Ajker Patrika

দ্বাদশ ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী মনন মুনতাকা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২: ০১
দ্বাদশ ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী মনন মুনতাকা

দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন অডিওভিজ্যুয়াল মাধ্যমে ওঁড়াও, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন–আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ–প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ। 

ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন–আর্ট আলোকচিত্র চর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি বলে।’ 

এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা। 

পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাঁরা হলেন এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত