Ajker Patrika

ইন্নালিল্লাহ বলার তাৎপর্য

মাওলানা ইসমাইল নাজিম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৪
ইন্নালিল্লাহ বলার তাৎপর্য

কারও মৃত্যুর খবর শুনলে বা কোনো বিপদের আভাস পেলে ইন্না লিল্লাহ পড়া সুন্নত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা (মুমিনেরা) কোনো বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাক্যের অর্থ হলো, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং নিজেদের কর্মফল ভোগ করতে হবে। তাই কেউ মারা গেলে বা বিপদ এলে এই বাক্য পড়া মুমিনের কর্তব্য। এর মাধ্যমে মুমিন আল্লাহর অসীম ক্ষমতা ও বিচারদিনের অনিবার্যতার কথা স্বীকার করে নেন। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং সবাইকেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।

আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এসব বিপদে ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ বিকল্প বিনিময় দেন। এ বিষয়ে বিশেষ দোয়াও মহানবী (সা.) শিখিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘কোনো মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে এবং আল্লাহ তাকে যে দোয়া পড়তে বলেছেন তা পড়ে, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। (মুসলিম)

দোয়াটি হলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা। অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত