Ajker Patrika

ঘরের জায়গা বাঁচাবেন যেভাবে

আনিকা জীনাত, ঢাকা
ঘরের জায়গা বাঁচাবেন যেভাবে

এখনকার ফ্ল্যাটের সঙ্গে আগেকার উঠানওয়ালা বাড়ির পার্থক্য আছে। আগে চারদিকে ঘর থাকত। মাঝে থাকত উঠান। ঘরের আকার ও সংখ্যা দুটোই ছিল বেশি। এখন একটি ১ হাজার ১০০ বর্গ ফুটের ফ্ল্যাটেও ৩টি ঘর থাকে। ছোট ঘরে বড় আসবাব কীভাবে আঁটবে, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। হয়তো ঘরে একটি ইলেকট্রিক ওভেনের প্রয়োজন; কিন্তু রাখার জায়গা না থাকায় তা আর কেনা হয়ে ওঠে না। এ রকম সমস্যা এড়াতে ঘরের আসবাব কেনার সময়ই হিসাব নিকাশ করতে হবে। 

যেভাবে জায়গা তৈরি হবে

•    এলইডি টিভি কিনলে তা দেয়ালে বসিয়ে নিন। টেবিলে রাখতে চাইলে অতিরিক্ত জায়গা দখল হবে। ঘরও ছোট দেখাবে।
•    চাইলে কাস্টমাইজড ড্রেসিং টেবিল বানাতে পারেন। আয়নার ভেতরে থাকবে কয়েকটি তাক। নিচেও থাকবে ড্রয়ার। এই জায়গাগুলো কাজে লাগানো গেলে অনেক কিছু রাখা যাবে।
•    ভাঁজ করা যায় এমন টেবিল ও চেয়ার কিনলে ঘরে অতিরিক্ত জায়গা পাওয়া যাবে।
•    ঘরে জায়গা বাঁচাতে চাইলে বড় ফ্রিজ কিনতে পারেন। এতে আলাদা করে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন হবে না। এক ফ্রিজেই সব রাখা যাবে।
•    জানালায় হালকা রঙের পর্দা ব্যবহার করবেন। এতে ঘর বড় দেখাবে।
•    সাজগোজের প্রতি ঝোঁক না থাকলে ড্রেসিং টেবিলের বদলে বড় আয়না কিনতে পারেন। এতে ফাঁকা জায়গা তৈরি হবে।
•    ঘরে টেবিল রাখতে না চাইলে ল্যাপটপ কিনুন। এতে টেবিল না কিনলেও চলবে।
•    গান শোনার জন্য তারহীন ব্লুটুথ স্পিকার কিনতে পারেন। স্পিকারগুলো কায়দা করে দেয়ালে ঝুলিয়ে রাখুন। আলাদা জায়গার দরকার হবে না।
•    রান্নাঘরের জন্য র‌্যাক কিনতে চাইলে লম্বা দেখে কিনুন। এতে অনেক জিনিস আটবে।
•    সব টব একত্রে রাখবেন না। গ্রিলের ধার দিয়ে সারিবদ্ধ করে রাখুন। বারান্দায় চলাচলের জায়গা পাবেন।
•    বই রাখার জন্য বড় দেখে বুক শেলফ কিনুন। পরে বইয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও জায়গার সংকট হবে না।

শিশুর খেলনা একসঙ্গে রাখার জন্য ঝুড়ি কিনুন। খেলনা সবখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত