Ajker Patrika

তিন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চাকরি ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২১: ১০
তিন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ববিদ্যালয় দুটির বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।  

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পদ: যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা বিভাগ) ১টি (গ্রেড-৪)
পদ: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা বিভাগ) ১টি (গ্রেড-৫)
পদ: উপপরিচালক (হিসাব) (অর্থ ও হিসাব বিভাগ) ১টি (গ্রেড-৫)
পদ: উপপরিচালক (অডিট) (অডিট সেল) ১টি (গ্রেড-৫)
পদ: উপ-আঞ্চলিক পরিচালক (স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ) ১টি (গ্রেড-৫)
পদ: সহকারী আঞ্চলিক পরিচালক (স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ) ১টি (গ্রেড-৭)
পদ: সহকারী পরিচালক (ক্রয়) (প্রশাসন বিভাগ) ১টি (গ্রেড-৭)
পদ: সহকারী পরিচালক (প্রকৌশল) (মিডিয়া বিভাগ) ১টি (গ্রেড-৭)
পদ: প্রটোকল অফিসার (উপাচার্যের দপ্তর) ১টি (গ্রেড-৯)

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪), ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫) ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭), ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন প্রক্রিয়া: আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়। 
সূত্র: বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ: প্রভাষক (ইংরেজি বিষয়) ১টি
বিভাগ: আইন অনুষদ 
পদ: প্রভাষক নাট্যকলা ৩টি ছুটিজনিত অস্থায়ী।
বিভাগ: নাট্যকলা বিভাগ
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী।
যোগ্যতা: আইন অনুষদে প্রভাষক (ইংরেজি বিষয়) পদে পুরোনো পদ্ধতিতে (শ্রেণিভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ এবং ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির যেকোনো একটিতে ন্যূনতম ৫৫ শতাংশ মার্কস ও অন্যটিতে ন্যূনতম ৫০ শতাংশ মার্কসসহ দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা ওই দুটি পরীক্ষার মোট জিপিএ ন্যূনতম ৭.০০ থাকতে হবে। ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পুরোনো গ্রেডিং পদ্ধতিতে এবং বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ওই দুটি ডিগ্রির যেকোনো একটিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩.৩০ ও অন্যটিতে সিজিপিএ/জিপিএ ৩.২৫ থাকতে হবে।
নাট্যকলা বিভাগের প্রভাষক পদে পুরোনো পদ্ধতিতে (শ্রেণিভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অনার্স ও মাস্টার্স ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণিসহ শিক্ষা জীবনের যেকোনো দুটি স্তরে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে প্রার্থিতা বিবেচিত হবে না। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.০০ অথবা ওই দুটি পরীক্ষার মোট জিপিএ ন্যূনতম ৭.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্সে পুরোনো গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ/জিপিএ একটিতে ৩.৫০ ও অন্যটিতে ৩.৩০ থাকতে হবে। বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির একটিতে ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৩.৪০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৩.৩০ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: রেজিস্ট্রার দপ্তর থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দরখাস্তের নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে।
আবেদন ফি: ৫০০ টাকা। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে চাকরির সুযোগ
সম্প্রতি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ পদে মোট ১৬ জন শিক্ষককে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে/সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। 

পদের নাম, বিভাগের নাম ও সংখ্যা: প্রভাষক ১টি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), প্রভাষক ১টি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), প্রভাষক ১টি (পরিসংখ্যান), প্রভাষক ১টি (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), প্রভাষক ১টি (লোকপ্রশাসন), প্রভাষক ১টি (রসায়ন), প্রভাষক ১টি (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), প্রভাষক ১টি (বাংলা), প্রভাষক ১টি (সমাজবিজ্ঞান), প্রভাষক ১টি (ম্যানেজমেন্ট স্টাডিজ), প্রভাষক ১টি (গণযোগাযোগ ও সাংবাদিকতা), প্রভাষক ১টি (রাষ্ট্রবিজ্ঞান), প্রভাষক ১টি (অর্থনীতি), প্রভাষক ১টি (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), সহকারী অধ্যাপক ১টি (বাংলা), সহযোগী অধ্যাপক ১টি (গণযোগাযোগ ও সাংবাদিকতা)। 

বেতন স্কেল গ্রেড: সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) ৫০০০০-৭১২০০ টাকা, সহকারী অধ্যাপক (গ্রেড-৬) ৩৫৫০০-৬৭০১০ টাকা, প্রভাষক (গ্রেড-৯) ২২০০০-৫৩০৬০ টাকা। 

আবেদন ফি: সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ (সাত শ পঞ্চাশ) টাকা এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০০০ (এক হাজার) টাকা। 
আবেদন করার প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। 
আবেদন শেষ কবে: ৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। 

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত