Ajker Patrika

ছানার পুডিং

মনিরা হক
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ২৪
ছানার পুডিং

উপকরণ
ছানা ১ কাপ, ডিম ৩টি, চিনি ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ভ্যানিলা আধা চা-চামচ।

প্রণালি
ফুটতে থাকা দুধে লেবুর রস দিয়ে নাড়তে থাকুন। পানি থেকে জমাট বাঁধা দুধ আলাদা হয়ে গেলে বুঝতে হবে ছানা হয়ে গেছে। ব্লেন্ডারে ছেঁকে নেওয়া ছানাসহ সব উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

চুলায় মাঝারি আঁচে ক্যারামেল তৈরির জন্য তলা সমান অ্যালুমিনিয়ামের পাত্রে ২ টেবিল চামচ চিনি ও সামান্য পানি দিন। পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে পানি ছড়িয়ে দিন পুরো প্যানে। চিনি গলে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত চুলায় রাখুন। বাদামি হয়ে গেলে চুলা থেকে পাত্রটি নামিয়ে ফ্যানের বাতাসে রাখুন ১ মিনিট। এবার ডিম, দুধ ও চিনির মিশ্রণটি ক্যারামেলের পাত্রে ঢেলে দিন।

চওড়া মুখের একটি বড় পাত্রে পানি গরম করে তার ভেতর ক্যারামেল পুডিংয়ের পাত্রটি এমনভাবে বসান যাতে পানি ফুটতে শুরু করলে নড়ে না যায়। পুডিংয়ের বাটি ঢেকে দিয়ে ঢাকনার ওপরে ভারী কিছু চাপা দিয়ে দিন। মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে ছুরির মাথা পুডিংয়ে অল্প ঢুকিয়ে দেখুন, যদি ছুরি পরিষ্কার অবস্থায় বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে পুডিং হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর প্লেটে ঢেলে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত