Ajker Patrika

চাকরি দেবে তিন ব্যাংক

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১: ০৮
চাকরি দেবে তিন ব্যাংক

শাখা ব্যবস্থাপক নেবে কমিউনিটি ব্যাংক 
সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, ইকোনমিকস বা শীর্ষস্থানীয় বিজনেস স্কুল/ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। পাশাপাশি একাডেমিক রেকর্ডে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এই পদে আবেদনে কমপক্ষে ৮ বছরে অভিজ্ঞতা থাকা লাগবে। এ ছাড়া নেতৃত্বস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা, যার মধ্যে শাখা ব্যবস্থাপক হিসেবে ৩ বছর আবশ্যক। অত্যন্ত যোগ্য প্রার্থীদের জন্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা শিথিল হতে পারে। প্রার্থীকে করপোরেট, এসএমই এবং খুচরা ব্যবসার জন্য চমৎকার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট দক্ষতা থাকতে হবে। দায়িত্বশীল একজন অলরাউন্ডার লিডার, টিম ম্যানেজমেন্ট, ক্রেডিট, বিদেশি বাণিজ্য এবং সাধারণ ব্যাংকিংয়ে ভালো জ্ঞানের অধিকারী হতে হবে। পাশাপাশি স্মার্ট, টিম প্লেয়ার, চটপটে মানসিকতার অধিকারী হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকা চাই। এমএস অফিসে খুব ভালো দক্ষতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় ২২ অক্টোবর, ২০২৩ ইং।
সূত্র: বিডিজবস

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ 
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি শাখা ব্যবস্থাপক, ঢাকা/চট্টগ্রাম/কক্সবাজার ও রামুতে জনবল নিয়োগ দেবে। ফুলটাইম ভিত্তিতে এ নিয়োগে আবেদনকারী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ঢাকা ও চট্টগ্রামের শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতারসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কক্সবাজার ও রামুর শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীকে। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদন করা যাবে ৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

সূত্র: বিডিজবস

ইস্টার্ণ ব্যাংকে চাকরি
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। পূর্ণকালীন এ চাকরিতে আবেদনকারীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি অনুরূপ কর্মক্ষেত্রে ৬ মাসের কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। তবে নতুন স্নাতকদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়। আবেদনকারী প্রার্থীকে ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার জ্ঞান থাকা চাই। বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ হতে পারে। মাসিক বেতন ২৮ হাজার টাকা। পাশাপাশি ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা তো থাকছেই। পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর এই ব্যাংকে স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন। অনলাইনে আবেদন করা যাবে ২৫ অক্টোবর, ২০২৩ ইং পর্যন্ত।

সূত্র: বিডিজবস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত