Ajker Patrika

পেট্রোবাংলার লিখিত পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি

চাকরি ডেস্ক 
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২: ১৯
পেট্রোবাংলার লিখিত পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি

পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ জানুয়ারি শুরু হবে। চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষা প্রতিদিন কারওরান বাজারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো: সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ও সহকারী ব্যবস্থাপক (আইন)। এসব পদে ৭৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেটের মূল কপি মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট বোর্ড/কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত