Ajker Patrika

বিকে স্কুল অব রিসার্চ

মো. আশিকুর রহমান
বিকে স্কুল অব রিসার্চ

বছর আটেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের থিসিস করছিলেন বিজন কুমার। নবীন শিক্ষার্থী হিসেবে গবেষণার খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ থাকলেও সুযোগ ছিল কম। তিনি খোঁজ নিয়ে দেখলেন, তাঁর মতো অনেকে একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। সে সময় বন্ধুরা মিলে গড়ে তোলেন একটি সংগঠন। যার বর্তমান নাম ‘ব্লুমিং নলেজ স্কুল অব রিসার্চ’, সংক্ষেপে ‘বিকে স্কুল অব রিসার্চ’। কাজের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এরই মধ্যে অর্জন করে নিয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২’।

২০১৫ সালের আটজন থেকে এখন বিজনদের টিমে ২২টি দেশের ৫৫ জন গবেষক, ৩০০ তথ্য সংগ্রাহক, ১০ জন অফিস এক্সিকিউটিভ কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিকে স্কুল অব রিসার্চ। এই সংগঠন থেকে এখন পর্যন্ত ২০টি গবেষণা প্রকল্প আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এগুলোর মধ্যে এলসভিয়ারের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ওপেন, উইলির জার্নাল অব পাবলিক অ্যাফেয়ার্স, ট্রান্স ন্যাশনাল প্রেস লন্ডনের রেমিট্যান্স রিভিউ এবং মালয়েশিয়ার ইউএসএম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল জার্নাল অব এশিয়া প্যাসিফিক স্টাডিজ উল্লেখযোগ্য। এ ছাড়া বর্তমানে সাতটি গবেষণা রিভিউ পর্যায়ে এবং ১২টি মাঠপর্যায়ে চলমান। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গুণগত শিক্ষা, গণস্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে মাঠপর্যায়ে গবেষণা করছে বিকে স্কুল অব রিসার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত