Ajker Patrika

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতে ৪৫ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১: ৪২
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতে ৪৫ জনের চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। প্রতিষ্ঠানটি তাদের মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ৪৫ জনকে নিয়োগ দেবে। যোগ্যতাসম্পন্ন ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদের সংখ্যা: ৪৫টি

জেলা কোটা: মৌলভীবাজার জেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সব জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।  

চাকরির ধরন: ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

বেতন-ভাতা: পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুযায়ী মাসিক মূল বেতন ১৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া অন্য ভাতাদি দেওয়া হবে।

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়ায় (যোগ, বিয়োগ, গুন ও ভাগ) দক্ষতা থাকতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। পবিসে কর্মরত লাইন শ্রমিকেরা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

জামানত: নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

বয়স: ২৭ জুলাই ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন লাইন শ্রমিকদের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অভ্যন্তরীণ আবেদন: সমিতিতে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিয়োজিত লাইনশ্রমিকেরা মিটার রিডার কাম মেসেঞ্জার (এক বছরমেয়াদি চুক্তিভিত্তিক) পদে বিভাগীয় প্রার্থী হিসেবে কর্মরত ব্যক্তিরা সংশ্লিষ্ট অফিসপ্রধানের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে লাইনশ্রমিকদের (কাজ নাই মজুরি নাই) বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পরীক্ষার সময়সূচি: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট -এ প্রকাশ করা হবে। সেই সঙ্গে পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে এবং প্রার্থীদের আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একাধিক পদে আবেদন প্রসঙ্গে: অন্যান্য পবিসের পদগুলোতে একই তারিখ ও সময়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই একাধিক পবিসে আবেদন না করাই ভালো।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১১২ টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৭ জুলাই সকাল ১০টা থেকে আগামী ১৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত