Ajker Patrika

‘কারিকুলাম হালনাগাদ না করায় মেধাবীরা ভালো ফল নিয়েও বেকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কারিকুলাম হালনাগাদ না করায় মেধাবীরা ভালো ফল নিয়েও বেকার’

বিশ্ববিদ্যালয়গুলোতে চাহিদা অনুযায়ী কারিকুলাম হালনাগাদ না করতে পারায় মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়েও বেকার থাকতে হচ্ছে। উচ্চ ডিগ্রিধারীদের দক্ষতা না থাকায় পাসের পর অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে। 

চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। 

আজ মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে মিট দ্য প্রেস আয়োজন করা হয়। 

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে কারিকুলামে পরিবর্তন আনা হলেও বেসিক আপডেট হচ্ছে না। কারিকুলাম পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে হয়। কারিকুলাম আপডেট করতে এক ধরনের জটিলতা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারিকুলামে পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুসরণের মাধ্যমে করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন, সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘কারিকুলাম আপডেট না করতে পরায় মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে বেকার থাকতে হচ্ছে। উচ্চ ডিগ্রিধারীদের স্কিল না থাকায় পাসের পর তাদের অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে আসতে ইউজিসির পক্ষ থেকে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে।’ 

ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ ও ১১ ডিসেম্বরে ইউজিসির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করবেন। 

মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এবং অধ্যাপক ড. আবু তাহের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত