Ajker Patrika

পুরোনো সিডি দিয়ে কারুকাজ

পুরোনো সিডি দিয়ে কারুকাজ

স্কুল খুলতে যে আরও অনেক দেরি আছে তা তো বুঝতেই পারছ। হ্যাঁ, আরও কিছুদিন বাড়িতেই কাটাতে হবে। সারাক্ষণ কি আর বই পড়ে আর টিভি দেখে কাটানো যায়, বলো? মজার অনেক কিছুই করতে ইচ্ছে হয় তাই না! স্কুলের মাঠে লাফালাফি-ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছে তো হয়ই। কিন্তু যেহেতু তা করা যাচ্ছে না, তাহলে বাড়িতেই আনন্দ পুষিয়ে নাও না! কী করবে তাই তো ভাবছ? বলছি শোনো—

পুরোনো অনেক সিডি বাসায় রয়েছে নিশ্চয়ই। তাই বলে মায়ের প্রিয় গানের সিডি বা বাবার সংগ্রহ থেকে সিনেমার সিডি আবার নিতে যেয়ো না যেন। পুরোনো যে সিডিগুলো খুব একটা কাজে লাগবে না সেগুলোই মায়ের কাছ থেকে চেয়ে নাও। এবার এগুলো নিয়ে বসে পড়ো নতুন কিছু বানাতে।

 সিডির সঙ্গে অল্পকিছু জিনিসপত্র নিয়ে নাও, যেমন আঠা আর কাঁচি। সিডির নিচের অংশ কেমন রুপালি বা সাতরঙা হয়, আমরা এ অংশকেই কাজে লাগাব। তোমার বাড়িতে যদি গিটার থাকে তাহলে এখনই তা ঝাঁ–চকচকে করে তুলতে পারো। প্রথমে সিডিগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করো। এবার গিটারটিকে নতুন করে সাজাতে সিডির টুকরোগুলো আঠা দিয়ে গিটারের ওপরে লাগাও। মনে রেখো, সিডির রুপালি দিক যেন ওপরের দিকে থাকে।

এভাবে মাথার ক্যাপের সামনের অংশ, জামার কলার বা স্নিকার্সের ওপরে সিডি ছোট ছোট করে কেটে লাগিয়ে ঝলমল করে নিতে পারো। ঠিক এভাবে নতুন করে তুলতে পারো ছবি ও আয়নার ফ্রেম, মায়ের গয়নার বাক্স, ডায়েরির কভার—আরও অনেক কিছু।

ছবি: বোরড পান্ডা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত