Ajker Patrika

বরগুনাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭: ৪০
বরগুনাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

বরগুনা জেলার ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে লোকবল নিয়োগের উদ্দ্যেশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবলমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব

পদসংখ্যা:

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়স:
প্রার্থীর বয়স ২৮ নভেম্বর তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত বিদ্যমান সরকারি নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: 
১০,২০০ - ২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪

আবেদন প্রক্রিয়া: 
আবেদন ফরম নিজ হাতে পূরণ করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইট অথবা জেলা প্রশাসক, বরগুনা-এর ওয়েবসাইট (www.barguna.gov.bd) এবং বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক, বরগুনা বরাবর সরকারি ডাকযোগে আবেদন ফরম পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠানো যাবে না। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, বরগুনা। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার পে–অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২১barguna-job

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত