দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন অডিওভিজ্যুয়াল মাধ্যমে ওঁড়াও, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন–আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ–প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।
ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন–আর্ট আলোকচিত্র চর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি বলে।’
এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।
পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাঁরা হলেন এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।
দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন অডিওভিজ্যুয়াল মাধ্যমে ওঁড়াও, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন–আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ–প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।
ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন–আর্ট আলোকচিত্র চর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি বলে।’
এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।
পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাঁরা হলেন এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৫ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৬ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
৮ ঘণ্টা আগে