ফারিয়া রহমান খান
বোহিমিয়ান মানে যাঁরা বাস্তবিক অর্থে যাযাবর মন নিয়ে থাকেন এবং জীবন যাপন করেন। এমন জীবনযাপনে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। গতানুগতিক সব নিয়ম উপেক্ষা করে নিজের মতো করে চলাই বোহিমিয়ানা। এই যুগে বোহিমিয়ান হওয়ার চল নেই। কিন্তু নিজের পোশাক-আশাক বা চারপাশে বোহিমিয়ানার ছাপ রেখে গতানুগতিক জীবনধারা থেকে অনেকাংশেই নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা যায়। আর এই চাওয়ারই বহিঃপ্রকাশ ঘটে ঘরের সাজসজ্জায়ও। বোহিমিয়ান স্টাইল
যেমন মুক্তমনা, সৃজনশীল, ভ্রমণপ্রেমী মানুষের রুচির বহিঃপ্রকাশ, ঠিক তেমনি শৈল্পিকও বটে।
বোহিমিয়ান স্টাইলের আবির্ভাব ঘটে উনিশ শতকে, ফ্রান্সে। সে সময় বুর্জোয়াদের সঙ্গে আন্দোলনের কারণে ফরাসি কয়েকজন শিল্পী প্যারিসের রোমানি এলাকায় চলে যান, যা ছিল যাযাবরদের আবাসস্থল। ফলে শিল্পীদের সৃজনশীলতার সঙ্গে যাযাবরদের জীবনযাত্রা মিলে তৈরি হয় বোহিমিয়ান স্টাইল, যার মূল প্রতিপাদ্য হলো নিয়ম-নীতিহীন, অগোছালো ও আরামদায়ক।
বিভিন্ন রঙের ব্যবহার, আরামদায়ক আসবাব এবং ইচ্ছেমতো ঘর সাজানোর মাধ্যমে মুক্ত ও স্বাধীন আবহ তৈরি করা যায়। এই স্টাইলে ঘর সাজানোর কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও কিছু জিনিস ব্যবহারের মাধ্যমে ঘরের সাজে বোহিমিয়ানার ছোঁয়া রাখতে পারেন।
রকমারি মাদুর বা কার্পেট
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে চাইলে ঘরের মেঝেতে রাখতে পারেন বিভিন্ন নকশার মাদুর বা কার্পেট। টার্কিশ, কাশ্মীরি বা দেশি কার্পেট এমনকি বিভিন্ন রঙের শতরঞ্জিও ব্যবহার করতে পারেন। উজ্জ্বল রঙের রাগস ব্যবহার করলে তা ঘরে একটা প্রাণবন্ত আবহের সৃষ্টি করে। সেই সঙ্গে ঘর সুন্দর দেখায়। বিভিন্ন নকশার কার্পেট ঘরে শৈল্পিক ছোঁয়া আনে।
ভিনটেজ আসবাব
বোহিমিয়ান স্টাইল মানে ঝকঝকে তকতকে নতুন আসবাবকে এড়িয়ে যাওয়া। বিভিন্ন রকম ভিনটেজ আসবাব দেখতে যেমন নান্দনিক, তেমনি কালের বিভিন্ন ঘটনার সাক্ষীও এরা। বোহিমিয়ানদের ঘরে এসব আসবাব একটা দারুণ আবহ নিয়ে আসে।
প্রকৃতির ছোঁয়া
যাযাবরেরা সর্বদাই প্রকৃতির খুব কাছে থাকতে পছন্দ করে। তাই এই সময়ে এসে ঘরে বোহিমিয়ানার ছোঁয়া রাখতে হলে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘর সাজাতে পারেন। বাঁশ, বেত, দড়ি—এসবের তৈরি জিনিস ব্যবহার করতে পারেন। তা ছাড়া ঘরে বেশি বেশি গাছ রাখুন। গাছ ঘরের বায়ু পরিষ্কার রাখার সঙ্গে ঘরকে দেবে সুন্দর, কোমল ও আরামদায়ক আবহ। বিভিন্ন সাকুলেন্ট, স্নেক প্ল্যান্ট, পাতাবাহারসহ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজান। গাছের মাধ্যমে প্রকৃতিকে ঘরের ভেতরে, নিজের খুব কাছেই রাখা সম্ভব।
নিচু আসবাব ও বিভিন্ন রকমের পিলো
ঘর হলো সব নিয়মনীতির ঊর্ধ্বে, যেখানে থাকবে শুধু প্রশান্তি ও আরামের ছোঁয়া। ঘর যেন দেখতে অনেকটা বড় দেখায়, সে জন্য নিচু আসবাব ব্যবহার করুন। ম্যাট্রেস ও থ্রো পিলো দিয়ে ঘর সাজান, যাতে আরাম করে বসা যায়। বিভিন্ন রং ও আকারের পিলো ব্যবহার করুন, এতে ঘর লাগবে প্রাণবন্ত। এ ছাড়া দোলনার ব্যবহারও করতে পারেন।
বিভিন্ন রঙের ব্যবহার
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে বিভিন্ন রং ব্যবহার করা যায়। উজ্জ্বল থেকে শুরু করে হালকা রং বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্যই কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নিজের পছন্দ অনুযায়ী রং ব্যবহার করুন। যে রং নিজেকে প্রশান্তি দেয়, সেটাই ব্যবহার করুন।
হস্তশিল্পের ব্যবহার
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে হস্তশিল্প ব্যবহার করুন। দেয়াল সাজানোর উপকরণ, ঘরের পর্দা থেকে বিছানার চাদর—সবকিছুতেই হস্তশিল্পের ছোঁয়া রাখার চেষ্টা করুন। কুশিকাঁটার বিভিন্ন জিনিস দিয়েও ঘর সাজাতে পারেন। ফ্যাক্টরি মেড জিনিসের বদলে হস্তশিল্পের জিনিস দিয়ে ঘর সাজিয়েই দেখুন, নান্দনিকতার পার্থক্য টের পাবেন।
সূত্র: হাউস বিউটিফুল
বোহিমিয়ান মানে যাঁরা বাস্তবিক অর্থে যাযাবর মন নিয়ে থাকেন এবং জীবন যাপন করেন। এমন জীবনযাপনে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। গতানুগতিক সব নিয়ম উপেক্ষা করে নিজের মতো করে চলাই বোহিমিয়ানা। এই যুগে বোহিমিয়ান হওয়ার চল নেই। কিন্তু নিজের পোশাক-আশাক বা চারপাশে বোহিমিয়ানার ছাপ রেখে গতানুগতিক জীবনধারা থেকে অনেকাংশেই নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা যায়। আর এই চাওয়ারই বহিঃপ্রকাশ ঘটে ঘরের সাজসজ্জায়ও। বোহিমিয়ান স্টাইল
যেমন মুক্তমনা, সৃজনশীল, ভ্রমণপ্রেমী মানুষের রুচির বহিঃপ্রকাশ, ঠিক তেমনি শৈল্পিকও বটে।
বোহিমিয়ান স্টাইলের আবির্ভাব ঘটে উনিশ শতকে, ফ্রান্সে। সে সময় বুর্জোয়াদের সঙ্গে আন্দোলনের কারণে ফরাসি কয়েকজন শিল্পী প্যারিসের রোমানি এলাকায় চলে যান, যা ছিল যাযাবরদের আবাসস্থল। ফলে শিল্পীদের সৃজনশীলতার সঙ্গে যাযাবরদের জীবনযাত্রা মিলে তৈরি হয় বোহিমিয়ান স্টাইল, যার মূল প্রতিপাদ্য হলো নিয়ম-নীতিহীন, অগোছালো ও আরামদায়ক।
বিভিন্ন রঙের ব্যবহার, আরামদায়ক আসবাব এবং ইচ্ছেমতো ঘর সাজানোর মাধ্যমে মুক্ত ও স্বাধীন আবহ তৈরি করা যায়। এই স্টাইলে ঘর সাজানোর কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও কিছু জিনিস ব্যবহারের মাধ্যমে ঘরের সাজে বোহিমিয়ানার ছোঁয়া রাখতে পারেন।
রকমারি মাদুর বা কার্পেট
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে চাইলে ঘরের মেঝেতে রাখতে পারেন বিভিন্ন নকশার মাদুর বা কার্পেট। টার্কিশ, কাশ্মীরি বা দেশি কার্পেট এমনকি বিভিন্ন রঙের শতরঞ্জিও ব্যবহার করতে পারেন। উজ্জ্বল রঙের রাগস ব্যবহার করলে তা ঘরে একটা প্রাণবন্ত আবহের সৃষ্টি করে। সেই সঙ্গে ঘর সুন্দর দেখায়। বিভিন্ন নকশার কার্পেট ঘরে শৈল্পিক ছোঁয়া আনে।
ভিনটেজ আসবাব
বোহিমিয়ান স্টাইল মানে ঝকঝকে তকতকে নতুন আসবাবকে এড়িয়ে যাওয়া। বিভিন্ন রকম ভিনটেজ আসবাব দেখতে যেমন নান্দনিক, তেমনি কালের বিভিন্ন ঘটনার সাক্ষীও এরা। বোহিমিয়ানদের ঘরে এসব আসবাব একটা দারুণ আবহ নিয়ে আসে।
প্রকৃতির ছোঁয়া
যাযাবরেরা সর্বদাই প্রকৃতির খুব কাছে থাকতে পছন্দ করে। তাই এই সময়ে এসে ঘরে বোহিমিয়ানার ছোঁয়া রাখতে হলে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘর সাজাতে পারেন। বাঁশ, বেত, দড়ি—এসবের তৈরি জিনিস ব্যবহার করতে পারেন। তা ছাড়া ঘরে বেশি বেশি গাছ রাখুন। গাছ ঘরের বায়ু পরিষ্কার রাখার সঙ্গে ঘরকে দেবে সুন্দর, কোমল ও আরামদায়ক আবহ। বিভিন্ন সাকুলেন্ট, স্নেক প্ল্যান্ট, পাতাবাহারসহ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজান। গাছের মাধ্যমে প্রকৃতিকে ঘরের ভেতরে, নিজের খুব কাছেই রাখা সম্ভব।
নিচু আসবাব ও বিভিন্ন রকমের পিলো
ঘর হলো সব নিয়মনীতির ঊর্ধ্বে, যেখানে থাকবে শুধু প্রশান্তি ও আরামের ছোঁয়া। ঘর যেন দেখতে অনেকটা বড় দেখায়, সে জন্য নিচু আসবাব ব্যবহার করুন। ম্যাট্রেস ও থ্রো পিলো দিয়ে ঘর সাজান, যাতে আরাম করে বসা যায়। বিভিন্ন রং ও আকারের পিলো ব্যবহার করুন, এতে ঘর লাগবে প্রাণবন্ত। এ ছাড়া দোলনার ব্যবহারও করতে পারেন।
বিভিন্ন রঙের ব্যবহার
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে বিভিন্ন রং ব্যবহার করা যায়। উজ্জ্বল থেকে শুরু করে হালকা রং বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্যই কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নিজের পছন্দ অনুযায়ী রং ব্যবহার করুন। যে রং নিজেকে প্রশান্তি দেয়, সেটাই ব্যবহার করুন।
হস্তশিল্পের ব্যবহার
বোহিমিয়ান স্টাইলে ঘর সাজাতে হস্তশিল্প ব্যবহার করুন। দেয়াল সাজানোর উপকরণ, ঘরের পর্দা থেকে বিছানার চাদর—সবকিছুতেই হস্তশিল্পের ছোঁয়া রাখার চেষ্টা করুন। কুশিকাঁটার বিভিন্ন জিনিস দিয়েও ঘর সাজাতে পারেন। ফ্যাক্টরি মেড জিনিসের বদলে হস্তশিল্পের জিনিস দিয়ে ঘর সাজিয়েই দেখুন, নান্দনিকতার পার্থক্য টের পাবেন।
সূত্র: হাউস বিউটিফুল
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
২০ মিনিট আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
২ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
২ ঘণ্টা আগে