Ajker Patrika

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের পরামর্শ

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৩: ১৪
শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের পরামর্শ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৪ সালের মার্চ মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেছেন ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডার প্রাপ্ত গাজী মিজানুর রহমান।

  • শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্যাটাগরি ৩ টি: কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২।
  • কলেজ পর্যায়ের জন্য অনার্স লাগে; অথবা ডিগ্রি + মাস্টার্স সমমানের ফাজিল ও কামিল। বেতন গ্রেড ৯ম। বেসিক ২২,০০০ টাকা শুরুতে।
  • স্কুল পর্যায় মানে সহকারী শিক্ষক বা ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক। এই পদে ডিগ্রি বা ফাজিল পাস হলেই চলে। অথবা অনার্স হলেও চলবে। তবে কিছু সাবজেক্টে ৩ বছর বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা হলেও চলে। আবার কিছু বিষয়ের ক্ষেত্রে যেকোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি করার পর ১ বছর মেয়াদি ডিপ্লোমা করলেও আবেদন করতে পারবেন, যে বিষয়ে ডিপ্লোমা করেছেন সেই বিষয়ে। যেমন আইসিটি, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে। বেতন গ্রেড ১০ম অথবা ১১ তম যাঁদের বিএড ডিগ্রি আছে, তাঁরা ১০ গ্রেডে বেতন পাবেন। অর্থাৎ বেসিক ১৬,০০০ টাকা। যাঁদের বিএড নেই, তাঁরা ১১তম গ্রেডে বেতন পাবেন। অর্থাৎ বেসিক ১২,৫০০ টাকা।
  • স্কুল পর্যায়-২: জুনিয়র শিক্ষক (বাংলা ও ইংরেজি বিষয়ে), বা জুনিয়র মৌলভি, জুনিয়র কারি ইবতেদায়ি মাদ্রাসার জন্য। এইচএসসি পাস করেই এই পদে আবেদন করা যায়। বেতন গ্রেড ১৬তম। অর্থাৎ, চাকরির শুরুতে বেসিক বেতন পাবেন ৯,৩০০ টাকা।
  • শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির প্রশ্ন প্রতিটি ক্যাটাগরির জন্য একই রকম হয়। অর্থাৎ, কলেজ পর্যায়ের সবার জন্য একই প্রশ্ন, স্কুল পর্যায়ের সবার জন্য একই প্রশ্ন ও স্কুল পর্যায়-২-এর সবার জন্য একই প্রশ্ন। এই ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত ২৫টি করে মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে। সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে। প্রিলিতে পাস হলো ১০০ নম্বরের মধ্যে ৪০ শতাংশ, অর্থাৎ ৪০ নম্বর পেলেই প্রিলিমিনারি পাস।
  • প্রিলিতে উত্তীর্ণদের নিয়ে লিখিত হয় ১০০ নম্বরের। লিখিত পরীক্ষার সময় ৩ ঘণ্টা। এই ক্ষেত্রে যে বিষয়ের শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিল, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক প্রতিটি বিষয়ে নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিয়ে থাকেন এবং পরে ভাইভার জন্য কল করবেন।
  • ভাইভা হয় ২০ নম্বরের। এর মধ্যে ১২ নম্বর শিক্ষাজীবনে অর্জিত সনদ তথা সার্টিফিকেটের ওপর। বাকি ৮ নম্বর ভাইভা বোর্ডে কর্মক্ষমতার ওপর নির্ভর করে। তবে এই উভয় ক্ষেত্রে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। অর্থাৎ, সার্টিফিকেটসমূহের ১২ নম্বরের মাঝে কমপক্ষে ৪০ শতাংশ এবং ভাইভা বোর্ডের ৮ নম্বরের মাঝে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
  • লিখিত ১০০ ও ভাইভার ২০, মোট ১২০ নম্বরের পর জাতীয় মেধাতালিকা প্রণীত হয় বিষয়ভিত্তিক আলাদাভাবে। এই ক্ষেত্রে প্রিলিমিনারির কোনো নম্বর যুক্ত হয় না।
  • জাতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের জন্য অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় উত্তীর্ণদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
  • গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর তিন বিভাগের বিভিন্ন বিষয়ের শিক্ষকেরা নিজেদের কাঙ্ক্ষিত পদের বিপরীতে শূন্য পদ থাকা সাপেক্ষে এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করে। এই ক্ষেত্রে আবেদন এক হাজার টাকা। একজন প্রার্থী সাধারণত ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে আবেদন করতে পারেন।
  • নিজেদের পছন্দের পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় মেধাতালিকা অনুযায়ী ম্যাচ করলে এনটিআরসিএ থেকে সরাসরি নিয়োগের সুপারিশ করা হয়। এই ক্ষেত্রে কোনো তদবির বা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির আশীর্বাদের প্রয়োজন হয় না ২০১৫ সাল থেকে।
  • প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই: কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২-এর প্রিলিমিনারির প্রস্তুতির জন্য ‘শিক্ষক নিবন্ধন Analysis’ বইটি পড়তে পারেন।  লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন ও এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত লিখিত পরীক্ষার সিলেবাস অনুযায়ী এইচএসসি, অনার্স/ডিগ্রির এবং ক্ষেত্র বিশেষে নবম-দশম শ্রেণির বই থেকে সংশ্লিষ্ট বিষয় নিজে নোট করে পড়লে বেশি ভালো ফল পাওয়া যায়। এ ছাড়া বাজারে বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায়। সেগুলোও দেখা যেতে পারে। তবে এই ক্ষেত্রে নিজে নোট করে পড়লে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকে। ভাইভার প্রস্তুতি জন্য নিজের অনার্স/ডিগ্রি ও মাস্টার্সের বইগুলো ও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয়গুলো জানলেই চলে।
  • পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়? প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশে ২২টি শহরে অনুষ্ঠিত হয়। সে ক্ষেত্রে ৮টি বিভাগীয় শহরে ৮টি শহর ছাড়াও ১৪টি জেলা শহরে অনুষ্ঠিত হয়। বাকি জেলাগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, বগুড়া, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর জেলায়। তবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় কেবল ৮টি বিভাগীয় শহরে। ভাইভা অনুষ্ঠিত হয় শুধু এনটিআরসিএসের ঢাকার প্রধান কার্যালয়, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
  • একজন প্রার্থী মোট কতটি পদে আবেদন করতে পারবেন? শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষায় প্রার্থীর তিনটি বিভাগেই আবেদন করার সুযোগ থাকলে সর্বোচ্চ দুটি বিভাগে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২-এর যেকোনো একটি এবং কলেজ পর্যায়ে। প্রতিটি ক্যাটাগরিতে কেবল একটি করে পদে আবেদন করা যাবে। তবে মনে রাখতে হবে, কেউ চাইলেও স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ উভয় বিভাগে আবেদন করতে পারবেন না, আবেদন করলেও লাভ হবে না। কারণ, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ বিভাগের পরীক্ষা একই দিন ও সময়ে অনুষ্ঠিত হয়। 
তবে কলেজ পর্যায়ের পরীক্ষা পরের দিন অনুষ্ঠিত হয়। অথবা কখনো কখনো স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২-এর পরীক্ষা সকালবেলা অনুষ্ঠিত হলে কলেজ পর্যায়ের পরীক্ষা বিকেলেও অনুষ্ঠিত হতে পারে সেটা এনটিআরসিএ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হয়। তবে কখনো স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২-এর সময়ের সঙ্গে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় না।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২৪ হাজার টাকা বেতনে ঢামেকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরির পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, শটহ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা মুয়াজ্জিন, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ডিগ্রি। কোনো মসজিদে অন্যূন ২ বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন ফি: ১১২ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওয়ালটনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১০০

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিল্ড অফিসার, (হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট)।

পদ সংখ্যা: ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ভ্রমণ ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ (ট্রেনিং) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ (ট্রেনিং)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের মৌখিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের মৌখিক পরীক্ষার সূচি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১১ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। এতে মোট ৮৮ জন প্রার্থী অংশ নেবেন। বুধবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, মাস্টার ড্রাইভার (মেরিন), ইঞ্জিন ড্রাইভার (মেরিন), স্পিডবোট ড্রাইভার, মোল্ডার, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেলপার ও মুচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ অক্টোবর এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ১১ ও ১২ নভেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ৮টা থেকে রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত অধিদপ্তরটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও আবেদন কপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড), পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান/সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি আনতে হবে। সদ্য তোলা ২ কপি সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত