মো. ইকবাল হোসেন
ভাত-আলুভর্তা খাওয়া
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না।
যা করতে পারেন
ভাত ও আলুভর্তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আর একটু শাকসবজি বা সালাদ থাকলেই এটি ব্যালান্স ডায়েট হয়ে যাবে।
রুটি-আলুভাজি খাওয়া
আমাদের অনেকেরই সকালের খুব পছন্দের নাশতা রুটি-আলু ভাজা। ভাত-আলুভর্তার মতো এই খাবার দুটিও শর্করাযুক্ত। এ খাবারে শরীরে প্রোটিনের ঘাটতি হবে।
যা করতে পারেন
রুটি-আলুভাজির সঙ্গে একটা সেদ্ধ ডিম বা এক টুকরা মাংস, সঙ্গে একটু শাকসবজি বা সালাদ রাখুন। তাহলেই আপনার শরীরের পুষ্টির চাহিদা মিটবে।
চা-বিস্কুট
হালকা নাশতা হিসেবে চা-বিস্কুট খাওয়া যেতে পারে। কিন্তু সকালের নাশতাটাই সেরে নেবেন চা-বিস্কুট দিয়ে, তা কিন্তু করা যাবে না। এটিও সম্পূর্ণভাবে শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
প্রধান খাবার হিসেবে না খেয়ে চা-বিস্কুট খেতে হবে হালকা নাশতা হিসেবে। নাশতা হিসেবে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়াও মুড়ি, পপকর্ন, চিড়াভাজা বা দুই স্লাইস পাউরুটি খেতে পারেন।
পরোটা/রুটি-চা খাওয়া
চট্টগ্রামের মানুষের ভীষণ পছন্দের খাবার চা-পরোটা। পরোটা থেকে শর্করা ও চর্বি পাওয়া যায়। চায়ের চিনি থেকেও শর্করা পাওয়া যায়। এটিও সম্পূর্ণ শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম বা এক টুকরা মাংস বা একটু ঘন ডাল রাখুন। সঙ্গে অবশ্যই একটু সবজি বা সালাদ রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার ব্যালান্স ডায়েট। চা অবশ্যই খাবেন, তবে সেটা নাশতা খাওয়ার ২০-৩০ মিনিট পরে, আলাদা করে।
খাওয়ার পরেই ঘুম
অনেকেই আছেন রাতে খাওয়া শেষ করেই শুয়ে পড়েন। এটা করা যাবে না। এতে খাবার পরিপাকে সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এমনকি ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
যা করতে পারেন
রাত ৮-৯টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন। খাওয়ার অন্তত ৪০ মিনিট পরে শুতে যান। ততক্ষণ বসে বসে পরিবারের সবার সঙ্গে গল্প করুন বা টিভি দেখুন বা বই পড়ুন বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
ভাত-আলুভর্তা খাওয়া
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না।
যা করতে পারেন
ভাত ও আলুভর্তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আর একটু শাকসবজি বা সালাদ থাকলেই এটি ব্যালান্স ডায়েট হয়ে যাবে।
রুটি-আলুভাজি খাওয়া
আমাদের অনেকেরই সকালের খুব পছন্দের নাশতা রুটি-আলু ভাজা। ভাত-আলুভর্তার মতো এই খাবার দুটিও শর্করাযুক্ত। এ খাবারে শরীরে প্রোটিনের ঘাটতি হবে।
যা করতে পারেন
রুটি-আলুভাজির সঙ্গে একটা সেদ্ধ ডিম বা এক টুকরা মাংস, সঙ্গে একটু শাকসবজি বা সালাদ রাখুন। তাহলেই আপনার শরীরের পুষ্টির চাহিদা মিটবে।
চা-বিস্কুট
হালকা নাশতা হিসেবে চা-বিস্কুট খাওয়া যেতে পারে। কিন্তু সকালের নাশতাটাই সেরে নেবেন চা-বিস্কুট দিয়ে, তা কিন্তু করা যাবে না। এটিও সম্পূর্ণভাবে শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
প্রধান খাবার হিসেবে না খেয়ে চা-বিস্কুট খেতে হবে হালকা নাশতা হিসেবে। নাশতা হিসেবে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়াও মুড়ি, পপকর্ন, চিড়াভাজা বা দুই স্লাইস পাউরুটি খেতে পারেন।
পরোটা/রুটি-চা খাওয়া
চট্টগ্রামের মানুষের ভীষণ পছন্দের খাবার চা-পরোটা। পরোটা থেকে শর্করা ও চর্বি পাওয়া যায়। চায়ের চিনি থেকেও শর্করা পাওয়া যায়। এটিও সম্পূর্ণ শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম বা এক টুকরা মাংস বা একটু ঘন ডাল রাখুন। সঙ্গে অবশ্যই একটু সবজি বা সালাদ রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার ব্যালান্স ডায়েট। চা অবশ্যই খাবেন, তবে সেটা নাশতা খাওয়ার ২০-৩০ মিনিট পরে, আলাদা করে।
খাওয়ার পরেই ঘুম
অনেকেই আছেন রাতে খাওয়া শেষ করেই শুয়ে পড়েন। এটা করা যাবে না। এতে খাবার পরিপাকে সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এমনকি ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
যা করতে পারেন
রাত ৮-৯টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন। খাওয়ার অন্তত ৪০ মিনিট পরে শুতে যান। ততক্ষণ বসে বসে পরিবারের সবার সঙ্গে গল্প করুন বা টিভি দেখুন বা বই পড়ুন বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
ভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
৩ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
৫ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১১ ঘণ্টা আগেদীর্ঘ জীবনের কথা উঠলে সাধারণত গ্রিসের ইকারিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া কিংবা ইতালির সার্দিনিয়ার নাম শোনা যায়। এই জায়গাগুলোকে বলা হয় বিশ্বের ‘ব্লু জোন’। এসব জায়গার মানুষ অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি দিন বাঁচে।
১৩ ঘণ্টা আগে