Ajker Patrika

সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদে ৪৪ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদে ৪৪ জনের চাকরির সুযোগ

সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এক ক্যাটাগরির পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বা প্যানেল তৈরির জন্য সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৪৪টি

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক ৯৩০০-২২৪৯০ (ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% হারে বেতন-ভাতা দেওয়া হবে)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স আগামী ২০ আগস্ট ২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক ৭ ফেব্রুয়ারি ২০১৭ এবং ১৫ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন ফি: যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র জমা দিলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শেষ সময় আগামী ২০ আগস্ট বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত