Ajker Patrika

রসিকতা করে মিথ্যা বলা যাবে কি

মাওলানা ইশমাম আহমেদ
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬: ৩৬
রসিকতা করে মিথ্যা বলা যাবে কি

ইসলামে মিথ্যা বলা কঠিন গুনাহের কাজ। তা স্বাভাবিক অবস্থায় যেমন জায়েজ নেই, তেমনি রসিকতা বা ঠাট্টা-মশকরার সময়ও জায়েজ নেই। তবে সত্য কথা বলে রসিকতা করতে ইসলামের পক্ষ থেকে নিষেধ নেই।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার সাহাবায়ে কেরাম বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি তো আমাদের সঙ্গে রসিকতা করেন।’ তিনি বললেন, ‘আমি সত্য ছাড়া ভিন্ন কিছু বলি না।’ (তিরমিজি: ১৯৯০)

অন্য হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি রসিকতা করি ঠিক, তবে সত্য ছাড়া কখনো মিথ্যা বলি না।’ (তাবরানি: ১২ / ৩৯১)

এক হাদিসে আবদুর রহমান ইবনে আবি লায়লা (রহ.) বলেন, সাহাবিরা রাসুল (সা.)-এর সঙ্গে কোনো সফরে ছিলেন। তখন তাঁদের একজন ঘুমিয়ে পড়লে অন্য কেউ তাঁর তির নিয়ে নেন। পরে লোকটি ঘুম থেকে জাগলে ভয় পান। এ দৃশ্য দেখে সবাই হেসে ওঠেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তোমরা হাসলে কেন?’ তাঁরা বললেন, ‘কিছু হয়নি। তবে আমি তার তিরটি নিয়েছিলাম আর এতেই সে ঘাবড়ে গেছে।’ রাসুল (সা.) বললেন, ‘কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।’ (আবু দাউদ: ৫০০৪)

অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা অন্য কারও আসবাবপত্র ইচ্ছায় বা রসিকতা করে ব্যবহার করবে না। কেউ কারও কিছু ব্যবহার করে থাকলে, তার উচিত তাকে তা ফেরত দেওয়া।’ (আবু দাউদ: ৫০০৩, তিরমিজি: ২১৬০) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত