নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই। দাগ তোলারও আছে উপায়। তবে একেক দাগের জন্য একেক জিনিস ব্যবহার করতে হবে।
রক্তের দাগ
কাপড়ে রক্তের দাগ লাগলে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। আর যদি রক্তের দাগ শুকিয়ে যায়, তাহলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। রক্তের দাগ কাপড়ে বসে গেলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন। আর সম্ভব হলে রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন।
মেকআপের দাগ
কাপড়ে মেকআপের দাগ দূর করতে একটি পাউরুটি গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো মেকআপের দাগের ওপর ঘষে নিলে দাগ উঠে যাবে।
তেলের দাগ
কাপড়ে তেলের দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের ওপর দিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।
চকলেটের দাগ
চকলেটের দাগের জায়গায় স্যানিটাইজার দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান বা পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।
হলুদের দাগ
কাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এ ছাড়া দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলুন।
মেহেদির দাগ
মেহেদির দাগ দূর করতে দুধ ব্যবহার করুন। দাগ লাগা স্থানে দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
চায়ের দাগ
কাপড়ে চায়ের দাগ দূর করতে খানিকটা চিনি দিয়ে ঘষে নিন। দাগ চলে যাবে।
অনেক কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই। দাগ তোলারও আছে উপায়। তবে একেক দাগের জন্য একেক জিনিস ব্যবহার করতে হবে।
রক্তের দাগ
কাপড়ে রক্তের দাগ লাগলে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। আর যদি রক্তের দাগ শুকিয়ে যায়, তাহলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। রক্তের দাগ কাপড়ে বসে গেলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন। আর সম্ভব হলে রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন।
মেকআপের দাগ
কাপড়ে মেকআপের দাগ দূর করতে একটি পাউরুটি গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো মেকআপের দাগের ওপর ঘষে নিলে দাগ উঠে যাবে।
তেলের দাগ
কাপড়ে তেলের দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের ওপর দিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।
চকলেটের দাগ
চকলেটের দাগের জায়গায় স্যানিটাইজার দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান বা পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।
হলুদের দাগ
কাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এ ছাড়া দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলুন।
মেহেদির দাগ
মেহেদির দাগ দূর করতে দুধ ব্যবহার করুন। দাগ লাগা স্থানে দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
চায়ের দাগ
কাপড়ে চায়ের দাগ দূর করতে খানিকটা চিনি দিয়ে ঘষে নিন। দাগ চলে যাবে।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২৭ মিনিট আগেভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
১২ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
১৩ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১৯ ঘণ্টা আগে