Ajker Patrika

বিয়েতে মিনিমাল মেকআপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়েতে মিনিমাল মেকআপ

ত্বকের স্বাভাবিক রং ছাপিয়ে কনেকে ফরসা বানানোর প্রচেষ্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ‘ক্যারি ইউর ওউন স্কিন’ স্লোগানের পথেই হাঁটছেন সচেতন ব্যক্তিরা।

শারমিন কচি জানান, বিয়ের অনুষ্ঠানে এখন ভারী মেকআপ চলছে না। তিনি বলেন, ‘আগে খুব বেশি পাউডার কেক বা প্যানকেক ব্যবহার করা হতো। এখন ফাউন্ডেশন দিয়েই চলছে। একটু হাইলাইট বা কনট্যুরের ওপর জোর দেওয়া হচ্ছে। এখন মেকআপ শুরু করছি প্রাইমার দিয়ে। দেড় বছর ধরে আমরা প্রাইমার ছাড়া চলতে পারছি না। তারপর মেকআপের বেজগুলো লাইট ডিপ করছি। স্কিনটোনের সঙ্গে মিল রেখেই মেকআপ করা হচ্ছে।’

কনের চোখের সাজে প্রাধান্য় দিয়ে ঠোঁটের মেকআপ করা হচ্ছে ন্য়ুড টোনে। চোখের মেকআপের ক্ষেত্রে গ্লিটারিং ও হাইলাইটিং শেডের ব্যবহার হচ্ছে। একটু হাইলাইট, ন্যাচারাল টোন রেখে চোখ হালকা বা গাঢ় রঙে সাজানো হচ্ছে। চোখের মেকআপের ক্ষেত্রে আগে ভ্রু খুব গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হতো না। এখন মেকআপে ভ্রুকে খুব গুরুত্ব দেওয়া হয়। ফলস লেন্স, ফলস পাপড়ি, মাসকারা এসবের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। আগের তুলনায় এখনকার কনেরা লেন্সের প্রতি বেশি ঝুঁকছেন। উল্লেখযোগ্যসংখ্যক মেয়ে এখন চোখে লেন্স ব্যবহার করছেন।

পোশাকের সঙ্গে মিল রেখে লিপস্টিক ব্যবহার করার প্রবণতা ছিল একসময়। এখন তা হচ্ছে না। লাল রঙের শাড়ির সঙ্গে হালকা গোলাপি রঙের লিপস্টিককে ডাবল টোন করে ন্যুড কালার দেওয়া হয় এখন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত