Ajker Patrika

জনবল নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

চাকরি ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১: ০৩
জনবল নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদে ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ৩৭টি 
বেতন: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর 
পদের সংখ্যা: ২টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডেটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী 
পদের সংখ্যা: ১০টি 
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি অন্তত ২০ শব্দ থাকতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আর ১৮ বছরের কম বয়সের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডেটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদের ক্ষেত্রে ফরিদপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, জয়পুরহাট, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: প্রার্থীকে টেলিটকের যেকোনো মোবাইল নম্বর থেকে ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা এবং ২ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে এখানে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected]—এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর, ২০২৩ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। 

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত