আনিকা জীনাত
বারবিকিউর জন্য কয়লা এনেছিলেন। রান্নায় সব কয়লা ব্যবহারের প্রয়োজন হয়নি। কিছুটা বেচে গেছে। এটা দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। কাঠ পোড়ালে কয়লা তৈরি হয়। এই কয়লা মিহি পাউডার করলে তৈরি হয় অ্যাকটিভেটেড চারকোল। এটি অ্যাকটিভেটেড কার্বন। কাঠ পোড়ানো হলে ছোট ছোট ছিদ্র তৈরি হয়, ফলে এর ক্ষতিকর পদার্থ শোষণের ক্ষমতা অনেক। তাই অনেক টুথপেস্টেই অ্যাকটিভেটেড চারকোল থাকে। আর একসময় এই অ্যাকটিভেটেড চারকোলে গ্রামের মানুষ দাঁত পরিষ্কার রাখতেন। দাঁত পরিষ্কার থাকলে ত্বকও পরিষ্কার থাকতে পারে বলেই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণে চারকোল ব্যবহারের ইতিহাস নতুন নয়। তবে সৌন্দর্যচর্চায় সক্রিয় চারকোলের ব্যবহার শুরু হয় ১৮৭০ থেকে ১৯২০ সালের মধ্যে। বর্তমানে শ্যাম্পু, সাবান থেকে স্ক্র্যাব সব ধরনের স্কিন কেয়ার পণ্যে চারকোল বা কয়লার গুঁড়ো ব্যবহৃত হয়।
ফেস প্যাক ঘরোয়াভাবে বানাতে ফেস প্যাকটি বানাতে কয়লা গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। ১ টেবিল চামচ পাউডারের সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ মুলতানি মাটি। এর সঙ্গে ২ টেবিল চামচ পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টের সঙ্গে আধা চামচ মধু ও ১ ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল যোগ করুন। সবকিছু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুখ থেকে টক্সিন বের করতে চারকোলের বিকল্প পাওয়া মুশকিল। এটি ত্বকের ময়লা বের করে। পোরস ছোট রাখে। ত্বকও উজ্জ্বল করে।
ফেস মাস্ক শিট
যদি কয়লা জোগাড় করতে সমস্যা হয়, তবে কিনে নিতে পারেন চারকোল ফেস মাস্ক শিট। একটি প্যাকেটে একটি ফেস মাস্ক শিট থাকে। মাস্কটি মুখে লাগানোর আগে মুখ পরিষ্কার করে চুল বেঁধে নিন। মাস্কটি এমনভাবে মুখে বিছিয়ে নিন, যাতে পুরো মুখ ঢেকে যায়। মাস্ক পরে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর টেনে তুলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক যাতে শুষ্ক না হয় তা নিশ্চিত করতে ময়েশ্চারাইজার লাগাতে পারেন।
ত্বক যদি শুষ্ক হয় তবে জোজোবা তেল, অলিভ অয়েল ও হায়ালারোনিক অ্যাসিড আছে কি না, তা দেখে মাস্ক কিনবেন।
সতর্কতা
বারবিকিউর জন্য কয়লা এনেছিলেন। রান্নায় সব কয়লা ব্যবহারের প্রয়োজন হয়নি। কিছুটা বেচে গেছে। এটা দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। কাঠ পোড়ালে কয়লা তৈরি হয়। এই কয়লা মিহি পাউডার করলে তৈরি হয় অ্যাকটিভেটেড চারকোল। এটি অ্যাকটিভেটেড কার্বন। কাঠ পোড়ানো হলে ছোট ছোট ছিদ্র তৈরি হয়, ফলে এর ক্ষতিকর পদার্থ শোষণের ক্ষমতা অনেক। তাই অনেক টুথপেস্টেই অ্যাকটিভেটেড চারকোল থাকে। আর একসময় এই অ্যাকটিভেটেড চারকোলে গ্রামের মানুষ দাঁত পরিষ্কার রাখতেন। দাঁত পরিষ্কার থাকলে ত্বকও পরিষ্কার থাকতে পারে বলেই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণে চারকোল ব্যবহারের ইতিহাস নতুন নয়। তবে সৌন্দর্যচর্চায় সক্রিয় চারকোলের ব্যবহার শুরু হয় ১৮৭০ থেকে ১৯২০ সালের মধ্যে। বর্তমানে শ্যাম্পু, সাবান থেকে স্ক্র্যাব সব ধরনের স্কিন কেয়ার পণ্যে চারকোল বা কয়লার গুঁড়ো ব্যবহৃত হয়।
ফেস প্যাক ঘরোয়াভাবে বানাতে ফেস প্যাকটি বানাতে কয়লা গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। ১ টেবিল চামচ পাউডারের সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ মুলতানি মাটি। এর সঙ্গে ২ টেবিল চামচ পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টের সঙ্গে আধা চামচ মধু ও ১ ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল যোগ করুন। সবকিছু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুখ থেকে টক্সিন বের করতে চারকোলের বিকল্প পাওয়া মুশকিল। এটি ত্বকের ময়লা বের করে। পোরস ছোট রাখে। ত্বকও উজ্জ্বল করে।
ফেস মাস্ক শিট
যদি কয়লা জোগাড় করতে সমস্যা হয়, তবে কিনে নিতে পারেন চারকোল ফেস মাস্ক শিট। একটি প্যাকেটে একটি ফেস মাস্ক শিট থাকে। মাস্কটি মুখে লাগানোর আগে মুখ পরিষ্কার করে চুল বেঁধে নিন। মাস্কটি এমনভাবে মুখে বিছিয়ে নিন, যাতে পুরো মুখ ঢেকে যায়। মাস্ক পরে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর টেনে তুলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক যাতে শুষ্ক না হয় তা নিশ্চিত করতে ময়েশ্চারাইজার লাগাতে পারেন।
ত্বক যদি শুষ্ক হয় তবে জোজোবা তেল, অলিভ অয়েল ও হায়ালারোনিক অ্যাসিড আছে কি না, তা দেখে মাস্ক কিনবেন।
সতর্কতা
সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
১০ ঘণ্টা আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
১১ ঘণ্টা আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
১২ ঘণ্টা আগেজনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
১২ ঘণ্টা আগে