Ajker Patrika

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ৩১ মে

চাকরি ডেস্ক 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ৩১ মে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ মে) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: হিসাবরক্ষক (গ্রেড-১১), কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), গাড়িচালক (গ্রেড-১৫/১৬) এবং ডেসপাস রাইডার (গ্রেড-১৯)।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদের পরীক্ষা ৩১ মে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হবে। পরীক্ষা চলবে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য একই প্রবেশপত্র রঙিন কপি (সাদা-কালো গ্রহণযোগ্য নয়) লিখিত পরীক্ষার সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে সব প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার পূর্বে প্রবেশ করতে হবে এবং সঙ্গে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস বহন/রক্ষণ করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত