Ajker Patrika

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৭৫৮

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৭৫৮

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, শনিবার (১৩ সেপ্টেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৭৫৮ জন প্রার্থী অংশ নেবেন।

প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো: ফায়ারফাইটার (পুরুষ), ফায়ারফাইটার (মহিলা), ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্ট (পুরুষ বা মহিলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর বেলা ৩টায় জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৭-২৭ আগস্ট পর্যন্ত এসব পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এসব প্রার্থীর কাছে পরীক্ষার স্থান ও সময় উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডেও এ-সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আসনবিন্যাস প্রার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন। প্রার্থীদের প্রবেশপত্রসহ পরীক্ষার দিন বেলা ২টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত