মেহরাব মাসাঈদ হাবিব
বৈশাখের শেষের দিকে চলে এসেছি আমরা। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হলেও, ঝাঁজালো গরম থেকেই যাচ্ছে। এই গরমে ঝামেলা হয় যন্ত্রপাতিতেও। গরমে আমরা যেমন নিজেদের সুস্থ ও হাইড্রেটেড রাখার জন্য কিছু নিয়ম মেনে চলি, তেমনি গরমকালে গাড়ির যত্নেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। গরমকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ি ও গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাতে গাড়ির যেমন ক্ষতি হয়, তেমনি যাত্রীর ক্ষতিরও কারণ হতে পারে।
কোন কোন কারণে গাড়ির ইঞ্জিন গরম হয়, গাড়ি ও ইঞ্জিন গরম হয়ে গেলেই বা কী করবেন এবং গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী—সেসব জানা থাকলে সুবিধা আপনারই।
ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন
বিভিন্ন কারণে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। শুধু যে গরম বা অতিরিক্ত তাপমাত্রার কারণেই গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়, তা নয়। ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করলে ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে। এর ফলে গাড়ির ইঞ্জিন অনেক সময় নষ্ট হয়ে যায় এবং বুঝতেই পারছেন, তা মেরামতে অনেক টাকাও খরচ হয়।
ইঞ্জিন অতিরিক্ত গরমের কারণ
যা করতে পারেন
অতিরিক্ত গরম প্রতিরোধে
শুধু যে ইঞ্জিনই অতিরিক্ত গরম হয়, তা নয়। গাড়ি ও ইঞ্জিন দুটোই অতিরিক্ত গরমের কবলে পড়তে পারে। যদি সে রকম বাজে অবস্থায় পড়েই যান, ঘাবড়াবেন না। কিছু বিষয় একটু মেনে চললেই গাড়ি ও ইঞ্জিন ঠান্ডা করা সম্ভব।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
বৈশাখের শেষের দিকে চলে এসেছি আমরা। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হলেও, ঝাঁজালো গরম থেকেই যাচ্ছে। এই গরমে ঝামেলা হয় যন্ত্রপাতিতেও। গরমে আমরা যেমন নিজেদের সুস্থ ও হাইড্রেটেড রাখার জন্য কিছু নিয়ম মেনে চলি, তেমনি গরমকালে গাড়ির যত্নেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। গরমকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ি ও গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাতে গাড়ির যেমন ক্ষতি হয়, তেমনি যাত্রীর ক্ষতিরও কারণ হতে পারে।
কোন কোন কারণে গাড়ির ইঞ্জিন গরম হয়, গাড়ি ও ইঞ্জিন গরম হয়ে গেলেই বা কী করবেন এবং গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী—সেসব জানা থাকলে সুবিধা আপনারই।
ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন
বিভিন্ন কারণে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। শুধু যে গরম বা অতিরিক্ত তাপমাত্রার কারণেই গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়, তা নয়। ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করলে ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে। এর ফলে গাড়ির ইঞ্জিন অনেক সময় নষ্ট হয়ে যায় এবং বুঝতেই পারছেন, তা মেরামতে অনেক টাকাও খরচ হয়।
ইঞ্জিন অতিরিক্ত গরমের কারণ
যা করতে পারেন
অতিরিক্ত গরম প্রতিরোধে
শুধু যে ইঞ্জিনই অতিরিক্ত গরম হয়, তা নয়। গাড়ি ও ইঞ্জিন দুটোই অতিরিক্ত গরমের কবলে পড়তে পারে। যদি সে রকম বাজে অবস্থায় পড়েই যান, ঘাবড়াবেন না। কিছু বিষয় একটু মেনে চললেই গাড়ি ও ইঞ্জিন ঠান্ডা করা সম্ভব।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
যে পুরুষেরা রূপচর্চায় খুবই উদাসীন, তাঁরাও কিন্তু শেভ করেন মন দিয়ে। ফুল ক্লিন শেভ না করে যাঁরা নানান স্টাইলে দাড়ি রাখেন, তাঁদেরও প্রয়োজন হয় খুব ভালো একটি রেজর এবং দারুণ কোনো শেভিং ক্রিম। শেভ করারও কিছু কায়দা আছে।
৪২ মিনিট আগেএকা ভ্রমণ করলেও আপনি কিন্তু একা নন। কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে পৌঁছে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির খুব কাছাকাছি, আর গড়ে তুলতে পারেন বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধ। দূর করতে পারেন নিঃসঙ্গতা। পেতে পারেন আত্ম-আবিষ্কারের সুযোগ। এই আত্ম-আবিষ্কারে বড় সহচর হতে পারে একজন নতুন বন্ধু।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, স্পেন, গ্রিসে সার্জন ও রোগীর সংখ্যা— দুটোই বেশি। জার্মান অনলাইন প্ল্যাটফর্ম ‘স্টাটিস্টা’ প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন প্লাস্টিক সার্জন রয়েছেন, যা বিশ্বের মোট সার্জনের প্রায় ১৭ শতাংশ।
১২ ঘণ্টা আগেবছরে কাজ করতে হবে মোট ১৮৫ দিন! বিষয়টি ধারণা করতে পারেন এই একুশ শতকে এসে? কিন্তু বাস্তবে একটা সময় মানুষ বছরে ১৮৫ দিনই কাজ করতেন। সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘণ্টা। আর এখন? জেনে নিন চমকপ্রদ তথ্য।
১৪ ঘণ্টা আগে