রিক্তা রিচি, ঢাকা
ঘরের দুর্গন্ধ দূর করতে আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এগুলো ভালো কাজ করলেও কখনো কখনো অস্বস্তি তৈরি করে। কারণ, অধিকাংশ এয়ার ফ্রেশনারে কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা থেকে মাথাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ঘরে থাকা জিনিসেই ঘর সুরভিত রাখা যায়।
কফি
কফি পান করলে যেমন শরীর সতেজ হয়, তেমনি কফির দানা ঘরে রাখলেও ঘর সুরভিত থাকে। কিছু কফির দানা গুঁড়া করে নিন। এগুলো একটি বাটিতে নিয়ে ঘরের এক কোণে রেখে দিন। আপত্তিকর দুর্গন্ধ সহজেই দূর হবে। ময়লার ব্যাগের নিচেও কফির গুঁড়া রেখে দিতে পারেন। দুর্গন্ধ থাকবে না।
লেবু
রান্নাঘর কিংবা পুরো ঘরের দুর্গন্ধ দূর করবে লেবু। একটি লেবু দুই টুকরো করে কেটে তা ওভেনে বেক করুন। বেক শেষে ওভেন বন্ধ করে তার দরজা খুলে দিন। পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে।
বেকিং সোডা
কার্পেট, কাপড় কিংবা ঘর সাজানোর সামগ্রীর দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এগুলোর ওপর কিছুটা ভিনেগার ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।
ভিনেগার
একটি খালি স্প্রের বোতলে এক ভাগ সাদা ভিনেগার ও চার ভাগ পানি মিশিয়ে নিন। এই পানি ঘরে স্প্রে করলে দুর্গন্ধ দূর হবে। একটি বাটিতে খানিকটা ভিনেগার নিয়ে রান্নাঘরের এক কোণে রাখলেও ঘর গন্ধমুক্ত থাকবে।
লেবু পাতা ও কমলার খোসা
ঘর সুরভিত ও সতেজ রাখতে সাহায্য করে লেবুপাতা ও কমলার শুকনো খোসা। এই দুটি উপাদান রুম ফ্রেশনার হিসেবে ভালো কাজ করে। চন্দন গুঁড়ার সঙ্গে শুকনো নিমপাতা মিশিয়ে আলমারির এক কোনায় রেখে দিতে পারেন। এতে ঘরে সুগন্ধ ছড়াবে। এ ছাড়া ঘর সুরভিত রাখতে রজনিগন্ধা অথবা বেলিফুল রাখতে পারেন।
দারুচিনি ও তেজপাতার ব্যবহার
দারুচিনি, এলাচ ও তেজপাতা ব্যবহার করে ঘর সুগন্ধযুক্ত রাখতে পারেন। দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিন। সারা ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঘর সতেজ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। বৃষ্টির দিনগুলোয় মেঝেতে থাকা কার্পেট তুলে ফেলুন। নয়তো ঘর স্যাঁতসেঁতে হয়ে যাবে।
ঘরের দুর্গন্ধ দূর করতে আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এগুলো ভালো কাজ করলেও কখনো কখনো অস্বস্তি তৈরি করে। কারণ, অধিকাংশ এয়ার ফ্রেশনারে কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা থেকে মাথাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ঘরে থাকা জিনিসেই ঘর সুরভিত রাখা যায়।
কফি
কফি পান করলে যেমন শরীর সতেজ হয়, তেমনি কফির দানা ঘরে রাখলেও ঘর সুরভিত থাকে। কিছু কফির দানা গুঁড়া করে নিন। এগুলো একটি বাটিতে নিয়ে ঘরের এক কোণে রেখে দিন। আপত্তিকর দুর্গন্ধ সহজেই দূর হবে। ময়লার ব্যাগের নিচেও কফির গুঁড়া রেখে দিতে পারেন। দুর্গন্ধ থাকবে না।
লেবু
রান্নাঘর কিংবা পুরো ঘরের দুর্গন্ধ দূর করবে লেবু। একটি লেবু দুই টুকরো করে কেটে তা ওভেনে বেক করুন। বেক শেষে ওভেন বন্ধ করে তার দরজা খুলে দিন। পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে।
বেকিং সোডা
কার্পেট, কাপড় কিংবা ঘর সাজানোর সামগ্রীর দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এগুলোর ওপর কিছুটা ভিনেগার ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।
ভিনেগার
একটি খালি স্প্রের বোতলে এক ভাগ সাদা ভিনেগার ও চার ভাগ পানি মিশিয়ে নিন। এই পানি ঘরে স্প্রে করলে দুর্গন্ধ দূর হবে। একটি বাটিতে খানিকটা ভিনেগার নিয়ে রান্নাঘরের এক কোণে রাখলেও ঘর গন্ধমুক্ত থাকবে।
লেবু পাতা ও কমলার খোসা
ঘর সুরভিত ও সতেজ রাখতে সাহায্য করে লেবুপাতা ও কমলার শুকনো খোসা। এই দুটি উপাদান রুম ফ্রেশনার হিসেবে ভালো কাজ করে। চন্দন গুঁড়ার সঙ্গে শুকনো নিমপাতা মিশিয়ে আলমারির এক কোনায় রেখে দিতে পারেন। এতে ঘরে সুগন্ধ ছড়াবে। এ ছাড়া ঘর সুরভিত রাখতে রজনিগন্ধা অথবা বেলিফুল রাখতে পারেন।
দারুচিনি ও তেজপাতার ব্যবহার
দারুচিনি, এলাচ ও তেজপাতা ব্যবহার করে ঘর সুগন্ধযুক্ত রাখতে পারেন। দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিন। সারা ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঘর সতেজ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। বৃষ্টির দিনগুলোয় মেঝেতে থাকা কার্পেট তুলে ফেলুন। নয়তো ঘর স্যাঁতসেঁতে হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৩ শতাংশের বেশি। এটি গত মাসেই শুধু নয়, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে অনীহা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যটকদের।
৪ মিনিট আগেইউরোপের বিভিন্ন দেশে গণপর্যটনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। স্পেনের বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ, ভেনিসে এক ধনকুবেরের বিয়েতে বিক্ষোভকারীদের হানা, লুভর মিউজিয়ামের কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে সেখানে।
১ ঘণ্টা আগেমানসিক চাপ ও হতাশা বর্তমানে অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ঠিক করতে চাওয়ার পদক্ষেপ নেওয়াই প্রথম সাফল্য। কিছু সহজ অভ্যাস রয়েছে, যেগুলো আপনার মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করতে পারে।
১ ঘণ্টা আগেআগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে