Ajker Patrika

রুরাল পাওয়ার কোম্পানির এমসিকিউ পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
রুরাল পাওয়ার কোম্পানির এমসিকিউ পরীক্ষার সূচি

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) দুটি পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৫ এপ্রিল এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ দুটি হলো উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ও উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ এপ্রিল উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় ১১০০২৬০০ থেকে ১১০০২৬০০ পর্যন্ত রোলের প্রার্থীরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে, ১১০০২৬০১ থেকে ১১০০৩৪১৬ ও ১১০০৩৪১৭ থেকে ১১০০৪৮২৪ রোলের প্রার্থীরা উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের পরীক্ষায় অংশ নেবেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের দেওয়া ইন্টারভিউ কার্ড প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে বা হলে সঙ্গে আনতে হবে এবং দায়িত্ব পালনরত পরিদর্শককে তা প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীকে দুটি কালো বল পয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। মোবাইল ফোন বা হাতঘড়িসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ম্যানুয়াল বা সাধারণ ক্যালকুলেটর আনতে পারবেন। প্রার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত