Ajker Patrika

প্রেজেন্টেশন ভালো করার পাঁচ কৌশল

আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ৪৮
প্রেজেন্টেশন ভালো করার পাঁচ কৌশল

শিক্ষা হোক বা কর্মজীবন—সব ক্ষেত্রেই প্রয়োজনীয় একটি দক্ষতা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের ধরন ও স্লাইড যত বেশি সাধারণ হবে, শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা ততটাই বেশি পাওয়া যাবে। তাই এ বিষয়ে দক্ষ হয়ে ওঠা খুব জরুরি। ভালো প্রেজেন্টেশন তৈরি করা বা দেওয়ার কৌশল নিয়ে লিখেছেন মো. খশরু আহসান

শ্রোতা সম্পর্কে জেনে নিন
প্রেজেন্টেশনের সময় প্রথমেই উপস্থাপককে বুঝে নিতে হবে, আপনি কাদের জন্য কথা বলবেন। শ্রোতার প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। কারণ, কোনো বিষয়ে কথা বলার আগে শ্রোতা সম্পর্কে ধারণা পাওয়া গেলে সহজেই তাঁদের মনোযোগ আকর্ষণ করা সম্ভব। উল্টো দিকে শ্রোতা মনোযোগী না হলে প্রেজেন্টেশন ভালো হওয়ার সম্ভাবনা শুরুতেই কঠিন হয়ে ওঠে। তাই প্রেজেন্টেশন সহজ করে তোলার জন্য আগে শ্রোতার মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন। অনেক সময় নির্ধারিত বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক করে ভিন্ন কিছু কথা বললেও উপস্থাপিত বিষয়টি বেশি সুন্দর হয়, যার মধ্য দিয়ে শ্রোতারা মনোযোগী হয়ে ওঠে। তাই প্রেজেন্টেশন শুরুর আগে শ্রোতা সম্পর্কে জেনে নিন।

ভয়েস রেকর্ডার ব্যবহার করুন
প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনুশীলন করা খুব জরুরি। অনুশীলন হিসেবে মোবাইলের ভয়েস রেকর্ডারের মাধ্যমে নিজের বক্তব্য রেকর্ড করতে পারেন। রেকর্ড করা শেষে সেই বক্তব্যটি শুনুন। এর মধ্য দিয়ে আপনার কথাগুলো কেমন শোনা যাচ্ছে, ঠিক কোন জায়গাগুলোতে বাচনভঙ্গি ও উচ্চারণ সঠিকভাবে উপস্থাপন করতে হবে; তা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই চর্চাটি উপস্থাপকের পাশাপাশি শ্রোতার কাছেও প্রেজেন্টেশন সম্পর্কে আস্থাশীল করে তোলে।

আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চর্চা করুন
প্রেজেন্টেশনের সময় উপস্থাপককে একসঙ্গে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে উপস্থাপন করতে হয়। তবে চাইলেই কি আর নিমেষে এত মানুষের সামনে দাঁড়িয়ে অবিরত কথা বলা যায়! তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর এই প্রস্তুতির জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। এর মধ্য দিয়ে নিজের অঙ্গভঙ্গি ও অভিব্যক্তি খুব ভালোভাবে প্রকাশ পাবে। মনে রাখতে হবে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে উপস্থাপকের অঙ্গভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। সঠিক অঙ্গভঙ্গি আয়ত্ত করার জন্য নির্ধারিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের মুখভঙ্গি, দুই হাতের অবস্থান ও পুরো শরীরের উপস্থাপনা দেখতে কেমন লাগবে, তা আয়নার সামনে দাঁড়িয়ে চর্চা করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

বুলেট পয়েন্ট এবং কি ওয়ার্ড ব্যবহার করুন
প্রেজেন্টেশন ভালো করার জন্য সম্পূর্ণ বক্তব্যকে ক্রমানুসারে সাজিয়ে উপস্থাপন করতে পারেন। এতে শ্রোতারা পরিষ্কারভাবে আপনার কথা বুঝতে পারবে। পাশাপাশি পুরো বক্তব্য লিখে উপস্থাপন করার চেয়ে কেবল গুরুত্বপূর্ণ শব্দগুলো তুলে ধরতে পারেন। তবে প্রস্তুতি এমন থাকতে হবে, যেন শব্দগুলো দেখেই আপনার সম্পর্কিত পুরো অংশটি মনে পড়ে যায়। এ ক্ষেত্রে আপনি ভিন্ন রঙের একাধিক স্টিকি নোটস ও মূল শব্দগুলোতে হাইলাইটার ব্যবহার করতে পারেন।

উপস্থাপন করুন গল্পের মতো
বর্তমান সময়ের শ্রোতারা ফলাফলে সমৃদ্ধ উপস্থাপনাকে তুলনামূলক বেশি পছন্দ করে। সরাসরি বলা কোনো তথ্য শ্রোতার স্মৃতিতে খুব অল্প সময়ের জন্যই থাকে। বিপরীতে প্রেজেন্টেশনের বিষয়টি প্রাসঙ্গিক কোনো গল্পের সঙ্গে তুলনা করে সেই একই তথ্য দিলেও বেশি সময় ধরে স্মৃতিতে থাকে। তাই আপনার বিষয়টি বাস্তবসম্মত গল্পের আকারে বলার চেষ্টা করুন। পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ কিছু উদাহরণ দিন ও বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখুন। বাস্তবতার সঙ্গে মিলিয়ে ভালো গল্প বলার দক্ষতা আপনার প্রেজেন্টেশন সফল করার ক্ষেত্রে বেশ ভালো কাজে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেলস প্রমোশন অফিসার নেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

চাকরি ডেস্ক 
সেলস প্রমোশন অফিসার নেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে সেলস প্রমোশন অফিসার (অ্যাগ্রোভেট) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৮ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস প্রমোশন অফিসার (অ্যাগ্রোভেট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে)।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আন্তর্জাতিক সংস্থায় অফিসার পদে চাকরি, কর্মস্থল কক্সবাজার

চাকরি ডেস্ক 
আন্তর্জাতিক সংস্থায় অফিসার পদে চাকরি, কর্মস্থল কক্সবাজার

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাটির প্রজেক্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৬ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: কক্সবাজার।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, মোবাইল ও পরিবহন ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৭ পদে জনবল নিয়োগ দেবে হাইকোর্ট

চাকরি ডেস্ক 
ফাইল ছবি
ফাইল ছবি

অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। অফিস সহকারী পদে জনবল নেওয়া হবে। অনলাইনে আবেদন ও আবেদন ফি জমা দেওয়া যাবে। আবেদন শুরু হয়েছে।

পদের নাম: অফিস সহকারী।

পদসংখ্যা: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ের জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবে। বিস্তারিত দেখুন এখানে

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু: ৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাদকদ্রব্য অধিদপ্তরের ৮ পদের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
মাদকদ্রব্য অধিদপ্তরের ৮ পদের ফল প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: স্টোরকিপার, মোটর মেকানিক, ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অডিও ভিজ্যুয়াল অপারেটর, পাম্প অপারেটর, রিসিপশনিস্ট, গ্রন্থাগার সহকারী এবং অফিস সহায়ক।

গত ১ নভেম্বর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রতিষ্ঠানটির এসব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অধিদপ্তরের নিচতলায় সংরক্ষিত নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত