Ajker Patrika

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

সরকারি চাকরির শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

করোনা মহামারির মধ্যে যেসব চাকরিপ্রার্থীর বয়স পার হয়ে গেছে, সরকারি চাকরিতে আবেদনে তাদের জন্য ২১ মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়টিও চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যে বিসিএস ছাড়া সব ধরনের সরকারি চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দিয়ে গত ১৯ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে নির্ধারণ করতে বলা হয়। 

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করলে করোনার কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তাদের বিষয়টি মাথায় রেখেই সরকারি চাকরির শূন্য পদগুলো দ্রুত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সরকারি চাকরির ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ ফাঁকা রয়েছে, যা মোট পদের ২০ দশমিক ২০ শতাংশ। বেসামরিক প্রশাসনেই একটি বড় অংশ ফাঁকা রয়েছে। বেসামরিক প্রশাসনে ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি অনুমোদিত পদের বিপরীতে ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন কর্মরত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত