Ajker Patrika

বিদায় জানান কাপড়ের দাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদায় জানান কাপড়ের দাগ

অনেক কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই। দাগ তোলারও আছে উপায়। তবে একেক দাগের জন্য একেক জিনিস ব্যবহার করতে হবে।

রক্তের দাগ
কাপড়ে রক্তের দাগ লাগলে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। আর যদি রক্তের দাগ শুকিয়ে যায়, তাহলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। রক্তের দাগ কাপড়ে বসে গেলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন। আর সম্ভব হলে রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন।

মেকআপের দাগ
কাপড়ে মেকআপের দাগ দূর করতে একটি পাউরুটি গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো মেকআপের দাগের ওপর ঘষে নিলে দাগ উঠে যাবে।

তেলের দাগ
কাপড়ে তেলের দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের ওপর দিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।

চকলেটের দাগ
চকলেটের দাগের জায়গায় স্যানিটাইজার দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান বা পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।

হলুদের দাগ
কাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এ ছাড়া দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলুন।

মেহেদির দাগ
মেহেদির দাগ দূর করতে দুধ ব্যবহার করুন। দাগ লাগা স্থানে দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

চায়ের দাগ
কাপড়ে চায়ের দাগ দূর করতে খানিকটা চিনি দিয়ে ঘষে নিন। দাগ চলে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত