Ajker Patrika

পত্রিকা বিক্রি করা আয়নালের বিসিএস জয়

মো. আয়নাল হোসেন
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪: ২৩
পত্রিকা বিক্রি করা আয়নালের বিসিএস জয়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামে জন্ম মো. আয়নাল হোসেনের। শৈশব ও কৈশোর কাটিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন চরপাড়া গ্রামে। জীবনের তাগিদে খবরের কাগজ বিক্রি, কখনো পোশাক কারখানায় চাকরি আবার কখনো কুরিয়ার সার্ভিসে কাজ করা আয়নাল অবশেষে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন। তাঁর স্বপ্নজয়ের গল্প নিয়ে থাকছে আজকের আয়োজন।

আমার বয়স যখন এক বছর, তখন থেকেই মা আমাকে নিয়ে শেখপাড়া (চরপাড়া) গ্রামে থাকা শুরু করেন। লেখাপড়ার শুরু হয় ৪ নম্বর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হই বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় পড়াশোনা ছেড়ে দিই। পরবর্তী সময়ে ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হই এবং এসএসসি পরীক্ষা দিই। এরপর ভর্তি হই মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করি। 

সংগ্রামী জীবনের গল্প
দরিদ্রতার কারণে সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর শেখপাড়া বাজারেই পত্রিকা বিতরণের কাজ শুরু করি। তিন-চার বছর কাজ করার পর পুনরায় স্কুলে ভর্তি হই। ভর্তি হওয়ার ব্যাপারে আমাকে সার্বিক সহায়তা করেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজা উদ্দিন ভাই। আমি যখন হলের রুমগুলোতে পত্রিকা দিতে যেতাম, তখন ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। সুজা ভাইকে ভর্তি হওয়ার বিষয়ে জানালে তিনি সব রকম সহযোগিতা করেন। নিজের স্কুলে যখন ভর্তি হতে পারলাম না, তখন আমার বন্ধু সিরাজুলের মাধ্যমে ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই।

কিছুদিন কুরিয়ার সার্ভিসেও কাজ করেছি। একপর্যায়ে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিই। বেতনবৈষম্য দেখে আমি বিষয়টা ঊর্ধ্বতনকে জানাই। কিন্তু এসএসসি পাস না হলে বেতন বাড়বে না বলে জানানো হয়। এরপরই এসএসসি পাসের সংকল্প নিয়ে চাকরি ছেড়ে আবারও পড়াশোনা শুরু করি। পড়াশোনার খরচ জোগানোর জন্য আবারও পত্রিকা বিতরণের কাজে যোগ দিই। এইচএসসি পরীক্ষার আগপর্যন্ত পত্রিকা বিতরণের কাজ করতাম। এভাবেই মূলত পড়াশোনার খরচ চালাতাম, সেই সঙ্গে আমার মা যথেষ্ট পরিশ্রম করেছেন আমাকে এত দূর নিয়ে আসার জন্য। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান পাই, তখন মা তাঁর পোষা গরু বিক্রি করে সব খরচের জোগান দেন। সেখান থেকেই মূলত আমার এই পর্যায়ে আসা। 

অনুপ্রেরণা
পড়াশোনা ছেড়ে যখন পত্রিকা বিতরণের কাজ শুরু করি, তখন প্রতিবছর এসএসসি, এইচএসসি ফলের পর পত্রিকায় সংগ্রামী জীবনের কিছু প্রতিবেদন ছাপা হতো। এদের জীবনের গল্প থেকেই প্রাথমিকভাবে অনুপ্রেরণা পাই। সেই সঙ্গে মায়ের দুঃখ, কষ্ট দূর করতে হলেও আমাকে পড়াশোনা করতে হবে, এই চিন্তাটাও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বিসিএসের যাত্রা শুরু
স্নাতকোত্তরের প্রায় শেষ দিকে ৪১তম বিসিএসে আবেদন করি। এটাই ছিল আমার প্রথম বিসিএস। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার আগেই করোনা মহামারি শুরু হয়। ফলে বাড়িতে চলে আসি। প্রায় এক বছর বাড়িতে কাটানোর পর আবার ঢাকায় আসি চাকরির পড়াশোনা করার উদ্দেশ্যে। ৪১তম বিসিএসে প্রিলিমিনারি উত্তীর্ণ হলাম। কিন্তু থাকা-খাওয়ার খরচ জোগানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। কোনো টিউশনও ছিল না তখন। এলাকার জাফর ইকবাল ভাইয়ের কাছে যাই একটা চাকরির জন্য। তার মাধ্যমে আগেও কিছু খণ্ডকালীন কাজ পেয়েছিলাম। ভাই তখন আমাকে এখন চাকরি করতে নিষেধ করেন এবং বিসিএসের জন্য ভালো করে পড়াশোনা করার জন্য বলেন। তিনি পরীক্ষা পর্যন্ত আর্থিক সহযোগিতা করবেন বলেন এবং আর্থিক সহযোগিতা করেন। পরবর্তী সময়ে তিনি সব সময়ই মানসিকভাবে সাহস দিয়েছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন চাকরি-সংক্রান্ত গ্রুপ থেকে উপকৃত হয়েছি। বিভিন্ন তথ্য, চাকরির প্রস্তুতিবিষয়ক পরামর্শ পেয়েছি, যেটা আমার পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কাজে লেগেছে।

অনুভূতি
কখনো বিসিএস ক্যাডার হব বা সরকারি চাকরি করব—এসব ভাবিনি। এসএসসি পাস করে একটা যেকোনো চাকরি নেব—তখন এই ভাবনাটা ছিল। ৪১তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার মতো বেকারের জীবনে যেকোনো চাকরিই একটা আশীর্বাদ, যেখানে বিসিএস ক্যাডার হিসেবে নিজের রোল দেখতে পাওয়া আল্লাহ তায়ালার বিশেষ রহমত। 

ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যতে যেখানেই থাকি, সততার সঙ্গে যেন নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যেন কিছু করতে পারি। সমাজের একজন মানুষও যদি আমার দ্বারা উপকৃত হয়, তাহলে নিজেকে সার্থক মনে হবে।

নতুনদের উদ্দেশে
নতুনদের উদ্দেশে বলব, কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। হতাশা আমাদের সম্ভাবনাকে অনেকটা হ্রাস করে। নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। সব সময় পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিজের দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দিতে হবে। ভাগ্য সহায় হলে পরিশ্রমের ফসল অবশ্যই পাবে। 

অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

আব্দুল ওয়াহাব বলেন, রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার এমডি পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন লিয়াকত আলী নামের এক ব্যক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

চাকরি ডেস্ক 
কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। ২৬ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

পদের নাম: সুপারভাইজার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে সুপারভাইজার ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১৫০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: আইটি এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ট্রাবল-শুটিং এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও মেরামতসংশ্লিষ্ট ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১২৫ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: এজেন্ট।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে এজেন্ট হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ৭০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহকারী জজ নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৫০

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী জজ পদে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাতে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ অনুসারে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা ৫০% নম্বর হওয়ায় প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণের মধ্যে ১ হাজার ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ নম্বর পেয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ১৪৩তম সভার সিদ্ধান্তক্রমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য মর্মে এসব প্রার্থীরা বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে।

গত ১ নভেম্বর সহকারী জজ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ১৮ আগস্ট সহকারী জজ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে মোট ১০০টি শূন্য পদ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

চাকরি ডেস্ক 
অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ইএইচএস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, (ইএইচএস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: হবিগঞ্জ ও নাটোর।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত