Ajker Patrika

কর্মী নেবে তিন ফার্মাসিউটিক্যালস

চাকরি ডেস্ক
কর্মী নেবে তিন ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশের স্বনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ, গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফুলটাইম এই চাকরির কর্মস্থল প্রতিষ্ঠানটির গাজীপুর প্ল্যান্টে। আবেদনকারী প্রার্থীকে রপ্তানিবাজারের জন্য সিটিডি/ এসিটিডি ও ডসিয়ার প্রস্তুত করতে হবে। পাশাপাশি ডসিয়ার মূল্যায়ন বা সুবিধা পরিদর্শনের সঙ্গে যুক্ত বিভিন্ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। নতুন পণ্যগুলোর বিষয়ে কাজ করতে হবে। আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম ব্যাচেলর অব ফার্মেসি সম্পন্ন করতে হবে। রেগুলেটরি অ্যাফেয়ার্স/ ফর্মুলেশন আর অ্যান্ড ডি সম্পর্কিত কাজে ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা বাঞ্ছনীয়। প্রার্থীকে অবশ্যই চমৎকার পরিকল্পনা ও সম্পাদনে দক্ষতার পাশাপাশি শক্তিশালী পরিমাণগত ও গুণগত বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধাদি রয়েছে। আবেদন করা যাবে ২৭ আগস্ট, ২০২৩ পর্যন্ত। আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

বিকন 
দেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি আর অ্যান্ড ডি (ফরমুলেশন) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আবেদনকারী প্রার্থীকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বি. ফার্ম/এম. ফার্ম সম্পন্ন করতে হবে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা লাগবে। অনকোলজি/বায়োটেক/লাইপোলাইজড প্রোডাক্ট ফর্মুলেশনে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট, ২০২৩। আগ্রহী প্রার্থীদের এই ই-মেইলে সিভি পাঠাতে হবে। 

সূত্র: বিজ্ঞপ্তি

এসকেএফ ফার্মাসিউটিক্যালস 
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম সেরা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি মাইক্রোবায়োলজিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আবেদনকারী প্রার্থীকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর/ স্নাতক পাস করতে হবে। অনুরূপ পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। অসাধারণ কাজের পরিবেশ, বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থাসহ মেধাবী টিমের সঙ্গে কাজ করার সুযোগ। পাশাপাশি আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই। প্রতিষ্ঠানটি দিচ্ছে দ্রুত সময়ের মধ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ। কর্মস্থল গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্ল্যান্টে। আবেদনের শেষ সময় ২১ আগস্ট, ২০২৩। আবেদন করুন

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট। 

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত