Ajker Patrika

ঈদকে সামনে রেখে  ইশোর বিলাসবহুল কালেকশন

জীবনধারা ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮: ১৮
ঈদকে সামনে রেখে  ইশোর বিলাসবহুল কালেকশন

১৫ মার্চ ২০২৩ লাইফস্টাইল ব্র্যান্ড ইশো আধুনিক বাসস্থানের জন্য চালু করেছে তাদের মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন। ১৯৫০ দশকের ফরাসি নকশা থেকে অনুপ্রাণিত মার্জিত এই কালেকশনটিতে ভাস্কর্য এবং শৈল্পিক উপাদানের আলোকপাত করা হয়েছে।

ফরাসির নকশা শৈলী, ধরন এবং লেখকের বিস্তৃত পরিসর থেকে অনুপ্রাণিত হওয়ায় তা বিশেষ গুরুত্ব লাভ করেছে। অ্যাভান্ট-গার্ড স্পিরিট এবং কার্যকারিতার সঙ্গে সম্পৃক্ত নান্দনিকতার ওপর ভিত্তি করে তৈরি মার্জিত ও নিখুঁত নির্মাণের মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন।

মসৃণ, বৃত্তাকার সিলুয়েট দ্বারা সংজ্ঞায়িত, ইশোর মন্টপেলিয়ার লাক্সারি সিরিজের আসবাবগুলো লিভিং স্পেস, ডাইনিং স্পেস ও বেডরুমগুলোকে একটি অভিজাত্য এনে দেবে। ঈদকে সামনে রেখে, নতুন এই কালেকশনের মাধ্যমে কাস্টমাররা যাতে তাঁদের ঘরকে নতুন একটি রূপ ও আবহ দিতে পারে, সেই সুযোগ দিচ্ছে ইশো।

ইশো’র সৌজন্যেইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়না হোসেন বলেন, ‘আমরা এমন একটি কালেকশন ডিজাইন করতে চেয়েছি, যা দেশে আগে কখনো আসেনি। আমাদের মন্টপেলিয়ার সিরিজ আধুনিক বিলাসিতাকে তুলে ধরে এবং বিশ্বের বিভিন্ন স্থানগুলো থেকে অনুপ্রাণিত এই নতুন উদ্ভাবন আমাদের মূল দর্শনের প্রতিফলন ঘটায়।’

মন্টপেলিয়ার কালেকশনটি পাওয়া যাচ্ছে ইশো স্টোরে। এ ছাড়া ঝামেলামুক্ত শপিং ও দ্রুত ডেলিভারির সুবিধা নিতে ঘরে বসেই www.isho.com থেকে অনলাইনেও কেনাকাটা করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত