মুফতি খালিদ কাসেমি
আরবি খুশু শব্দের অর্থ স্থিরতা, বিনয়, একাগ্রতা ইত্যাদি। অন্তরকে বিনয়ের সঙ্গে নামাজে নিমগ্ন রাখাকে ইসলামের পরিভাষায় খুশু বলা হয়। একাগ্রচিত্তে যে নামাজ আদায় করা হয়, সে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার বন্ধন মজবুত হয়। একাগ্রতা নামাজের প্রাণ। এটি ছাড়া নামাজ নিষ্প্রাণ।
একাগ্রতার সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব অনেক। কোরআনে আল্লাহ তাআলা একাগ্রতার সঙ্গে নামাজ আদায়কারী মুমিনদের সফলকাম বলেছেন। মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন: ১-২)
একাগ্রতা নামাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নামাজ কবুল হওয়া এর ওপর নির্ভরশীল। আবু দারদা (রা.) থেকে বর্ণিত আছে, ‘এই উম্মত থেকে সবার আগে নামাজের একাগ্রতা উঠিয়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত উম্মতের মধ্যে কোনো খুশুবিশিষ্ট লোক দেখতে পাবে না।’ (আত-তারগিব ওয়াত তারহিব)
মহানবী (সা.) নামাজি ব্যক্তিকে ডানে-বামে তাকাতে এবং দেহের কোনো অঙ্গ নিয়ে খেলা করতে নিষেধ করেছেন। এক হাদিসে বর্ণিত আছে, ‘নবী (সা.) হজরত আনাসকে নির্দেশ দেন, সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখো এবং ডানে-বামে ভ্রুক্ষেপ করো না।’ (বায়হাকি)
অন্য হাদিসে বর্ণিত আছে, ‘নামাজের সময় আল্লাহ তাআলা সর্বক্ষণ বান্দার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন, যতক্ষণ না নামাজি অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে। যখন সে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে, তখন আল্লাহ তাআলা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন।’ (আবু দাউদ)
আরেক হাদিসে বর্ণিত আছে, ‘একবার রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে নামাজে দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন, এই ব্যক্তির অন্তরে খুশু থাকলে অঙ্গপ্রত্যঙ্গেও স্থিরতা থাকত।’ (আল-জামেউস সগির)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আরবি খুশু শব্দের অর্থ স্থিরতা, বিনয়, একাগ্রতা ইত্যাদি। অন্তরকে বিনয়ের সঙ্গে নামাজে নিমগ্ন রাখাকে ইসলামের পরিভাষায় খুশু বলা হয়। একাগ্রচিত্তে যে নামাজ আদায় করা হয়, সে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার বন্ধন মজবুত হয়। একাগ্রতা নামাজের প্রাণ। এটি ছাড়া নামাজ নিষ্প্রাণ।
একাগ্রতার সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব অনেক। কোরআনে আল্লাহ তাআলা একাগ্রতার সঙ্গে নামাজ আদায়কারী মুমিনদের সফলকাম বলেছেন। মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন: ১-২)
একাগ্রতা নামাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নামাজ কবুল হওয়া এর ওপর নির্ভরশীল। আবু দারদা (রা.) থেকে বর্ণিত আছে, ‘এই উম্মত থেকে সবার আগে নামাজের একাগ্রতা উঠিয়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত উম্মতের মধ্যে কোনো খুশুবিশিষ্ট লোক দেখতে পাবে না।’ (আত-তারগিব ওয়াত তারহিব)
মহানবী (সা.) নামাজি ব্যক্তিকে ডানে-বামে তাকাতে এবং দেহের কোনো অঙ্গ নিয়ে খেলা করতে নিষেধ করেছেন। এক হাদিসে বর্ণিত আছে, ‘নবী (সা.) হজরত আনাসকে নির্দেশ দেন, সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখো এবং ডানে-বামে ভ্রুক্ষেপ করো না।’ (বায়হাকি)
অন্য হাদিসে বর্ণিত আছে, ‘নামাজের সময় আল্লাহ তাআলা সর্বক্ষণ বান্দার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন, যতক্ষণ না নামাজি অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে। যখন সে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে, তখন আল্লাহ তাআলা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন।’ (আবু দাউদ)
আরেক হাদিসে বর্ণিত আছে, ‘একবার রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে নামাজে দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন, এই ব্যক্তির অন্তরে খুশু থাকলে অঙ্গপ্রত্যঙ্গেও স্থিরতা থাকত।’ (আল-জামেউস সগির)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
পবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১৮ ঘণ্টা আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
২০ ঘণ্টা আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
২০ ঘণ্টা আগেজীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্য। ইসলামে ব্যবসা এক মর্যাদাপূর্ণ পেশা। তবে এই পেশার মর্যাদা নির্ভর করে সততা ও নিষ্ঠার ওপর। আজকের দুনিয়ায় যখন লাভ ও প্রতিযোগিতার মোহে সততাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তখন ইসলামে একজন সৎ ব্যবসায়ীর জন্য রয়েছে এক অনন্য সুসংবাদ। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্যের
২০ ঘণ্টা আগে