নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের পরিবেশ নিয়ে চিন্তা করলেও বাথরুমের পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের কম। কিন্তু জেনে অবাক হবেন, এই বাথরুমের পরিবেশ কিন্তু যে কারও মনের ওপর প্রভাব ফেলে। বাথরুমের পরিবেশ মনোরম থাকলে সহজেই তা মানসিক ক্লান্তি দূর করে দেয়। এ জন্য মহা আয়োজন করতে হবে না। হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই বাথরুম সহজে সাজানো সম্ভব।
ব্যবহার করুন পেইন্টিং ও গাছ
বাথরুমের ভেতরে রাখতে পারেন পেইন্টিং। কোনার দিকে একটি তাকে ফুলদানি কিংবা মানিপ্ল্যান্টজাতীয় গাছের মতো ছোটখাটো জিনিস রাখতে পারেন। এগুলো বাথরুমের একঘেয়ে পরিবেশ থেকে মুক্তি দেবে সহজে। লাগবে পরিপাটিও।
থিম পছন্দ করুন
আপনার বাথরুমকে সাজানোর জন্য একটি নির্দিষ্ট থিম কিংবা প্যাটার্ন বেছে নিন। যেমন : কোন রং ব্যবহার করতে চান, বাথরুমের স্টাইল ক্লাসিক নাকি নতুন ধাঁচের হবে, সেগুলো প্রথমেই ভেবে নিন। যদি রং নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তার পরিবর্তে কাচের কোনো জিনিস ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসতে পারেন।
অনুষঙ্গগুলো সাজান
বাথরুমে যেসব জিনিস আপনার নিত্যপ্রয়োজনীয়, সেগুলো সামনে রাখার ব্যবস্থা করুন। চাইলে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন। যেমন : প্রসাধনজাতীয় জিনিসগুলো একসঙ্গে, সাবানজাতীয় জিনিসগুলো একসঙ্গে, টুথপেস্ট কিংবা মুখ পরিষ্কার করার জিনিসগুলো এক সারিতে সাজিয়ে নিন। খেয়াল রাখবেন, জিনিস রাখার পর তা যেন দৃষ্টিকটু না লাগে এবং হাতের কাছেই সব জিনিস পাওয়া যায়।
ছোটখাটো উপাদান
আপনার পছন্দ অনুযায়ী বাথরুমে ছোটখাটো কিছু জিনিস কিনে যোগ করতে পারেন। যেমন : সাবান রাখার জন্য একটা সুদৃশ্য সাবান কেস, সুগন্ধির বাক্স, পারফিউমের বোতল, রঙিন টাওয়েল ইত্যাদি। এগুলো যেমন বাথরুমের সৌন্দর্য বাড়াবে, তেমনি ব্যবহারের উপযোগী সামগ্রী হিসেবে বেশ কাজের। এ ছাড়া বাথরুমে পানিরোধী ম্যাট, আয়না ইত্যাদি ব্যবহার করে বাড়িয়ে তুলতে পারেন বাথরুমের সৌন্দর্য।
আলোর ব্যবস্থা করুন
বাথরুমে যে জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আলো। যেহেতু বাইরের আলো আসার ব্যবস্থা খুব কম থাকে, সে ক্ষেত্রে কৃত্রিম আলো ব্যবহার করে বাথরুম সাজাতে পারেন। তবে আলো যাতে বেশি উজ্জ্বল বা চোখে লাগার মতো না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ঘরের পরিবেশ নিয়ে চিন্তা করলেও বাথরুমের পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের কম। কিন্তু জেনে অবাক হবেন, এই বাথরুমের পরিবেশ কিন্তু যে কারও মনের ওপর প্রভাব ফেলে। বাথরুমের পরিবেশ মনোরম থাকলে সহজেই তা মানসিক ক্লান্তি দূর করে দেয়। এ জন্য মহা আয়োজন করতে হবে না। হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই বাথরুম সহজে সাজানো সম্ভব।
ব্যবহার করুন পেইন্টিং ও গাছ
বাথরুমের ভেতরে রাখতে পারেন পেইন্টিং। কোনার দিকে একটি তাকে ফুলদানি কিংবা মানিপ্ল্যান্টজাতীয় গাছের মতো ছোটখাটো জিনিস রাখতে পারেন। এগুলো বাথরুমের একঘেয়ে পরিবেশ থেকে মুক্তি দেবে সহজে। লাগবে পরিপাটিও।
থিম পছন্দ করুন
আপনার বাথরুমকে সাজানোর জন্য একটি নির্দিষ্ট থিম কিংবা প্যাটার্ন বেছে নিন। যেমন : কোন রং ব্যবহার করতে চান, বাথরুমের স্টাইল ক্লাসিক নাকি নতুন ধাঁচের হবে, সেগুলো প্রথমেই ভেবে নিন। যদি রং নিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তার পরিবর্তে কাচের কোনো জিনিস ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসতে পারেন।
অনুষঙ্গগুলো সাজান
বাথরুমে যেসব জিনিস আপনার নিত্যপ্রয়োজনীয়, সেগুলো সামনে রাখার ব্যবস্থা করুন। চাইলে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন। যেমন : প্রসাধনজাতীয় জিনিসগুলো একসঙ্গে, সাবানজাতীয় জিনিসগুলো একসঙ্গে, টুথপেস্ট কিংবা মুখ পরিষ্কার করার জিনিসগুলো এক সারিতে সাজিয়ে নিন। খেয়াল রাখবেন, জিনিস রাখার পর তা যেন দৃষ্টিকটু না লাগে এবং হাতের কাছেই সব জিনিস পাওয়া যায়।
ছোটখাটো উপাদান
আপনার পছন্দ অনুযায়ী বাথরুমে ছোটখাটো কিছু জিনিস কিনে যোগ করতে পারেন। যেমন : সাবান রাখার জন্য একটা সুদৃশ্য সাবান কেস, সুগন্ধির বাক্স, পারফিউমের বোতল, রঙিন টাওয়েল ইত্যাদি। এগুলো যেমন বাথরুমের সৌন্দর্য বাড়াবে, তেমনি ব্যবহারের উপযোগী সামগ্রী হিসেবে বেশ কাজের। এ ছাড়া বাথরুমে পানিরোধী ম্যাট, আয়না ইত্যাদি ব্যবহার করে বাড়িয়ে তুলতে পারেন বাথরুমের সৌন্দর্য।
আলোর ব্যবস্থা করুন
বাথরুমে যে জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আলো। যেহেতু বাইরের আলো আসার ব্যবস্থা খুব কম থাকে, সে ক্ষেত্রে কৃত্রিম আলো ব্যবহার করে বাথরুম সাজাতে পারেন। তবে আলো যাতে বেশি উজ্জ্বল বা চোখে লাগার মতো না হয়, সেদিকে খেয়াল রাখুন।
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৩ শতাংশের বেশি। এটি গত মাসেই শুধু নয়, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে অনীহা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যটকদের।
৬ মিনিট আগেইউরোপের বিভিন্ন দেশে গণপর্যটনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। স্পেনের বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ, ভেনিসে এক ধনকুবেরের বিয়েতে বিক্ষোভকারীদের হানা, লুভর মিউজিয়ামের কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে সেখানে।
১ ঘণ্টা আগেমানসিক চাপ ও হতাশা বর্তমানে অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ঠিক করতে চাওয়ার পদক্ষেপ নেওয়াই প্রথম সাফল্য। কিছু সহজ অভ্যাস রয়েছে, যেগুলো আপনার মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করতে পারে।
১ ঘণ্টা আগেআগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে