Ajker Patrika

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শুরু, সবার দাবি, প্রশ্ন ফাঁস যেন না হয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২: ৩০
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শুরু, সবার দাবি, প্রশ্ন ফাঁস যেন না হয় 

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার বেলঅ ১১টায় দেশের ১১টি জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে অনেককে ভিড় করতে দেখা গেছে। তবে ছুটির দিনে পরীক্ষা হওয়ায় রাস্তায় তেমন যানজটে ভোগান্তির শিকার হতে হয়নি চাকরিপ্রার্থীদের।

এদিকে পরীক্ষা শুরুর আগে কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, অনেক দিন অপেক্ষার পর অবশেষে পরীক্ষা হচ্ছে, এটা আনন্দের। এখন পরীক্ষা সুষ্ঠুভাবে হলেই হয়। প্রশ্ন ফাঁসের ঘটনা যেন না ঘটে, সেটাই চাওয়া।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সাদিয়া রহমান বলেন, ‘পরীক্ষা দিলেও ভয় হচ্ছে, যেন প্রশ্ন ফাঁস না হয়। তাহলে এত দিনের প্রস্তুতির সবই ব্যর্থ হবে। প্রস্তুতি ভালোই, আশা করি কোনো অঘটন না ঘটলে ভালোই করব।’

এদিকে জেলায় জেলায় পরীক্ষা হওয়ায় অনেকেই প্রশ্ন ফাঁসের আশঙ্কা করছেন। পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে বলে দাবি করছেন। এমনকি প্রশ্নপত্রের ছবিও আপলোড দিয়েছেন। তবে প্রকাশিত এই প্রশ্নপত্র কি আসলেই পরীক্ষার প্রশ্নপত্র কি না, সেটা পরীক্ষা শেষ হলে দুই প্রশ্ন মেলালে বলা যাবে বলে বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২০ মে এবং তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে।

তিন ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব ধাপে নির্ধারিত দিন বেলা ১১টা থেকে এক ঘণ্টার লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত