Ajker Patrika

৩৪ জন শিক্ষক নেবে শেকৃবি

৩৪ জন শিক্ষক নেবে শেকৃবি

শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে স্থায়ী শূন্য পদে ৩৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য যোগ্যতাসম্পন্ন ও বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে শেকৃবি।

পদের নাম ও সংখ্যা: অধ্যাপক ৩টি। এর মধ্যে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১টি, ডেইরি সায়েন্সে ১টি এবং ইনস্টিটিউট অব সিড টেকনোলজিতে কৃষিতত্ত্বে ১টি পদ।
বেতন স্কেল: টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।

পদের নাম ও সংখ্যা: সহযোগী অধ্যাপক ৩টি। এর মধ্যে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বিভাগে ১টি, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজিতে ১টি এবং ইনস্টিটিউট অব সিড টেকনোলজির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে ১টি পদ।
বেতন স্কেল: টাকা ৫০,০০০-৭১,২০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

পদের নাম ও সংখ্যা: সহকারী অধ্যাপক ৭টি। এর মধ্যে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি বিভাগে ২টি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি ১টি, প্যাথলজি ১টি, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি ১টি, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি ১টি এবং ইনস্টিটিউট অব সিড টেকনোলজিতে উদ্যানতত্ত্বে ১টি পদ।
বেতন স্কেল: টাকা ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম ও সংখ্যা: প্রভাষক ২১টি। কৃষি অনুষদভুক্ত কৃষিতত্ত্ব বিভাগে ১টি, মৃত্তিকা বিজ্ঞানে ২টি, উদ্ভিদ রোগতত্ত্বে ১টি, প্রাণরসায়নে ১টি, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে ২টি অ্যাগ্রিকালচারাল বোটানিতে ১টি, কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞানে ১টি, কৃষি প্রকৌশলে ২টি; অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদভুক্ত ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজে ১টি; অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত প্যাথলজি বিভাগে ২টি; ইনস্টিটিউট অব সিড টেকনোলজির সিড টেকনোলজিতে ১টি, কৃষিতত্ত্বে ১টি, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে ১টি, উদ্যানতত্ত্বে ১টি, উদ্ভিদ রোগতত্ত্বে ১টি, কীটতত্ত্বে ১টি, কৃষি অর্থনীতিতে ১টি।
বেতন স্কেল: টাকা ২২,০০০-৫৩,০৬০ টাকা

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ১৪ মে পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত