সানজিদা সামরিন, ঢাকা
পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। রমজানের এক মাস বাড়ির গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে খাবারের ঘর। পরিবারের সবাই ইফতার ও সেহরির সময় খাবারের টেবিলে জমায়েত হন। রোজার দিনগুলোর জন্য খাবারের ঘরটি কীভাবে আরও সুন্দরভাবে এবং প্রয়োজনমতো সাজিয়ে তোলা যায়, তা নিয়ে এখন থেকেই ভাবছেন শৌখিন গৃহকর্তা-কর্ত্রীরা। তা ছাড়া বাড়িতে ইফতার পার্টির আয়োজনের দিনগুলোয় ডাইনিং রুম বা খাবারের ঘর আরও পরিপাটি এবং আকর্ষণীয় করে তুলতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
ডাইনিং টেবিল
ছোট ঘরে বড় ডাইনিং টেবিল রাখলে চলাচলে সমস্যা হয়। তাই ঘরের আয়তন অনুযায়ী ডাইনিং টেবিল বসাতে হবে। রোজা ও ঈদ উপলক্ষে এবার পাল্টে নিতে পারেন খাবারের টেবিলটা। পরিবারের সদস্যসংখ্যার ওপরও ডাইনিং টেবিলের আকার নির্ভর করে। ছোট পরিবার; যেমন চার সদস্যের পরিবারে চারটি চেয়ার বসানো যেতে পারে। বড় পরিবার হলে টেবিল ও চেয়ারের পাশাপাশি বেঞ্চ রাখলে বেশি মানুষ বসতে পারে। এ ছাড়া বড় ডাইনিং রুমে বুফে, সার্ভিং কার্ট রাখা যেতে পারে। দেশের প্রায় সব শহরে এখন বিভিন্ন আসবাবের শোরুমে সিঙ্গেল ডাইনিং টেবিল বা চেয়ারসহ ডাইনিং টেবিল সেট কিনতে পাওয়া যায়। এ ছাড়া এখন অনেক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করে। তাদের কাছ থেকেও প্রয়োজন অনুযায়ী ডাইনিং টেবিল ও চেয়ার বানিয়ে নিতে পারেন।
দেয়ালে রং করাতে পারেন
খাবার ঘরের আলোকব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। দেয়ালে হোয়াইট, অফ হোয়াইট, ট্রপিক্যাল ইয়েলো রং ব্যবহার করলে দিনের বেলায় ঘর উজ্জ্বল দেখাবে। ঘরে যথেষ্ট আলো না থাকলে গাঢ় রং ব্যবহার না করা ভালো। এ ছাড়া দেয়ালে নীল কিংবা সবুজের কোনো শেড ব্যবহার করলে টেবিল বরাবর সিলিং লাইট বা পেন্ডেন্ট লাইট ব্যবহার করা উচিত।
পর্দা বা পার্টিশন থাকতে পারে
এখনকার অধিকাংশ বাসায় ড্রয়িং ও ডাইনিং রুম একসঙ্গে থাকে। আলাদাভাবে রুম দুটি ব্যবহার করতে চাইলে পাতলা পর্দা ব্যবহার করতে পারেন। পর্দার কাপড় হিসেবে বেছে নিতে পারেন নেট, জর্জেট, মসলিন বা সিল্ক। দেয়ালের রং গাঢ় হলে পর্দার রং হালকা এবং দেয়ালের রং হালকা হলে পর্দার রং গাঢ় হতে পারে। এ ছাড়া অতিথি এলে পার্টিশনের ব্যবস্থাও করা যেতে পারে। বেত, বাঁশ, কাঠ ও কাচের মিশেলে এখন অনেক নান্দনিক পার্টিশন কিনতে পাওয়া যায়। এগুলো ঘরের চেহারাও অনেকটা পাল্টে দেয়।
ওয়াল ক্যাবিনেট
ডাইনিং রুমে ডিসপ্লে ক্যাবিনেটে বা ওয়াল শেলফ রাখতে পারেন। ঘর ছোট হলে দেয়ালে ক্যাবিনেট করে ক্রোকারিজ রাখতে পারেন। মুড়ি, চিড়া, গুড়, বাদাম, খেজুর ইত্যাদি খাবারও এই ক্যাবিনেটে সাজিয়ে রাখা যায়। এতে ঘরের জায়গা বাঁচবে। ইদানীং ডাইনিং রুমের দেয়ালে সিরামিক প্লেট ও অ্যান্টিক সেট করার চল শুরু হয়েছে। ঘর সুন্দর দেখাতে এভাবে দেয়াল সাজাতে পারেন। তা ছাড়া শোভা পেতে পারে ছোট-বড় ছবির ফ্রেম।
টেবিলের শোভা বাড়াতে
ডাইনিং টেবিলে কুসি-কাঁটা বা গ্রামীণ চেকের টেবিল ক্লথ ব্যবহারের চল শুরু হয়েছে আবারও। অনেকে আবার ফ্লোরাল মোটিফের সুতির টেবিল ক্লথ ব্যবহার করেন। তবে এগুলোর ওপরে অবশ্যই স্বচ্ছ প্লাস্টিকের শিট ব্যবহার করতে হবে। সেটি
করা না হলে তেল-ঝোল পড়ে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ডাইনিং টেবিলের শোভা বাড়াতে রাখতে পারেন ফুল ও ফলের ঝুড়ি। একটা সুন্দর জগ এবং গ্লাস রাখার স্ট্যান্ড থাকতে পারে। এ ছাড়া সাজিয়ে রাখার জন্য রাখা যেতে পারে সুন্দর লবণদানি। ডাইনিং টেবিল যদি দেয়ালঘেঁষা হয়, তাহলে সেই দেয়ালে রঙিন মগ ও ক্রোকারিজ সাজিয়ে রাখতে পারেন।
সূত্র: হাউস ডটকম
পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। রমজানের এক মাস বাড়ির গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে খাবারের ঘর। পরিবারের সবাই ইফতার ও সেহরির সময় খাবারের টেবিলে জমায়েত হন। রোজার দিনগুলোর জন্য খাবারের ঘরটি কীভাবে আরও সুন্দরভাবে এবং প্রয়োজনমতো সাজিয়ে তোলা যায়, তা নিয়ে এখন থেকেই ভাবছেন শৌখিন গৃহকর্তা-কর্ত্রীরা। তা ছাড়া বাড়িতে ইফতার পার্টির আয়োজনের দিনগুলোয় ডাইনিং রুম বা খাবারের ঘর আরও পরিপাটি এবং আকর্ষণীয় করে তুলতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
ডাইনিং টেবিল
ছোট ঘরে বড় ডাইনিং টেবিল রাখলে চলাচলে সমস্যা হয়। তাই ঘরের আয়তন অনুযায়ী ডাইনিং টেবিল বসাতে হবে। রোজা ও ঈদ উপলক্ষে এবার পাল্টে নিতে পারেন খাবারের টেবিলটা। পরিবারের সদস্যসংখ্যার ওপরও ডাইনিং টেবিলের আকার নির্ভর করে। ছোট পরিবার; যেমন চার সদস্যের পরিবারে চারটি চেয়ার বসানো যেতে পারে। বড় পরিবার হলে টেবিল ও চেয়ারের পাশাপাশি বেঞ্চ রাখলে বেশি মানুষ বসতে পারে। এ ছাড়া বড় ডাইনিং রুমে বুফে, সার্ভিং কার্ট রাখা যেতে পারে। দেশের প্রায় সব শহরে এখন বিভিন্ন আসবাবের শোরুমে সিঙ্গেল ডাইনিং টেবিল বা চেয়ারসহ ডাইনিং টেবিল সেট কিনতে পাওয়া যায়। এ ছাড়া এখন অনেক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করে। তাদের কাছ থেকেও প্রয়োজন অনুযায়ী ডাইনিং টেবিল ও চেয়ার বানিয়ে নিতে পারেন।
দেয়ালে রং করাতে পারেন
খাবার ঘরের আলোকব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। দেয়ালে হোয়াইট, অফ হোয়াইট, ট্রপিক্যাল ইয়েলো রং ব্যবহার করলে দিনের বেলায় ঘর উজ্জ্বল দেখাবে। ঘরে যথেষ্ট আলো না থাকলে গাঢ় রং ব্যবহার না করা ভালো। এ ছাড়া দেয়ালে নীল কিংবা সবুজের কোনো শেড ব্যবহার করলে টেবিল বরাবর সিলিং লাইট বা পেন্ডেন্ট লাইট ব্যবহার করা উচিত।
পর্দা বা পার্টিশন থাকতে পারে
এখনকার অধিকাংশ বাসায় ড্রয়িং ও ডাইনিং রুম একসঙ্গে থাকে। আলাদাভাবে রুম দুটি ব্যবহার করতে চাইলে পাতলা পর্দা ব্যবহার করতে পারেন। পর্দার কাপড় হিসেবে বেছে নিতে পারেন নেট, জর্জেট, মসলিন বা সিল্ক। দেয়ালের রং গাঢ় হলে পর্দার রং হালকা এবং দেয়ালের রং হালকা হলে পর্দার রং গাঢ় হতে পারে। এ ছাড়া অতিথি এলে পার্টিশনের ব্যবস্থাও করা যেতে পারে। বেত, বাঁশ, কাঠ ও কাচের মিশেলে এখন অনেক নান্দনিক পার্টিশন কিনতে পাওয়া যায়। এগুলো ঘরের চেহারাও অনেকটা পাল্টে দেয়।
ওয়াল ক্যাবিনেট
ডাইনিং রুমে ডিসপ্লে ক্যাবিনেটে বা ওয়াল শেলফ রাখতে পারেন। ঘর ছোট হলে দেয়ালে ক্যাবিনেট করে ক্রোকারিজ রাখতে পারেন। মুড়ি, চিড়া, গুড়, বাদাম, খেজুর ইত্যাদি খাবারও এই ক্যাবিনেটে সাজিয়ে রাখা যায়। এতে ঘরের জায়গা বাঁচবে। ইদানীং ডাইনিং রুমের দেয়ালে সিরামিক প্লেট ও অ্যান্টিক সেট করার চল শুরু হয়েছে। ঘর সুন্দর দেখাতে এভাবে দেয়াল সাজাতে পারেন। তা ছাড়া শোভা পেতে পারে ছোট-বড় ছবির ফ্রেম।
টেবিলের শোভা বাড়াতে
ডাইনিং টেবিলে কুসি-কাঁটা বা গ্রামীণ চেকের টেবিল ক্লথ ব্যবহারের চল শুরু হয়েছে আবারও। অনেকে আবার ফ্লোরাল মোটিফের সুতির টেবিল ক্লথ ব্যবহার করেন। তবে এগুলোর ওপরে অবশ্যই স্বচ্ছ প্লাস্টিকের শিট ব্যবহার করতে হবে। সেটি
করা না হলে তেল-ঝোল পড়ে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ডাইনিং টেবিলের শোভা বাড়াতে রাখতে পারেন ফুল ও ফলের ঝুড়ি। একটা সুন্দর জগ এবং গ্লাস রাখার স্ট্যান্ড থাকতে পারে। এ ছাড়া সাজিয়ে রাখার জন্য রাখা যেতে পারে সুন্দর লবণদানি। ডাইনিং টেবিল যদি দেয়ালঘেঁষা হয়, তাহলে সেই দেয়ালে রঙিন মগ ও ক্রোকারিজ সাজিয়ে রাখতে পারেন।
সূত্র: হাউস ডটকম
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৪ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৫ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৬ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৬ ঘণ্টা আগে