আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন অডিওভিজ্যুয়াল মাধ্যমে ওঁড়াও, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন–আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ–প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।
ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন–আর্ট আলোকচিত্র চর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি বলে।’
এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।
পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাঁরা হলেন এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।
দ্বাদশ ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন অডিওভিজ্যুয়াল মাধ্যমে ওঁড়াও, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন–আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ–প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।
ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন–আর্ট আলোকচিত্র চর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি বলে।’
এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।
পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন তাঁরা হলেন এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৫ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে