Ajker Patrika

বিজেএস পরীক্ষার প্রস্তুতি: গণিত ও বিজ্ঞানে প্রচুর অনুশীলন দরকার

ইসরাত জাহান জ্যোতি
বিজেএস পরীক্ষার প্রস্তুতি: গণিত ও বিজ্ঞানে প্রচুর অনুশীলন দরকার

কুড়িগ্রামের মেয়ে ইসরাত জাহান জ্যোতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৪তম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করেই তৃতীয় স্থান অধিকার করেছেন। ১৫তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য ইসরাত জাহান জ্যোতির অভিজ্ঞতার আলোকে থাকছে প্রস্তুতি পরামর্শ নিয়ে আলোচনা।

জুডিশিয়ারির সিলেবাস
এখানে প্রিলিতে ১০০টি প্রশ্ন থাকে। সাধারণত ৬০টি প্রশ্ন ল পার্ট থেকে আর বাকি ৪০টি জেনারেল অংশ থেকে আসে। ল-এর জন্য বেয়ার অ্যাক্ট এবং আইন পাঠ বা সহজ পাঠ যেকোনো একটা যথেষ্ট। আর জেনারেলের জন্য বিসিএস একটা ডাইজেস্ট সেটা হতে পারে প্রিসেপটর্স বা আ্যসিওরেন্স, যার যেটা ভালো লাগে। লিখিততে ওই একই পরামর্শ থাকবে। বেয়ার অ্যাক্টের সঙ্গে আমরা অনার্সে যে বইগুলো পড়তাম, সেগুলো পড়তে হবে জেনারেলের জন্য একসেট বিসিএসের বই। যদিও সিলেবাস পুরোটা মেলে না কিন্তু বাজারে শুধু বিজেএসের জন্য ভালো মানের স্বয়ংসম্পূর্ণ বই নেই। তাই এগুলোর ওপর নির্ভর করতে হয়। 

নতুনদের জন্য পরামর্শ
প্রথম কাজ হলো ওয়েবসাইট থেকে সিলেবাস নামিয়ে মনোযোগ দিয়ে পড়ে ফেলা। এর পরের কাজ হলো বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করা। এতে অনেকখানি ধারণা চলে আসে কী কী পড়তে হবে। এরপর নিজের মতো করে সবকিছু সাজিয়ে শুরু করতে হবে পড়াশোনা। 

জটিল বিষয়ে ভালো করার উপায়
এটা আসলে প্রত্যেক ব্যক্তির শক্তিমত্তা ও দুর্বলতার ওপর নির্ভর করে। নির্দিষ্টভাবে কোনো একটা বিষয়কে সহজ বা কঠিন বলা যায় না। তবে আমি দেখেছি জুডিশিয়ারির বেশির ভাগ প্রার্থী জেনারেল পার্ট নিয়ে বেশি চিন্তিত থাকেন; বিশেষ করে ম্যাথ আর বিজ্ঞান নিয়ে। এই দুর্বলতার একটাই সমাধান প্রচুর অনুশীলন। এ ছাড়া কোনো বিকল্প নেই।

পত্রিকা পড়ার অভ্যাস
নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে; বিশেষ করে সম্পাদকীয় ও আন্তর্জাতিক পাতা অংশটুকু। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে প্রিলিতে সাধারণ জ্ঞানে সুবিধা পাওয়া যায়। লিখিত পরীক্ষার সময়ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রস্তুতি নিতে বেগ পেতে হয় না।

জুডিশিয়ারিতে ভালো করতে হলে
যারা রানিং স্টুডেন্ট, তাদের বলব নবীনদের মধ্য থেকে নিয়োগ যেকোনো জবে সব সময়ই বেশি হয়। শিক্ষাজীবনের সময় নষ্ট না করে দিনে বাড়তি দুই-তিন ঘণ্টা পড়ে জুডিশিয়ারিতে ভালো করা সম্ভব। কারণ পরীক্ষায় যা আসে তা বেশির ভাগ চেনা। একাডেমিক লাইফে এগুলোই পড়া। শুধু একটু রিভাইস করে নিতে হবে। 

মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি যাচাই
পরীক্ষার আগে কিছু মডেল টেস্ট বের হয়। এর মধ্য থেকে যেকোনো একটা কিনে বাসায় বসে পরীক্ষা দেওয়া যেতে পারে। এতে বৃত্ত ভরাটের প্র্যাকটিসও যেমন হয়, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও আয়ত্তে চলে আসে। তবে এসব পরীক্ষায় কম পেলেও হা-হুতাশের কিছু নেই আবার বেশি পেলে উচ্ছ্বাসের কিছু নেই। অনেকে মডেল টেস্টে খারাপ করে হতাশ হয়ে পড়ে। হতাশ হওয়া যাবে না। এটার নম্বর দেখে আপনি আপনার দুর্বল পয়েন্ট বের করে সেটাতে ফোকাস করবেন।

পরীক্ষার হল-সম্পর্কিত পরামর্শ 
বেশি চাপ নেওয়া যাবে না। চিন্তামুক্ত হয়ে প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষা দেওয়াটা অনেক বেশি জরুরি। মনে রাখবেন রিজিক সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তবে চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। আপনার পাওনা আপনি একদিন অবশ্যই পাবেন। পরীক্ষা দিয়ে এসে উত্তর মেলাতে যাবেন না। লিখিততে এ কাজটা কোনোভাবেই করা যাবে না। এতে পরের পরীক্ষায় ইমপ্যাক্ট পড়ে। এ সময় শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। অনেকে টেনশনে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। অসুস্থ হয়ে যায় শারীরিক ও মানসিকভাবে। এমনটা করা যাবে না। 

পরীক্ষার হলে করণীয়
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাইম ম্যানেজমেন্ট। ঘড়ি কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ থাকে। আবার কপাল মন্দ হলে কেন্দ্রের ঘড়িও নষ্ট থাকে অনেক সময়। তাই টাইমের ব্যাপারে সচেতন হতে হবে। অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও শুধু টাইম ম্যানেজমেন্টের কারণে ঝরে পড়ে। নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেসব বিষয়ে কোনো ধারণাই নেই শুধু আন্দাজের ওপর ভিত্তি করে সেগুলো দাগানো উচিত নয়। এমন ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কাই বেশি থাকে। পরীক্ষার আগের রাতে ভালো ঘুম গুরুত্বপূর্ণ। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। 

অনুলিখন: মোছা. জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

চাকরি ডেস্ক 
কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ। সংস্থাটি সফট স্কিল বিভাগের শূন্য পদে ৮ কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ৫ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনার, (সফট স্কিল)।

পদসংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, জেন্ডার স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা (সাভার), গাজীপুর ও নারায়ণগঞ্জ।

বেতন: ৪৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকায় নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ২৩ বছরেই করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
ঢাকায় নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ২৩ বছরেই করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৮ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২৩ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

চাকরি ডেস্ক 
চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির এসএমই-স্মল বিজনেস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, (এসএমই-স্মল বিজনেস) ৷

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর।

কর্মস্থল: কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট।

বেতন: ২৬,০০০-৩০,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আকিজ গ্রুপের অধীনে চাকরি, এইচএসসি পাসে আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ গ্রুপের অধীনে চাকরি, এইচএসসি পাসে আবেদন

আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে নির্মাণ সুপারভাইজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: নির্মাণ সুপারভাইজার (ফ্যাক্টরী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাস। নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা ও চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত