নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাইলস ছাড়া এখনকার বাসার মেঝে কল্পনাই করা যায় না। টাইলসের মেঝে পরিচ্ছন্ন রাখা সহজ। এসব মেঝেতে দাগ পড়লে সহজেই তা দেখা যায়, এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। টাইলস চকচকে তকতকে রাখারও আছে উপায়।
সাবান–পানিতে সহজে
ঘরের মেঝে পরিষ্কার করতে সাবান–পানি বেশ ভালো কাজ করে। এর জন্য ঘর মোছার বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে প্রয়োজনমতো ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেঝেতে দাগ থাকলে ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে ঘর মুছলে দাগ ও ময়লা দূর হয়।
বেকিং সোডার চমক
টাইলসের মেঝের দাগ দূর করতে বেকিং সোডা খুব ভালো কাজ করে। পাশাপাশি এনে দেয় ঝকঝকে ভাব। বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা ও সমপরিমাণ ভিনেগার মিশিয়ে তারপর ঘর মুছলে মেঝের টাইলস সুন্দর থাকবে।
ভিনেগারই যথেষ্ট!
ভিনেগার এককথায় দারুণ পরিষ্কারক ও জীবাণুনাশক। পাশাপাশি ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতেও এর জুড়ি নেই। তবে প্রথমে সাধারণ পানি দিয়ে মেঝের টাইলস মুছে তার পর দ্বিতীয় ধাপে পানিতে ভিনেগার মিশিয়ে আবার টাইলস মুছে ফেলুন।
টাইলস ছাড়া এখনকার বাসার মেঝে কল্পনাই করা যায় না। টাইলসের মেঝে পরিচ্ছন্ন রাখা সহজ। এসব মেঝেতে দাগ পড়লে সহজেই তা দেখা যায়, এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। টাইলস চকচকে তকতকে রাখারও আছে উপায়।
সাবান–পানিতে সহজে
ঘরের মেঝে পরিষ্কার করতে সাবান–পানি বেশ ভালো কাজ করে। এর জন্য ঘর মোছার বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে প্রয়োজনমতো ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেঝেতে দাগ থাকলে ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে ঘর মুছলে দাগ ও ময়লা দূর হয়।
বেকিং সোডার চমক
টাইলসের মেঝের দাগ দূর করতে বেকিং সোডা খুব ভালো কাজ করে। পাশাপাশি এনে দেয় ঝকঝকে ভাব। বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা ও সমপরিমাণ ভিনেগার মিশিয়ে তারপর ঘর মুছলে মেঝের টাইলস সুন্দর থাকবে।
ভিনেগারই যথেষ্ট!
ভিনেগার এককথায় দারুণ পরিষ্কারক ও জীবাণুনাশক। পাশাপাশি ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতেও এর জুড়ি নেই। তবে প্রথমে সাধারণ পানি দিয়ে মেঝের টাইলস মুছে তার পর দ্বিতীয় ধাপে পানিতে ভিনেগার মিশিয়ে আবার টাইলস মুছে ফেলুন।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
৩০ মিনিট আগেভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
১২ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
১৩ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১৯ ঘণ্টা আগে