Ajker Patrika

বি১ সমমান ফরাসি ভাষা জানলেই ফ্রান্সে চাকরি পাওয়া সহজ

ইউরোপে অভিবাসন-সংক্রান্ত একটি নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম ‘ইনফোমাইগ্রেন্টস’। অভিবাসীদের জীবন, অধিকার ও চলমান সংকট নিয়ে কাজ করে এ প্ল্যাটফর্ম। এটি ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর, জার্মান সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে এবং ইতালির বার্তা সংস্থা আনসা—এই তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। এখানে ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাদেশের চট্টগ্রাম শহরের সন্তান মোহাম্মদ আরিফ উল্লাহ। তিনি এক দশকের বেশি সময় ধরে ফ্রান্সে বসবাস করছেন এবং ইউরোপের অভিবাসন পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন সাংবাদিক নাদিম মজিদ

নাদিম মজিদ
বি১ সমমান ফরাসি ভাষা জানলেই ফ্রান্সে চাকরি পাওয়া সহজ

প্রশ্ন: ইউরোপে অভিবাসন-সংক্রান্ত সংবাদমাধ্যম হিসেবে কাজ করে ইনফোমাইগ্রেন্টস। এ সংবাদ সংস্থায় আপনি কী কী কাজ করে থাকেন?

উত্তর: আমাদের প্যারিস, বন এবং রোমে ডেস্ক রয়েছে। আন্তদেশীয় এ সংবাদ মাধ্যমে আমি ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিনিধি হিসেবে কাজ করছি। চার বছরেরও বেশি সময় এখানে আছি। ফ্রিল্যান্সার, চুক্তিভিত্তিক এবং স্থায়ী মিলিয়ে প্রায় ৫০ জন সাংবাদিক কাজ করছেন এ প্রজেক্টে। ইনফোমাইগ্রেন্টস ফরাসি, ইংরেজি, আরবি, দারি, পশতু এবং বাংলাসহ মোট ছয়টি ভাষায় অভিবাসন-সংক্রান্ত সংবাদ প্রচার করে থাকে। ২০১৭ সাল থেকে এ প্রজেক্ট ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত হচ্ছে।

প্রশ্ন: ইনফোমাইগ্রেন্টসে আপনি চাকরি পেলেন কীভাবে?

উত্তর: আমি ১০ বছর ধরে ফ্রান্সে বসবাস করছি। আমি ফ্রান্সের বিখ্যাত সর্বন বিশ্ববিদ্যালয় এবং প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে পড়াশোনা করেছি। এ ছাড়া অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সংস্থা যেমন—ডক্টরস উইদাউট বর্ডারস এবং বেশ কিছু ফরাসি মানবাধিকার সংস্থায় কাজ করেছি। ২০২০ সালের শেষ দিকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছিলাম। ওই সময় আমার এক পরিচিত ফরাসি সহকর্মী আমাকে ইনফোমাইগ্রেন্টস একজন সাংবাদিক খুঁজছে বলে জানায়। শর্ত ছিল ফরাসি ও বাংলা উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে এবং ফ্রান্স ও ইউরোপের অভিবাসন নীতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা এবং দুই দফা মৌখিক সাক্ষাৎকার শেষে আমি চাকরি পেয়েছিলাম। আমি ফ্রান্স টোয়েন্টিফোরের হয়ে প্রাথমিকভাবে ইনফোমাইগ্রেন্টসের জন্য কাজ করলেও টিভি এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের বাংলাদেশ-সংক্রান্ত বিভিন্ন প্রজেক্টে আমাকে কাজ করতে হয়।

প্রশ্ন: আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশিদের উপস্থিতি হাতে গোনা। বাংলাদেশিদের উপস্থিতি বাড়াতে কী কী করা প্রয়োজন?

উত্তর: আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশিদের উপস্থিতি বাড়াতে আমাদের বেশ কিছু দিকে মনোযোগ দিতে হবে। যেমন ভালো ইংরেজি দক্ষতার পাশাপাশি জার্মান, স্প্যানিশ, আরবি, ইতালিয়ান কিংবা ফ্রেঞ্চসহ যেকোনো একটি ভাষায় দক্ষতা অর্জন করা। এ ছাড়া ভালো জার্নালিজম স্কুল থেকে উচ্চশিক্ষা, মাল্টিমিডিয়া প্রশিক্ষণ এবং বিভিন্ন ফেলোশিপে অংশ নেওয়ার চেষ্টা করলে বিদেশি গণমাধ্যমগুলোতে চাকরির সুযোগ বেড়ে যায়। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একসঙ্গে অনেক কাজ করতে পারার দক্ষতা অর্জন করা। আমাদের দেশে ক্যামেরাপারসন, সাব-এডিটর, ভিডিও এডিটর ইত্যাদি কাজের জন্য আলাদা লোক রাখা হয়। ইউরোপে বেশির ভাগ ক্ষেত্রে নিজেকেই সব করতে হয়।

প্রশ্ন: যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে তুলতে চান, ফ্রান্সকে কেন তাঁরা পছন্দ করবেন?

উত্তর: ফ্রান্সের বিভিন্ন সেক্টর আইটি, লাইফ সায়েন্স, ফাইন্যান্স এবং প্রকৌশল খাতে কাজের অনেক সুযোগ রয়েছে। পরিচিত অনকে বাংলাদেশি এখানে এসব সেক্টরে বড় বড় কোম্পানিতে উচ্চপর্যায়ে কাজ করছেন। বিশেষ করে সাইবার সিকিউরিটি এবং লাইফ সায়েন্সে বড় বড় পদে অনেক বাংলাদেশিকে কাজ করতে দেখেছি। এ ছাড়া ব্যাংকগুলোতেও বেশ ভালো পজিশনে বাংলাদেশি অভিবাসীরা কাজ করে যাচ্ছেন। আপনার যদি বড় ডিগ্রি নাও থাকে, এখানে অবস্থানরত যেকোনো বৈধ অভিবাসী ভাষা শিখে যেকোনো পেশাদার শর্ট কোর্স করে চাকরিতে যাওয়ার সুযোগ রয়েছে। যেমন বড় চেইন শপ এবং লজিস্টিক কোম্পানিগুলোতে আপনি বি১ লেভেলের ফরাসি ভাষা জানলে মাত্র ৬ মাসের কোর্স করেই স্থায়ী চুক্তিতে কাজে নিয়োগ দেয়।

প্রশ্ন: ফ্রান্সে বাংলাদেশিদের কোন কোন সেক্টরে ক্যারিয়ার করার সুযোগ রয়েছে?

উত্তর: বাংলাদেশ থেকে আসার ইচ্ছা থাকলে ফ্রান্সে মাস্টার্স কিংবা পিএইচডি করার লক্ষ্যে আসা উচিত। সে ক্ষেত্রে ব্যাংকিং, বিজনেস, আইটি এবং সায়েন্সে ক্যারিয়ার করার সুযোগ রয়েছে। আর যাঁরা পারিবারিক ও স্পাউস ভিসায় এসে থাকেন, তাঁরা ভাষা শিখে নিজের পছন্দমতো যেকোনো পেশায় যেতে পারেন। আমার পরিচিত অনেককে ইদানীং হাসপাতালের বিভিন্ন চাকরিতে যেতে দেখছি। তাঁরা ৬ মাস বা এক বছরের স্বল্পমেয়াদি কোর্স করেছেন।

প্রশ্ন: ফ্রান্সে কোনো বাংলাদেশি ক্যারিয়ার করতে চাইলে তাঁর কী ধরনের প্রস্তুতির প্রয়োজন?

উত্তর: ফ্রান্সে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়তে সবার আগে প্রয়োজন ফরাসি ভাষার দক্ষতা। ন্যূনতম বি১ সমমানের ভাষা শিখে এলে একজন মানুষের কাজ অনেক কমে যায়। এ ছাড়া পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেলে এই সেক্টরেও দ্রুত ক্যারিয়ার গড়া যায়। অন্যদিকে, মাস্টার্স ও পিএইচডি করা হাই স্কিল্ড লোকেরা ইংরেজি দিয়েও অনেক জব পেতে পারেন; কিন্তু ফরাসি ভাষা না জানলে দৈনন্দিন অনেক সমস্যায় পড়তে হয়।

প্রশ্ন: ফ্রান্সের কোন কোন শহরে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি রয়েছে?

উত্তর: বৃহত্তর প্যারিস অঞ্চল বা ইল-দ্য-ফ্রঁন্স রিজিওনে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করেন। প্যারিসের পোস্ট কোড শুরু হয় ৭৫ দিয়ে। কাজেই ৭৫ দিয়ে হলে ধরে নিতে হবে তিনি একেবারে প্যারিস শহরেই থাকেন। প্যারিসের শহরতলির ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৭৭ এসব ডিপার্টমেন্টেও অনেক বাংলাদেশি বসবাস করেন। এগুলোকে গ্রেটার প্যারিস বলা হয়। এই রিজিওনে বাংলাদেশিদের মালিকানাধীন বিপুল ব্যবসাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। মসজিদ, ইসলামিক সেন্টার, মন্দির এবং বৌদ্ধমন্দির রয়েছে। বিশেষ করে প্যারিস শহরের ১০ নম্বর অ্যারোনডিজমেন্টে অবস্থিত গার্দু নর্দ এলাকাটি বাংলাদেশিদের মিলন স্থান হিসেবে পরিচিত। এখানে বাংলাদেশি রেস্তোরাঁ ও সুপার শপ থেকে শুরু করে মিষ্টি ও কাচ্চির রেস্তোরাঁও রয়েছে। গ্রেটার প্যারিসের বাইরে স্পেন সীমান্তবর্তী ফরাসি শহর তুলুজে বিপুল বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া লিল, নন্ত, লিওঁ, গ্রেনোব্ল, বর্দু এবং ভূমধ্যসাগরের তীরের ফরাসি বন্দরনগরী মার্সেই শহরেও অনেক বাংলাদেশি বসবাস করেন।

প্রশ্ন: ফ্রান্সে বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম মূলধারার সঙ্গে কী মানিয়ে নিতে পারছেন?

উত্তর: জি। ফরাসি শিক্ষাব্যবস্থা বিশ্বের সবেচেয় সেরা শিক্ষাব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম। বাচ্চা ১৮ বছরের আগে যখনই এখানে আসুক না কেন ২-৩ বছর স্কুলে গেলেই তারা খুব ভালো ফরাসি ভাষা বলতে পারে। বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্মের অনেকেই এখন আইনজীবী হয়েছেন। যেটি নতুন অভিবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ছাড়া চিকিৎসক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইটি ব্যবসায়ী, ফার্মাসিস্ট এবং গবেষণায় যুক্ত আছেন অনেকেই। এ ছাড়া এখানে দোভাষী এবং অনুবাদকের বিপুল চাহিদা থাকায় দ্বিতীয় প্রজন্মের অনেকেই এ পেশায় বেশ ভালো করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...