স্কুল খুলতে যে আরও অনেক দেরি আছে তা তো বুঝতেই পারছ। হ্যাঁ, আরও কিছুদিন বাড়িতেই কাটাতে হবে। সারাক্ষণ কি আর বই পড়ে আর টিভি দেখে কাটানো যায়, বলো? মজার অনেক কিছুই করতে ইচ্ছে হয় তাই না! স্কুলের মাঠে লাফালাফি-ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছে তো হয়ই। কিন্তু যেহেতু তা করা যাচ্ছে না, তাহলে বাড়িতেই আনন্দ পুষিয়ে নাও না! কী করবে তাই তো ভাবছ? বলছি শোনো—
পুরোনো অনেক সিডি বাসায় রয়েছে নিশ্চয়ই। তাই বলে মায়ের প্রিয় গানের সিডি বা বাবার সংগ্রহ থেকে সিনেমার সিডি আবার নিতে যেয়ো না যেন। পুরোনো যে সিডিগুলো খুব একটা কাজে লাগবে না সেগুলোই মায়ের কাছ থেকে চেয়ে নাও। এবার এগুলো নিয়ে বসে পড়ো নতুন কিছু বানাতে।
সিডির সঙ্গে অল্পকিছু জিনিসপত্র নিয়ে নাও, যেমন আঠা আর কাঁচি। সিডির নিচের অংশ কেমন রুপালি বা সাতরঙা হয়, আমরা এ অংশকেই কাজে লাগাব। তোমার বাড়িতে যদি গিটার থাকে তাহলে এখনই তা ঝাঁ–চকচকে করে তুলতে পারো। প্রথমে সিডিগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করো। এবার গিটারটিকে নতুন করে সাজাতে সিডির টুকরোগুলো আঠা দিয়ে গিটারের ওপরে লাগাও। মনে রেখো, সিডির রুপালি দিক যেন ওপরের দিকে থাকে।
এভাবে মাথার ক্যাপের সামনের অংশ, জামার কলার বা স্নিকার্সের ওপরে সিডি ছোট ছোট করে কেটে লাগিয়ে ঝলমল করে নিতে পারো। ঠিক এভাবে নতুন করে তুলতে পারো ছবি ও আয়নার ফ্রেম, মায়ের গয়নার বাক্স, ডায়েরির কভার—আরও অনেক কিছু।
ছবি: বোরড পান্ডা
স্কুল খুলতে যে আরও অনেক দেরি আছে তা তো বুঝতেই পারছ। হ্যাঁ, আরও কিছুদিন বাড়িতেই কাটাতে হবে। সারাক্ষণ কি আর বই পড়ে আর টিভি দেখে কাটানো যায়, বলো? মজার অনেক কিছুই করতে ইচ্ছে হয় তাই না! স্কুলের মাঠে লাফালাফি-ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছে তো হয়ই। কিন্তু যেহেতু তা করা যাচ্ছে না, তাহলে বাড়িতেই আনন্দ পুষিয়ে নাও না! কী করবে তাই তো ভাবছ? বলছি শোনো—
পুরোনো অনেক সিডি বাসায় রয়েছে নিশ্চয়ই। তাই বলে মায়ের প্রিয় গানের সিডি বা বাবার সংগ্রহ থেকে সিনেমার সিডি আবার নিতে যেয়ো না যেন। পুরোনো যে সিডিগুলো খুব একটা কাজে লাগবে না সেগুলোই মায়ের কাছ থেকে চেয়ে নাও। এবার এগুলো নিয়ে বসে পড়ো নতুন কিছু বানাতে।
সিডির সঙ্গে অল্পকিছু জিনিসপত্র নিয়ে নাও, যেমন আঠা আর কাঁচি। সিডির নিচের অংশ কেমন রুপালি বা সাতরঙা হয়, আমরা এ অংশকেই কাজে লাগাব। তোমার বাড়িতে যদি গিটার থাকে তাহলে এখনই তা ঝাঁ–চকচকে করে তুলতে পারো। প্রথমে সিডিগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করো। এবার গিটারটিকে নতুন করে সাজাতে সিডির টুকরোগুলো আঠা দিয়ে গিটারের ওপরে লাগাও। মনে রেখো, সিডির রুপালি দিক যেন ওপরের দিকে থাকে।
এভাবে মাথার ক্যাপের সামনের অংশ, জামার কলার বা স্নিকার্সের ওপরে সিডি ছোট ছোট করে কেটে লাগিয়ে ঝলমল করে নিতে পারো। ঠিক এভাবে নতুন করে তুলতে পারো ছবি ও আয়নার ফ্রেম, মায়ের গয়নার বাক্স, ডায়েরির কভার—আরও অনেক কিছু।
ছবি: বোরড পান্ডা
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৩ শতাংশের বেশি। এটি গত মাসেই শুধু নয়, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে অনীহা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যটকদের।
৩ মিনিট আগেইউরোপের বিভিন্ন দেশে গণপর্যটনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। স্পেনের বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ, ভেনিসে এক ধনকুবেরের বিয়েতে বিক্ষোভকারীদের হানা, লুভর মিউজিয়ামের কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে সেখানে।
১ ঘণ্টা আগেমানসিক চাপ ও হতাশা বর্তমানে অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ঠিক করতে চাওয়ার পদক্ষেপ নেওয়াই প্রথম সাফল্য। কিছু সহজ অভ্যাস রয়েছে, যেগুলো আপনার মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করতে পারে।
১ ঘণ্টা আগেআগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে