চাকরির দৌড়ে এগিয়ে থাকতে চাইলে সিভি লিখবেন যেভাবে
চাকরির বাজার প্রতিদিন প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। ভালো ফল, ডিগ্রি কিংবা অভিজ্ঞতা থাকলেও অনেকেই পিছিয়ে পড়েন একটি ভালো সিভির অভাবে। আপনি কে, কী জানেন, কী পারেন—সবকিছু নিয়োগদাতার কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো একটি সঠিকভাবে গঠিত ও পেশাদার সিভি।