয়োজন।
সূত্র: ফিনেন্সিয়াল টাইম
কেক বানানোয় আপনার মতো উৎসাহী পরিবারের আর কেউ নেই। মৌসুমি ফল দিয়ে নিরীক্ষাধর্মী কেক আপনি চট করেই বানিয়ে ফেলতে পারেন। এই দক্ষতায় আরেকটু শান দেবেন কি? শিখে নিন কলার মোচার কেক। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগেবিমানবন্দর এমন একটি জায়গা, যেখান থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা না থাকলে যেকোনো মুহূর্তে রাষ্ট্র চরম বিপদের মুখে পড়তে পারে। এমনকি চোখের পলকেই একটি রাষ্ট্র অরক্ষিত হয়ে যেতে পারে। তাই জনসাধারণের সুরক্ষা বজায় রাখার জন্য বিমানবন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগেরাতে রান্না করতে ইচ্ছে করছে না। গরম ভাতের সঙ্গে কলার থোড় ভাজি দিয়ে উদর পূর্তি করুন। স্বাদে অনন্য এই খাবারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগেমশার কামড় খেয়ে অতিষ্ঠ হয়ে স্বাদের ঘুমটা ভাঙেনি—এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। গরমের দিনে সন্ধ্যা নামতেই মশার ঝাঁক যেন হানা দেয়। ঘরে-বাইরে, পার্কে কিংবা বারবিকিউ পার্টিতে মনে হয়, পুরো মহল্লার সব মশা শুধু আপনাকেই খুঁজছে। এমন মনে হয় না যে পাশে বসা বন্ধুটি নিশ্চিন্তে গল্প করছে আর আপনি চুলকাতে চুলকাতে পাগ
৭ ঘণ্টা আগে