Ajker Patrika

বিমানে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯: ৪৩
বিমানে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম (অতি. সচিব)।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক গ্রাহকসেবা মো. মতিউল ইসলাম চৌধুরীর (যুগ্ম সচিব) সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে বিমানের পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম (অতি. সচিব) নিয়োগপত্র তুলে দেন। ছবি: আজকের পত্রিকা শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওয়ের দায়িত্ব গ্রহণ করার এক বছরে বিমানের বিভিন্ন পদে ১ হাজার ১০০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য আনুমানিক এক হাজার কোটি টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত