নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘর সাজাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার প্রয়োজন নেই। একটু সৃজনশীল হলেই অল্প খরচেও ঘর সাজানো যায়।
• ফুলদানিতে ফুল সাজিয়ে রাখুন। ঘর সুবাসিত হবে, মনও ভালো থাকবে।
• ঘরে খুব সুন্দর দেখে বড় আকারের আয়না, আরামদায়ক ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে।
• বারান্দায় টবের গাছের পাশ দিয়ে বাতি ঝুলিয়ে দিতে পারেন। এতে কিছুটা বৈচিত্র্য আসবে।
• ঘর যেমনই হোক, পর্দা হওয়া চাই আকর্ষণীয়। এখন অনেকেই অ্যাপ্লিক করা পর্দা ব্যবহার করেন। এগুলো সুতি কাপড় দিয়েই তৈরি করা হয়। তাই দামেও সস্তা।
• কুশনকভার উজ্জ্বল রঙের হলে সহজেই তা নজর কাড়ে।
• নিজের তোলা ছবি বা হাতে আঁকা ছবি ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগবে।
• বসার জন্য বেত অথবা বাঁশের রকিং চেয়ার বা ডিভান রাখা যেতে পারে। আরও রাখতে পারেন বেতের আরামদায়ক চেয়ার।
• বারান্দায় মেটালের কোনো মুখোশ বা ওয়াল হ্যাঙিংও রাখা যেতে পারে।
• বিকেলের আড্ডা বা চা পর্ব কাটাতে বসার ঘরের মাটিতে বিছিয়ে দিতে পারেন মাদুর, শীতলপাটি কিংবা শতরঞ্জি।
• বাড়িতে আয়োজন থাকলে জ্বেলে নিন মাটির প্রদীপ। এক স্নিগ্ধ প্রশান্তি যে আপনাকে ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
ঘর সাজাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার প্রয়োজন নেই। একটু সৃজনশীল হলেই অল্প খরচেও ঘর সাজানো যায়।
• ফুলদানিতে ফুল সাজিয়ে রাখুন। ঘর সুবাসিত হবে, মনও ভালো থাকবে।
• ঘরে খুব সুন্দর দেখে বড় আকারের আয়না, আরামদায়ক ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে।
• বারান্দায় টবের গাছের পাশ দিয়ে বাতি ঝুলিয়ে দিতে পারেন। এতে কিছুটা বৈচিত্র্য আসবে।
• ঘর যেমনই হোক, পর্দা হওয়া চাই আকর্ষণীয়। এখন অনেকেই অ্যাপ্লিক করা পর্দা ব্যবহার করেন। এগুলো সুতি কাপড় দিয়েই তৈরি করা হয়। তাই দামেও সস্তা।
• কুশনকভার উজ্জ্বল রঙের হলে সহজেই তা নজর কাড়ে।
• নিজের তোলা ছবি বা হাতে আঁকা ছবি ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগবে।
• বসার জন্য বেত অথবা বাঁশের রকিং চেয়ার বা ডিভান রাখা যেতে পারে। আরও রাখতে পারেন বেতের আরামদায়ক চেয়ার।
• বারান্দায় মেটালের কোনো মুখোশ বা ওয়াল হ্যাঙিংও রাখা যেতে পারে।
• বিকেলের আড্ডা বা চা পর্ব কাটাতে বসার ঘরের মাটিতে বিছিয়ে দিতে পারেন মাদুর, শীতলপাটি কিংবা শতরঞ্জি।
• বাড়িতে আয়োজন থাকলে জ্বেলে নিন মাটির প্রদীপ। এক স্নিগ্ধ প্রশান্তি যে আপনাকে ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৩ শতাংশের বেশি। এটি গত মাসেই শুধু নয়, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে অনীহা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যটকদের।
৯ মিনিট আগেইউরোপের বিভিন্ন দেশে গণপর্যটনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। স্পেনের বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ, ভেনিসে এক ধনকুবেরের বিয়েতে বিক্ষোভকারীদের হানা, লুভর মিউজিয়ামের কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে সেখানে।
১ ঘণ্টা আগেমানসিক চাপ ও হতাশা বর্তমানে অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ঠিক করতে চাওয়ার পদক্ষেপ নেওয়াই প্রথম সাফল্য। কিছু সহজ অভ্যাস রয়েছে, যেগুলো আপনার মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করতে পারে।
১ ঘণ্টা আগেআগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে