নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়।
বেসিন ও সিংক
গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে।
চপিং বোর্ড
চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়।
জানালা, কাচ, মেঝে
টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভাবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন।
ফ্রিজ
এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে।
শাওয়ার হেড
পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড।
সূত্র: ডেইলি মেইল
বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়।
বেসিন ও সিংক
গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে।
চপিং বোর্ড
চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়।
জানালা, কাচ, মেঝে
টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভাবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন।
ফ্রিজ
এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে।
শাওয়ার হেড
পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড।
সূত্র: ডেইলি মেইল
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২৬ মিনিট আগেভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
১২ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
১৩ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১৯ ঘণ্টা আগে