নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্বকের স্বাভাবিক রং ছাপিয়ে কনেকে ফরসা বানানোর প্রচেষ্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ‘ক্যারি ইউর ওউন স্কিন’ স্লোগানের পথেই হাঁটছেন সচেতন ব্যক্তিরা।
শারমিন কচি জানান, বিয়ের অনুষ্ঠানে এখন ভারী মেকআপ চলছে না। তিনি বলেন, ‘আগে খুব বেশি পাউডার কেক বা প্যানকেক ব্যবহার করা হতো। এখন ফাউন্ডেশন দিয়েই চলছে। একটু হাইলাইট বা কনট্যুরের ওপর জোর দেওয়া হচ্ছে। এখন মেকআপ শুরু করছি প্রাইমার দিয়ে। দেড় বছর ধরে আমরা প্রাইমার ছাড়া চলতে পারছি না। তারপর মেকআপের বেজগুলো লাইট ডিপ করছি। স্কিনটোনের সঙ্গে মিল রেখেই মেকআপ করা হচ্ছে।’
কনের চোখের সাজে প্রাধান্য় দিয়ে ঠোঁটের মেকআপ করা হচ্ছে ন্য়ুড টোনে। চোখের মেকআপের ক্ষেত্রে গ্লিটারিং ও হাইলাইটিং শেডের ব্যবহার হচ্ছে। একটু হাইলাইট, ন্যাচারাল টোন রেখে চোখ হালকা বা গাঢ় রঙে সাজানো হচ্ছে। চোখের মেকআপের ক্ষেত্রে আগে ভ্রু খুব গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হতো না। এখন মেকআপে ভ্রুকে খুব গুরুত্ব দেওয়া হয়। ফলস লেন্স, ফলস পাপড়ি, মাসকারা এসবের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। আগের তুলনায় এখনকার কনেরা লেন্সের প্রতি বেশি ঝুঁকছেন। উল্লেখযোগ্যসংখ্যক মেয়ে এখন চোখে লেন্স ব্যবহার করছেন।
পোশাকের সঙ্গে মিল রেখে লিপস্টিক ব্যবহার করার প্রবণতা ছিল একসময়। এখন তা হচ্ছে না। লাল রঙের শাড়ির সঙ্গে হালকা গোলাপি রঙের লিপস্টিককে ডাবল টোন করে ন্যুড কালার দেওয়া হয় এখন।
ত্বকের স্বাভাবিক রং ছাপিয়ে কনেকে ফরসা বানানোর প্রচেষ্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ‘ক্যারি ইউর ওউন স্কিন’ স্লোগানের পথেই হাঁটছেন সচেতন ব্যক্তিরা।
শারমিন কচি জানান, বিয়ের অনুষ্ঠানে এখন ভারী মেকআপ চলছে না। তিনি বলেন, ‘আগে খুব বেশি পাউডার কেক বা প্যানকেক ব্যবহার করা হতো। এখন ফাউন্ডেশন দিয়েই চলছে। একটু হাইলাইট বা কনট্যুরের ওপর জোর দেওয়া হচ্ছে। এখন মেকআপ শুরু করছি প্রাইমার দিয়ে। দেড় বছর ধরে আমরা প্রাইমার ছাড়া চলতে পারছি না। তারপর মেকআপের বেজগুলো লাইট ডিপ করছি। স্কিনটোনের সঙ্গে মিল রেখেই মেকআপ করা হচ্ছে।’
কনের চোখের সাজে প্রাধান্য় দিয়ে ঠোঁটের মেকআপ করা হচ্ছে ন্য়ুড টোনে। চোখের মেকআপের ক্ষেত্রে গ্লিটারিং ও হাইলাইটিং শেডের ব্যবহার হচ্ছে। একটু হাইলাইট, ন্যাচারাল টোন রেখে চোখ হালকা বা গাঢ় রঙে সাজানো হচ্ছে। চোখের মেকআপের ক্ষেত্রে আগে ভ্রু খুব গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হতো না। এখন মেকআপে ভ্রুকে খুব গুরুত্ব দেওয়া হয়। ফলস লেন্স, ফলস পাপড়ি, মাসকারা এসবের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। আগের তুলনায় এখনকার কনেরা লেন্সের প্রতি বেশি ঝুঁকছেন। উল্লেখযোগ্যসংখ্যক মেয়ে এখন চোখে লেন্স ব্যবহার করছেন।
পোশাকের সঙ্গে মিল রেখে লিপস্টিক ব্যবহার করার প্রবণতা ছিল একসময়। এখন তা হচ্ছে না। লাল রঙের শাড়ির সঙ্গে হালকা গোলাপি রঙের লিপস্টিককে ডাবল টোন করে ন্যুড কালার দেওয়া হয় এখন।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৭ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে