আজ ডেনিম দিবস
সানজিদা সামরিন, ঢাকা
শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।
আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
বেশি কাচবেন না
ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।
দাগ তুলবেন যেভাবে
ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
কেমন পানি ও ডিটারজেন্টে ধুতে হবে
ডেনিমের পোশাক ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে দীর্ঘদিন ডেনিমের রং ঠিক থাকে। ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকেই গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দীর্ঘ সময় ডেনিমের পোশাক ভিজিয়ে রাখেন। এতে পোশাকের ক্ষতি হয়। বরং ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে ডেনিমের পোশাকটি কেচে নেওয়াই যথেষ্ট। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করা ছাড়া আর তেমন কিছু করে না।
পানি ঝরাতে খুব বেশি নিংড়াবেন না
ধোয়ার পর ডেনিমের পোশাক খুব বেশি নিংড়াতে নেই। একবার নিংড়েই কাপড় শুকানোর দড়িতে সরাসরি বা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিন। হালকা রোদে শুকাতে পারেন। তবে এ কাপড়ের পোশাক শুকিয়ে যাওয়ার পরও রোদে রাখবেন না। তাতে রং জ্বলে যেতে পারে। ডেনিমের পোশাকের রং জ্বলে গেলেও অবশ্য পরা যায়, দেখতে খারাপ লাগে না। তবে রং ঠিক রাখতে চাইলে কড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো।
পরার আগে আয়রন করে নিন
দীর্ঘদিন ভালো রাখতে ডেনিমের পোশাক ধুয়ে শুকানোর পর ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করে পরলে শুধু দেখতে ভালো দেখাবে, তা নয়; বুননও ঠিক থাকবে।
সূত্র: লিভাইস ও হ্যাপিনেস্ট
শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।
আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
বেশি কাচবেন না
ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।
দাগ তুলবেন যেভাবে
ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
কেমন পানি ও ডিটারজেন্টে ধুতে হবে
ডেনিমের পোশাক ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে দীর্ঘদিন ডেনিমের রং ঠিক থাকে। ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকেই গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দীর্ঘ সময় ডেনিমের পোশাক ভিজিয়ে রাখেন। এতে পোশাকের ক্ষতি হয়। বরং ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে ডেনিমের পোশাকটি কেচে নেওয়াই যথেষ্ট। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করা ছাড়া আর তেমন কিছু করে না।
পানি ঝরাতে খুব বেশি নিংড়াবেন না
ধোয়ার পর ডেনিমের পোশাক খুব বেশি নিংড়াতে নেই। একবার নিংড়েই কাপড় শুকানোর দড়িতে সরাসরি বা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিন। হালকা রোদে শুকাতে পারেন। তবে এ কাপড়ের পোশাক শুকিয়ে যাওয়ার পরও রোদে রাখবেন না। তাতে রং জ্বলে যেতে পারে। ডেনিমের পোশাকের রং জ্বলে গেলেও অবশ্য পরা যায়, দেখতে খারাপ লাগে না। তবে রং ঠিক রাখতে চাইলে কড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো।
পরার আগে আয়রন করে নিন
দীর্ঘদিন ভালো রাখতে ডেনিমের পোশাক ধুয়ে শুকানোর পর ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করে পরলে শুধু দেখতে ভালো দেখাবে, তা নয়; বুননও ঠিক থাকবে।
সূত্র: লিভাইস ও হ্যাপিনেস্ট
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৯ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
২১ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে