
মিসর
শবে কদরকে স্বাগত জানাতে রমজানের শেষ দশকে মসজিদে মসজিদে আলোকসজ্জা করা হয়। ২৭তম রাতে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যায়। ফজর পর্যন্ত নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মুখরিত থাকে প্রতিটি মসজিদ। মিসরে এই রাতে একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পাশাপাশি দেশের কয়েকজন বিশিষ্ট আলেমকেও সম্মাননা প্রদান করা হয়। এই রাতের তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে দেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। এই রাতে মিসর থেকে অনেক মানুষ সপরিবারে ওমরাহ পালনের জন্য মক্কায় চলে যায়।
মরক্কো
এ দেশে উৎসবমুখর পরিবেশে শবে কদর পালিত হয়। ঘরে ও মসজিদে জ্বালানো হয় উচ্চমূল্যের ধূপকাঠি। লোকজন দল বেঁধে প্রয়াত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে যায়। মা-বাবারা শিশুদের এই রাতে জীবনের প্রথম রোজা রাখতে উৎসাহিত করেন এবং এই রাতে পরিধান করার জন্য শিশুদের মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক কিনে দেন। মেয়েরা হাতে-পায়ে মেহেদি দেয়। ফটোগ্রাফার ডেকে পরিবারের সব সদস্যের সম্মিলিত ছবি তোলা হয়। ধনীরা মসজিদে মসজিদে গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন।
লিবিয়া
শবে কদরে লিবিয়ার ঘরে-ঘরে ঐতিহ্যবাহী লিবিয়ান খাবার বাজিন, কুসকুস ইত্যাদি তৈরি করা হয় এবং মসজিদসমূহে বিতরণ করা হয়। এসব খাবার নারীরা রমজান মাসজুড়ে তৈরি করে।
সুদান
শবে কদরে সুদানের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। উল্লেখযোগ্যসংখ্যক শিশুর উপস্থিতিও লক্ষ করা যায়। রাতভর মসজিদে ইবাদত ও ধর্মীয় আলোচনা চলে। কেউ কেউ দাওয়াতের উদ্দেশ্যে ইসলামি বই-পুস্তক বিতরণ করে।
তুরস্ক
শবে কদরে তুরস্কের জনগণ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে ইবাদতকারীদের ঢল নামে। বিশেষ করে উত্তর-পশ্চিম তুরস্কের আদ্রিনেহ রাজ্যের ঐতিহাসিক সুলেমানিয়ে মসজিদে হাজার হাজার মুসলিম শবে কদর পালনের উদ্দেশ্যে সমবেত হয়। এটি বিখ্যাত অটোমান স্থপতি সিনান পাশার অন্যতম শ্রেষ্ঠ কাজ। এশার নামাজের পর অনেক মসজিদে কোরআন তিলাওয়াত ও আধ্যাত্মিক সংগীতের আসর বসে।
মৌরিতানিয়া
শবে কদরে মৌরিতানিয়ার বিভিন্ন অঞ্চলে বিপদ-আপদ ও দুষ্ট আত্মা তাড়ানোর জন্য নির্দিষ্ট ধরনের ধূপ জ্বালায়। শিশুদের শয়তান থেকে নিরাপদ রাখতে তাদের শরীরের নির্দিষ্ট অংশে গরম সুই দিয়ে দাগ দেয়।
ভারত
শবে কদরে ভারতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভারতীয় মুসলমানরা এই রাতে মসজিদে জড়ো হয়ে ইবাদত করে। মৃত আত্মীয়স্বজনের জন্য কোরআন খতম করে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে।
আলজেরিয়া
রমজানের শেষ ১০ দিনে আলজেরিয়ার লোকজন সমুদ্রসৈকতে গিয়ে মোমবাতি জ্বালায় এবং রোগমুক্তি ও অন্যান্য উদ্দেশ্য কামনা করে সমুদ্রের পানি দিয়ে সেই মোমবাতি নিভিয়ে দেয়। বিশেষ করে অবিবাহিত ও বিবাহিত নিঃসন্তান নারীরা বিয়ে ও সন্তান কামনায় এই রীতি পালন করে। যদিও ইসলামি চিন্তাবিদগণ এসবকে কুসংস্কার বলেই মনে করেন।
ইরান
শবে কদরে ইরানিরা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করে। কেঁদে কেঁদে তওবা করে। পরদিন দুই ঘণ্টা দেরিতে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাতে তারা মিসরীয় ক্বারিদের বিশেষ করে ক্বারি আবদুল বাসিতের তিলাওয়াত শোনে। রমজানে শবে কদরের পাশাপাশি শিয়াদের কয়েকটি দিবসও ঘটা করে পালন করা হয় ইরানে। তন্মধ্যে ২১ তারিখ হজরত আলি (রা.)-এর শাহাদতবার্ষিকী ও জুমাতুল বিদা উল্লেখযোগ্য। জুমাতুল বিদা তথা রমজানের শেষ শুক্রবারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানায়।
বাংলাদেশ
বাংলাদেশে রাতটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এই রাতে অধিকাংশ মসজিদে খতম তারাবি শেষ হয়। খতম শেষে হাফেজ সাহেবদের কাছ থেকে মুসল্লিরা পানিপড়া নেয়। পবিত্র কোরআনের বরকতে এই পানির রোগমুক্তিসহ বিভিন্ন উপকারিতা আছে বলে অনেকে বিশ্বাস করে। তারাবিহ শেষে মসজিদে ইসলাহি বয়ান চলে। লোকেরা ফজর পর্যন্ত নফল নামাজ, তিলাওয়াত, জিকির, কবর জিয়ারত ইত্যাদি
আমলে ব্যস্ত থাকে।

মিসর
শবে কদরকে স্বাগত জানাতে রমজানের শেষ দশকে মসজিদে মসজিদে আলোকসজ্জা করা হয়। ২৭তম রাতে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যায়। ফজর পর্যন্ত নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মুখরিত থাকে প্রতিটি মসজিদ। মিসরে এই রাতে একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পাশাপাশি দেশের কয়েকজন বিশিষ্ট আলেমকেও সম্মাননা প্রদান করা হয়। এই রাতের তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে দেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। এই রাতে মিসর থেকে অনেক মানুষ সপরিবারে ওমরাহ পালনের জন্য মক্কায় চলে যায়।
মরক্কো
এ দেশে উৎসবমুখর পরিবেশে শবে কদর পালিত হয়। ঘরে ও মসজিদে জ্বালানো হয় উচ্চমূল্যের ধূপকাঠি। লোকজন দল বেঁধে প্রয়াত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে যায়। মা-বাবারা শিশুদের এই রাতে জীবনের প্রথম রোজা রাখতে উৎসাহিত করেন এবং এই রাতে পরিধান করার জন্য শিশুদের মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক কিনে দেন। মেয়েরা হাতে-পায়ে মেহেদি দেয়। ফটোগ্রাফার ডেকে পরিবারের সব সদস্যের সম্মিলিত ছবি তোলা হয়। ধনীরা মসজিদে মসজিদে গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন।
লিবিয়া
শবে কদরে লিবিয়ার ঘরে-ঘরে ঐতিহ্যবাহী লিবিয়ান খাবার বাজিন, কুসকুস ইত্যাদি তৈরি করা হয় এবং মসজিদসমূহে বিতরণ করা হয়। এসব খাবার নারীরা রমজান মাসজুড়ে তৈরি করে।
সুদান
শবে কদরে সুদানের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। উল্লেখযোগ্যসংখ্যক শিশুর উপস্থিতিও লক্ষ করা যায়। রাতভর মসজিদে ইবাদত ও ধর্মীয় আলোচনা চলে। কেউ কেউ দাওয়াতের উদ্দেশ্যে ইসলামি বই-পুস্তক বিতরণ করে।
তুরস্ক
শবে কদরে তুরস্কের জনগণ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে ইবাদতকারীদের ঢল নামে। বিশেষ করে উত্তর-পশ্চিম তুরস্কের আদ্রিনেহ রাজ্যের ঐতিহাসিক সুলেমানিয়ে মসজিদে হাজার হাজার মুসলিম শবে কদর পালনের উদ্দেশ্যে সমবেত হয়। এটি বিখ্যাত অটোমান স্থপতি সিনান পাশার অন্যতম শ্রেষ্ঠ কাজ। এশার নামাজের পর অনেক মসজিদে কোরআন তিলাওয়াত ও আধ্যাত্মিক সংগীতের আসর বসে।
মৌরিতানিয়া
শবে কদরে মৌরিতানিয়ার বিভিন্ন অঞ্চলে বিপদ-আপদ ও দুষ্ট আত্মা তাড়ানোর জন্য নির্দিষ্ট ধরনের ধূপ জ্বালায়। শিশুদের শয়তান থেকে নিরাপদ রাখতে তাদের শরীরের নির্দিষ্ট অংশে গরম সুই দিয়ে দাগ দেয়।
ভারত
শবে কদরে ভারতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভারতীয় মুসলমানরা এই রাতে মসজিদে জড়ো হয়ে ইবাদত করে। মৃত আত্মীয়স্বজনের জন্য কোরআন খতম করে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে।
আলজেরিয়া
রমজানের শেষ ১০ দিনে আলজেরিয়ার লোকজন সমুদ্রসৈকতে গিয়ে মোমবাতি জ্বালায় এবং রোগমুক্তি ও অন্যান্য উদ্দেশ্য কামনা করে সমুদ্রের পানি দিয়ে সেই মোমবাতি নিভিয়ে দেয়। বিশেষ করে অবিবাহিত ও বিবাহিত নিঃসন্তান নারীরা বিয়ে ও সন্তান কামনায় এই রীতি পালন করে। যদিও ইসলামি চিন্তাবিদগণ এসবকে কুসংস্কার বলেই মনে করেন।
ইরান
শবে কদরে ইরানিরা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করে। কেঁদে কেঁদে তওবা করে। পরদিন দুই ঘণ্টা দেরিতে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাতে তারা মিসরীয় ক্বারিদের বিশেষ করে ক্বারি আবদুল বাসিতের তিলাওয়াত শোনে। রমজানে শবে কদরের পাশাপাশি শিয়াদের কয়েকটি দিবসও ঘটা করে পালন করা হয় ইরানে। তন্মধ্যে ২১ তারিখ হজরত আলি (রা.)-এর শাহাদতবার্ষিকী ও জুমাতুল বিদা উল্লেখযোগ্য। জুমাতুল বিদা তথা রমজানের শেষ শুক্রবারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানায়।
বাংলাদেশ
বাংলাদেশে রাতটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এই রাতে অধিকাংশ মসজিদে খতম তারাবি শেষ হয়। খতম শেষে হাফেজ সাহেবদের কাছ থেকে মুসল্লিরা পানিপড়া নেয়। পবিত্র কোরআনের বরকতে এই পানির রোগমুক্তিসহ বিভিন্ন উপকারিতা আছে বলে অনেকে বিশ্বাস করে। তারাবিহ শেষে মসজিদে ইসলাহি বয়ান চলে। লোকেরা ফজর পর্যন্ত নফল নামাজ, তিলাওয়াত, জিকির, কবর জিয়ারত ইত্যাদি
আমলে ব্যস্ত থাকে।

মিসর
শবে কদরকে স্বাগত জানাতে রমজানের শেষ দশকে মসজিদে মসজিদে আলোকসজ্জা করা হয়। ২৭তম রাতে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যায়। ফজর পর্যন্ত নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মুখরিত থাকে প্রতিটি মসজিদ। মিসরে এই রাতে একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পাশাপাশি দেশের কয়েকজন বিশিষ্ট আলেমকেও সম্মাননা প্রদান করা হয়। এই রাতের তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে দেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। এই রাতে মিসর থেকে অনেক মানুষ সপরিবারে ওমরাহ পালনের জন্য মক্কায় চলে যায়।
মরক্কো
এ দেশে উৎসবমুখর পরিবেশে শবে কদর পালিত হয়। ঘরে ও মসজিদে জ্বালানো হয় উচ্চমূল্যের ধূপকাঠি। লোকজন দল বেঁধে প্রয়াত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে যায়। মা-বাবারা শিশুদের এই রাতে জীবনের প্রথম রোজা রাখতে উৎসাহিত করেন এবং এই রাতে পরিধান করার জন্য শিশুদের মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক কিনে দেন। মেয়েরা হাতে-পায়ে মেহেদি দেয়। ফটোগ্রাফার ডেকে পরিবারের সব সদস্যের সম্মিলিত ছবি তোলা হয়। ধনীরা মসজিদে মসজিদে গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন।
লিবিয়া
শবে কদরে লিবিয়ার ঘরে-ঘরে ঐতিহ্যবাহী লিবিয়ান খাবার বাজিন, কুসকুস ইত্যাদি তৈরি করা হয় এবং মসজিদসমূহে বিতরণ করা হয়। এসব খাবার নারীরা রমজান মাসজুড়ে তৈরি করে।
সুদান
শবে কদরে সুদানের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। উল্লেখযোগ্যসংখ্যক শিশুর উপস্থিতিও লক্ষ করা যায়। রাতভর মসজিদে ইবাদত ও ধর্মীয় আলোচনা চলে। কেউ কেউ দাওয়াতের উদ্দেশ্যে ইসলামি বই-পুস্তক বিতরণ করে।
তুরস্ক
শবে কদরে তুরস্কের জনগণ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে ইবাদতকারীদের ঢল নামে। বিশেষ করে উত্তর-পশ্চিম তুরস্কের আদ্রিনেহ রাজ্যের ঐতিহাসিক সুলেমানিয়ে মসজিদে হাজার হাজার মুসলিম শবে কদর পালনের উদ্দেশ্যে সমবেত হয়। এটি বিখ্যাত অটোমান স্থপতি সিনান পাশার অন্যতম শ্রেষ্ঠ কাজ। এশার নামাজের পর অনেক মসজিদে কোরআন তিলাওয়াত ও আধ্যাত্মিক সংগীতের আসর বসে।
মৌরিতানিয়া
শবে কদরে মৌরিতানিয়ার বিভিন্ন অঞ্চলে বিপদ-আপদ ও দুষ্ট আত্মা তাড়ানোর জন্য নির্দিষ্ট ধরনের ধূপ জ্বালায়। শিশুদের শয়তান থেকে নিরাপদ রাখতে তাদের শরীরের নির্দিষ্ট অংশে গরম সুই দিয়ে দাগ দেয়।
ভারত
শবে কদরে ভারতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভারতীয় মুসলমানরা এই রাতে মসজিদে জড়ো হয়ে ইবাদত করে। মৃত আত্মীয়স্বজনের জন্য কোরআন খতম করে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে।
আলজেরিয়া
রমজানের শেষ ১০ দিনে আলজেরিয়ার লোকজন সমুদ্রসৈকতে গিয়ে মোমবাতি জ্বালায় এবং রোগমুক্তি ও অন্যান্য উদ্দেশ্য কামনা করে সমুদ্রের পানি দিয়ে সেই মোমবাতি নিভিয়ে দেয়। বিশেষ করে অবিবাহিত ও বিবাহিত নিঃসন্তান নারীরা বিয়ে ও সন্তান কামনায় এই রীতি পালন করে। যদিও ইসলামি চিন্তাবিদগণ এসবকে কুসংস্কার বলেই মনে করেন।
ইরান
শবে কদরে ইরানিরা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করে। কেঁদে কেঁদে তওবা করে। পরদিন দুই ঘণ্টা দেরিতে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাতে তারা মিসরীয় ক্বারিদের বিশেষ করে ক্বারি আবদুল বাসিতের তিলাওয়াত শোনে। রমজানে শবে কদরের পাশাপাশি শিয়াদের কয়েকটি দিবসও ঘটা করে পালন করা হয় ইরানে। তন্মধ্যে ২১ তারিখ হজরত আলি (রা.)-এর শাহাদতবার্ষিকী ও জুমাতুল বিদা উল্লেখযোগ্য। জুমাতুল বিদা তথা রমজানের শেষ শুক্রবারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানায়।
বাংলাদেশ
বাংলাদেশে রাতটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এই রাতে অধিকাংশ মসজিদে খতম তারাবি শেষ হয়। খতম শেষে হাফেজ সাহেবদের কাছ থেকে মুসল্লিরা পানিপড়া নেয়। পবিত্র কোরআনের বরকতে এই পানির রোগমুক্তিসহ বিভিন্ন উপকারিতা আছে বলে অনেকে বিশ্বাস করে। তারাবিহ শেষে মসজিদে ইসলাহি বয়ান চলে। লোকেরা ফজর পর্যন্ত নফল নামাজ, তিলাওয়াত, জিকির, কবর জিয়ারত ইত্যাদি
আমলে ব্যস্ত থাকে।

মিসর
শবে কদরকে স্বাগত জানাতে রমজানের শেষ দশকে মসজিদে মসজিদে আলোকসজ্জা করা হয়। ২৭তম রাতে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যায়। ফজর পর্যন্ত নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মুখরিত থাকে প্রতিটি মসজিদ। মিসরে এই রাতে একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পাশাপাশি দেশের কয়েকজন বিশিষ্ট আলেমকেও সম্মাননা প্রদান করা হয়। এই রাতের তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে দেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। এই রাতে মিসর থেকে অনেক মানুষ সপরিবারে ওমরাহ পালনের জন্য মক্কায় চলে যায়।
মরক্কো
এ দেশে উৎসবমুখর পরিবেশে শবে কদর পালিত হয়। ঘরে ও মসজিদে জ্বালানো হয় উচ্চমূল্যের ধূপকাঠি। লোকজন দল বেঁধে প্রয়াত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে যায়। মা-বাবারা শিশুদের এই রাতে জীবনের প্রথম রোজা রাখতে উৎসাহিত করেন এবং এই রাতে পরিধান করার জন্য শিশুদের মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক কিনে দেন। মেয়েরা হাতে-পায়ে মেহেদি দেয়। ফটোগ্রাফার ডেকে পরিবারের সব সদস্যের সম্মিলিত ছবি তোলা হয়। ধনীরা মসজিদে মসজিদে গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন।
লিবিয়া
শবে কদরে লিবিয়ার ঘরে-ঘরে ঐতিহ্যবাহী লিবিয়ান খাবার বাজিন, কুসকুস ইত্যাদি তৈরি করা হয় এবং মসজিদসমূহে বিতরণ করা হয়। এসব খাবার নারীরা রমজান মাসজুড়ে তৈরি করে।
সুদান
শবে কদরে সুদানের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। উল্লেখযোগ্যসংখ্যক শিশুর উপস্থিতিও লক্ষ করা যায়। রাতভর মসজিদে ইবাদত ও ধর্মীয় আলোচনা চলে। কেউ কেউ দাওয়াতের উদ্দেশ্যে ইসলামি বই-পুস্তক বিতরণ করে।
তুরস্ক
শবে কদরে তুরস্কের জনগণ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে ইবাদতকারীদের ঢল নামে। বিশেষ করে উত্তর-পশ্চিম তুরস্কের আদ্রিনেহ রাজ্যের ঐতিহাসিক সুলেমানিয়ে মসজিদে হাজার হাজার মুসলিম শবে কদর পালনের উদ্দেশ্যে সমবেত হয়। এটি বিখ্যাত অটোমান স্থপতি সিনান পাশার অন্যতম শ্রেষ্ঠ কাজ। এশার নামাজের পর অনেক মসজিদে কোরআন তিলাওয়াত ও আধ্যাত্মিক সংগীতের আসর বসে।
মৌরিতানিয়া
শবে কদরে মৌরিতানিয়ার বিভিন্ন অঞ্চলে বিপদ-আপদ ও দুষ্ট আত্মা তাড়ানোর জন্য নির্দিষ্ট ধরনের ধূপ জ্বালায়। শিশুদের শয়তান থেকে নিরাপদ রাখতে তাদের শরীরের নির্দিষ্ট অংশে গরম সুই দিয়ে দাগ দেয়।
ভারত
শবে কদরে ভারতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভারতীয় মুসলমানরা এই রাতে মসজিদে জড়ো হয়ে ইবাদত করে। মৃত আত্মীয়স্বজনের জন্য কোরআন খতম করে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে।
আলজেরিয়া
রমজানের শেষ ১০ দিনে আলজেরিয়ার লোকজন সমুদ্রসৈকতে গিয়ে মোমবাতি জ্বালায় এবং রোগমুক্তি ও অন্যান্য উদ্দেশ্য কামনা করে সমুদ্রের পানি দিয়ে সেই মোমবাতি নিভিয়ে দেয়। বিশেষ করে অবিবাহিত ও বিবাহিত নিঃসন্তান নারীরা বিয়ে ও সন্তান কামনায় এই রীতি পালন করে। যদিও ইসলামি চিন্তাবিদগণ এসবকে কুসংস্কার বলেই মনে করেন।
ইরান
শবে কদরে ইরানিরা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করে। কেঁদে কেঁদে তওবা করে। পরদিন দুই ঘণ্টা দেরিতে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রাতে তারা মিসরীয় ক্বারিদের বিশেষ করে ক্বারি আবদুল বাসিতের তিলাওয়াত শোনে। রমজানে শবে কদরের পাশাপাশি শিয়াদের কয়েকটি দিবসও ঘটা করে পালন করা হয় ইরানে। তন্মধ্যে ২১ তারিখ হজরত আলি (রা.)-এর শাহাদতবার্ষিকী ও জুমাতুল বিদা উল্লেখযোগ্য। জুমাতুল বিদা তথা রমজানের শেষ শুক্রবারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানায়।
বাংলাদেশ
বাংলাদেশে রাতটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এই রাতে অধিকাংশ মসজিদে খতম তারাবি শেষ হয়। খতম শেষে হাফেজ সাহেবদের কাছ থেকে মুসল্লিরা পানিপড়া নেয়। পবিত্র কোরআনের বরকতে এই পানির রোগমুক্তিসহ বিভিন্ন উপকারিতা আছে বলে অনেকে বিশ্বাস করে। তারাবিহ শেষে মসজিদে ইসলাহি বয়ান চলে। লোকেরা ফজর পর্যন্ত নফল নামাজ, তিলাওয়াত, জিকির, কবর জিয়ারত ইত্যাদি
আমলে ব্যস্ত থাকে।

এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
৩ ঘণ্টা আগে
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
১৩ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’
১ দিন আগেকাউসার লাবীব

সপ্তাহজুড়ে কর্মব্যস্ততা, নানা চাহিদা আর ক্লান্তির পর মুসলিম জীবনের এক বিশেষ অবলম্বন হলো জুমার দিন। এটি শুধু একটি সপ্তাহান্ত নয়—বরং তা ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি অপূর্ব সুযোগ। হাদিসে এসেছে, জুমার দিন সপ্তাহের সেরা দিন। জুমাবারের গুরুত্ব বোঝাতে আল্লাহর নবী (সা.) বলেন, ‘জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (সুনানে ইবনে মাজাহ: ১০৮৪)
এ ছাড়া এই দিনের রয়েছে আলাদা মর্যাদা ও ফজিলত। তাই শুধু জুমার নামাজ আদায় করলেই নয়, বরং যথাযথ প্রস্তুতি ও কিছু গুরুত্বপূর্ণ সুন্নত পালনের মাধ্যমেই এ দিনের পূর্ণ কল্যাণ লাভ সম্ভব।
জুমার দিনের বেশ ফজিলতপূর্ণ কিছু আমল রয়েছে। যেমন—
এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
তাই জুমাবার দিনের বেলায় কেউ ব্যস্ততা বা কোনো কারণে সুরা কাহাফ তিলাওয়াতের সুযোগ করতে না পারলে বৃহস্পতিবার সন্ধ্যার পর সুরা কাহাফ তিলাওয়াত করলে তা জুমার দিনে পড়া হয়েছে বলে গণ্য হবে।
পাশাপাশি জুমার প্রস্তুতিও রাত থেকেই শুরু হতে পারে। রাতে আগে আগে ঘুমিয়ে যাওয়া, জুমায় যাওয়ার পোশাক প্রস্তুত করে রাখাসহ যেসব কাজ আগেই সেরে ফেলা যায়—তা সেরে ফেললেই ভালো। জুমার মূল প্রস্তুতি শুরু হবে জুমার দিন সকাল থেকে। নবী করিম (সা.)-এর বিভিন্ন হাদিস থেকে জুমার নামাজের প্রস্তুতি বিষয়ে যা জানা যায়, তা তুলে ধরা হলো—
১. জুমার নামাজের প্রস্তুতি মেসওয়াক করার মাধ্যমে শুরু হতে পারে। আল্লাহর রাসুল (সা.) প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করতেন। নবীজি বলেছেন, ‘আমার উম্মতের জন্য যদি কঠিন না মনে করতাম—তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম।’ (সহিহ্ বুখারি)
২. জুমার নামাজে যাওয়ার জন্য এ দিন একটু আগে আগে মিসওয়াক করে অজু করে গোসল সেরে নেওয়া উচিত। জুমার দিন গোসল করা সুন্নত। নবী করিম (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে এলে সে যেন গোসল করে আসে।’ (সহিহ্ বুখারি)
৩. গোসল শেষে জুমার প্রস্তুতি নেওয়ার সময় তেল মাখা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। (সহিহ্ বুখারি)
৪. জুমার নামাজে যাওয়ার সময় সাধ্য অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো পোশাক পরা উত্তম। (সহিহ্ বুখারি)
৫. প্রস্তুতি শেষে জুমার দিন আগেভাগেই মসজিদে উপস্থিত হওয়া উচিত। কেননা, এতে রয়েছে বিশেষ নেকি পাওয়ার সম্ভাবনা।
মহানবী (সা.) বলেন, ‘ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। তারা প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লেখেন। সবার আগে যে আসে, তার নামে একটি উট সদকা করার সওয়াব লেখা হয়। তারপর যে আসে ওই ব্যক্তির আমলনামায় একটি গাভি, তারপর আগমনকারীর নামে একটি মুরগি, তারপর আগমনকারীর নামে একটি ডিম সদকা করার সওয়াব লেখা হয়। এরপর যখন ইমাম খুতবা দিতে আসেন—তখন ফেরেশতারা আমল লেখার খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শোনেন।’ (সহিহ্ বুখারি: ৮৮২)
৬. পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়ার মধ্যে রয়েছে বিশেষ সওয়াব। প্রিয় নবী (সা.) বলেন, ‘জুমার দিন যে গোসল করে জুমার সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, যাওয়ার সময় কোনো বাহনে চড়বে না—হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না—সে মসজিদে আসার প্রতিটি কদমে এক বছর নফল রোজা রাখা ও এক বছর নফল নামাজ আদায়ের সওয়াব পাবে।’ (সুনানে আবু দাউদ: ৩৪৫, জামে তিরমিজি: ৪৫৬)
৭. মসজিদে যাওয়ার পর মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে খুতবা শোনা উচিত। নবী করিম (সা.) এমনটিই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘জুমার দিনে যে ব্যক্তি মাথা ও শরীর ধুয়ে ভালোভাবে গোসল করে জুমার সময়ের প্রথম সময়েই কোনো বাহনে আরোহণ না করে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে, নিশ্চুপ হয়ে খুতবা শোনে, কোনো অনর্থক কাজ না করে—তার প্রত্যেক কদমে এক বছর আমল করার সওয়াব হবে।’ (সুনানে নাসায়ি: ১৩৮৪)
এককথায় জুমার প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো হলো—
এভাবে প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হওয়া সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, কাপড়-চোপড় পরিষ্কার করল, নিজের সাধ্যমতো পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিপূর্ণ ব্যবস্থা করল, তারপর তেল ও সুগন্ধ ব্যবহার করল, অতঃপর দ্বিপ্রহরের পর মসজিদে গিয়ে এভাবে বসল—দুজন লোককে পরস্পর বিচ্ছিন্ন করেনি অর্থাৎ দুজনের মাঝখানে জোর করে প্রবেশ করেনি। তারপর সে তার ওপর নির্ধারিত নামাজ আদায় করল, ইমাম যখন (মিম্বারের দিকে) বের হলো, তখন সে চুপচাপ (বসে খুতবা শুনতে) থাকল, তা হলে সে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত পাপ করেছে, ওই সব পাপ ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ্ বুখারি)
জুমা মানেই শুধুমাত্র মসজিদে যাওয়া নয়, বরং এ দিনটি একটি পূর্ণাঙ্গ ইবাদতের দিন। ছোট ছোট কিছু প্রস্তুতি ও আমলের মাধ্যমে এ দিনের ফজিলতকে অর্জন করা যায়। সঠিকভাবে গোসল, পরিচ্ছন্নতা, খুশবু, আগেভাগে যাওয়া, খুতবা শোনা এবং দরুদ-দোয়া—এসবই আল্লাহর কাছে প্রিয় আমল।

সপ্তাহজুড়ে কর্মব্যস্ততা, নানা চাহিদা আর ক্লান্তির পর মুসলিম জীবনের এক বিশেষ অবলম্বন হলো জুমার দিন। এটি শুধু একটি সপ্তাহান্ত নয়—বরং তা ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি অপূর্ব সুযোগ। হাদিসে এসেছে, জুমার দিন সপ্তাহের সেরা দিন। জুমাবারের গুরুত্ব বোঝাতে আল্লাহর নবী (সা.) বলেন, ‘জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (সুনানে ইবনে মাজাহ: ১০৮৪)
এ ছাড়া এই দিনের রয়েছে আলাদা মর্যাদা ও ফজিলত। তাই শুধু জুমার নামাজ আদায় করলেই নয়, বরং যথাযথ প্রস্তুতি ও কিছু গুরুত্বপূর্ণ সুন্নত পালনের মাধ্যমেই এ দিনের পূর্ণ কল্যাণ লাভ সম্ভব।
জুমার দিনের বেশ ফজিলতপূর্ণ কিছু আমল রয়েছে। যেমন—
এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
তাই জুমাবার দিনের বেলায় কেউ ব্যস্ততা বা কোনো কারণে সুরা কাহাফ তিলাওয়াতের সুযোগ করতে না পারলে বৃহস্পতিবার সন্ধ্যার পর সুরা কাহাফ তিলাওয়াত করলে তা জুমার দিনে পড়া হয়েছে বলে গণ্য হবে।
পাশাপাশি জুমার প্রস্তুতিও রাত থেকেই শুরু হতে পারে। রাতে আগে আগে ঘুমিয়ে যাওয়া, জুমায় যাওয়ার পোশাক প্রস্তুত করে রাখাসহ যেসব কাজ আগেই সেরে ফেলা যায়—তা সেরে ফেললেই ভালো। জুমার মূল প্রস্তুতি শুরু হবে জুমার দিন সকাল থেকে। নবী করিম (সা.)-এর বিভিন্ন হাদিস থেকে জুমার নামাজের প্রস্তুতি বিষয়ে যা জানা যায়, তা তুলে ধরা হলো—
১. জুমার নামাজের প্রস্তুতি মেসওয়াক করার মাধ্যমে শুরু হতে পারে। আল্লাহর রাসুল (সা.) প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করতেন। নবীজি বলেছেন, ‘আমার উম্মতের জন্য যদি কঠিন না মনে করতাম—তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম।’ (সহিহ্ বুখারি)
২. জুমার নামাজে যাওয়ার জন্য এ দিন একটু আগে আগে মিসওয়াক করে অজু করে গোসল সেরে নেওয়া উচিত। জুমার দিন গোসল করা সুন্নত। নবী করিম (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে এলে সে যেন গোসল করে আসে।’ (সহিহ্ বুখারি)
৩. গোসল শেষে জুমার প্রস্তুতি নেওয়ার সময় তেল মাখা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। (সহিহ্ বুখারি)
৪. জুমার নামাজে যাওয়ার সময় সাধ্য অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো পোশাক পরা উত্তম। (সহিহ্ বুখারি)
৫. প্রস্তুতি শেষে জুমার দিন আগেভাগেই মসজিদে উপস্থিত হওয়া উচিত। কেননা, এতে রয়েছে বিশেষ নেকি পাওয়ার সম্ভাবনা।
মহানবী (সা.) বলেন, ‘ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। তারা প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লেখেন। সবার আগে যে আসে, তার নামে একটি উট সদকা করার সওয়াব লেখা হয়। তারপর যে আসে ওই ব্যক্তির আমলনামায় একটি গাভি, তারপর আগমনকারীর নামে একটি মুরগি, তারপর আগমনকারীর নামে একটি ডিম সদকা করার সওয়াব লেখা হয়। এরপর যখন ইমাম খুতবা দিতে আসেন—তখন ফেরেশতারা আমল লেখার খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শোনেন।’ (সহিহ্ বুখারি: ৮৮২)
৬. পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়ার মধ্যে রয়েছে বিশেষ সওয়াব। প্রিয় নবী (সা.) বলেন, ‘জুমার দিন যে গোসল করে জুমার সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, যাওয়ার সময় কোনো বাহনে চড়বে না—হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না—সে মসজিদে আসার প্রতিটি কদমে এক বছর নফল রোজা রাখা ও এক বছর নফল নামাজ আদায়ের সওয়াব পাবে।’ (সুনানে আবু দাউদ: ৩৪৫, জামে তিরমিজি: ৪৫৬)
৭. মসজিদে যাওয়ার পর মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে খুতবা শোনা উচিত। নবী করিম (সা.) এমনটিই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘জুমার দিনে যে ব্যক্তি মাথা ও শরীর ধুয়ে ভালোভাবে গোসল করে জুমার সময়ের প্রথম সময়েই কোনো বাহনে আরোহণ না করে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে, নিশ্চুপ হয়ে খুতবা শোনে, কোনো অনর্থক কাজ না করে—তার প্রত্যেক কদমে এক বছর আমল করার সওয়াব হবে।’ (সুনানে নাসায়ি: ১৩৮৪)
এককথায় জুমার প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো হলো—
এভাবে প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হওয়া সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, কাপড়-চোপড় পরিষ্কার করল, নিজের সাধ্যমতো পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিপূর্ণ ব্যবস্থা করল, তারপর তেল ও সুগন্ধ ব্যবহার করল, অতঃপর দ্বিপ্রহরের পর মসজিদে গিয়ে এভাবে বসল—দুজন লোককে পরস্পর বিচ্ছিন্ন করেনি অর্থাৎ দুজনের মাঝখানে জোর করে প্রবেশ করেনি। তারপর সে তার ওপর নির্ধারিত নামাজ আদায় করল, ইমাম যখন (মিম্বারের দিকে) বের হলো, তখন সে চুপচাপ (বসে খুতবা শুনতে) থাকল, তা হলে সে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত পাপ করেছে, ওই সব পাপ ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ্ বুখারি)
জুমা মানেই শুধুমাত্র মসজিদে যাওয়া নয়, বরং এ দিনটি একটি পূর্ণাঙ্গ ইবাদতের দিন। ছোট ছোট কিছু প্রস্তুতি ও আমলের মাধ্যমে এ দিনের ফজিলতকে অর্জন করা যায়। সঠিকভাবে গোসল, পরিচ্ছন্নতা, খুশবু, আগেভাগে যাওয়া, খুতবা শোনা এবং দরুদ-দোয়া—এসবই আল্লাহর কাছে প্রিয় আমল।

শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। পবিত্র কোরআনে একে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মহানবী (সা.)-এর ভাষ্য অনুসারে, পবিত্র রমজানের শেষ দশকের যেকোনো একটি বিজোড় রাত শবে কদর হয়। তবে অনেক সাহাবি ও আলিম ২৭তম রাতকে শবে কদর হিসেবে চিহ্নিত করার কারণে সারা বিশ্বে এই রাতই শবে কদর হিসেবে পালিত হয়। দেশে দেশে কীভাবে এ
০৫ এপ্রিল ২০২৪
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
১৩ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’
১ দিন আগেইসলাম ডেস্ক

সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
পারিবারিক জীবনে সুখের অন্যতম মাধ্যম ধৈর্য ও সহিষ্ণুতা। দুই মনের দুজন এক ছাদের নিচে বসবাস শুরু করার পর কখনো অযাচিত মনোমালিন্য তৈরি হতে পারে। সংসারজীবনে এটা স্বাভাবিক ঘটনা। তবে এই স্বাভাবিক বিষয় যেন জটিলতার দিকে এগোতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পরিবারে কোনোভাবেই সন্দেহ প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। সন্দেহ সম্পর্ককে তিলে তিলে ক্ষয় করে। কখনো একজন রেগে গেলে অন্যজনকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নিজেদের মাঝে অভিমান জমা হলে আগের ভালোবাসার মুহূর্তগুলোর কথা স্মরণ করতে হবে। যত দ্রুত সম্ভব রাগ-অভিমান পেছনে ফেলে একে অপরকে আপন করে নিতে হবে।
আবু বকর (রা.) একবার আয়েশা (রা.)-এর ঘরে প্রবেশ করে দেখলেন, তিনি নবীজি (সা.)-এর সঙ্গে জোরগলায় কথা বলছেন। তখন তিনি আয়েশা (রা.)-কে বলেন, ‘তুমি আল্লাহর রাসুলের (সা.) সঙ্গে এভাবে উঁচু গলায় কথা বলছ!’ ঠিক ওই সময় নবী করিম (সা.) আবু বকরকে (রা.) থামিয়ে দেন। কিছুক্ষণ পর হজরত আবু বকর বের হয়ে যান। তখন নবীজি (সা.) প্রিয়তমা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলেন, ‘দেখলে, কীভাবে তোমাকে ওই লোকের হাত থেকে বাঁচালাম!’ কিছুক্ষণ পর আবার আবু বকর (রা.) এসে তাঁদের দুজনকেই হাসতে দেখলেন। তখন তিনি বললেন, ‘হে আল্লাহর রাসুল (সা.), যুদ্ধের সময় আপনারা যেভাবে আমাকে দলে নিয়েছিলেন, সন্ধির সময়ও সেভাবে দলে নিন।’ (মুসনাদে আহমদ: ১৭৯২৭)
পারিবারিক, সাংসারিক ও দাম্পত্যজীবনে সুখ বজায় রাখতে পারস্পরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা অপরিহার্য। স্বামী-স্ত্রী প্রত্যেকেরই আলাদা দায়িত্ব রয়েছে। সেসব দায়িত্ব পালনে সচেষ্ট থাকলে পরিবারে নেমে আসে অনাবিল সুখ।

সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
পারিবারিক জীবনে সুখের অন্যতম মাধ্যম ধৈর্য ও সহিষ্ণুতা। দুই মনের দুজন এক ছাদের নিচে বসবাস শুরু করার পর কখনো অযাচিত মনোমালিন্য তৈরি হতে পারে। সংসারজীবনে এটা স্বাভাবিক ঘটনা। তবে এই স্বাভাবিক বিষয় যেন জটিলতার দিকে এগোতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পরিবারে কোনোভাবেই সন্দেহ প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। সন্দেহ সম্পর্ককে তিলে তিলে ক্ষয় করে। কখনো একজন রেগে গেলে অন্যজনকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নিজেদের মাঝে অভিমান জমা হলে আগের ভালোবাসার মুহূর্তগুলোর কথা স্মরণ করতে হবে। যত দ্রুত সম্ভব রাগ-অভিমান পেছনে ফেলে একে অপরকে আপন করে নিতে হবে।
আবু বকর (রা.) একবার আয়েশা (রা.)-এর ঘরে প্রবেশ করে দেখলেন, তিনি নবীজি (সা.)-এর সঙ্গে জোরগলায় কথা বলছেন। তখন তিনি আয়েশা (রা.)-কে বলেন, ‘তুমি আল্লাহর রাসুলের (সা.) সঙ্গে এভাবে উঁচু গলায় কথা বলছ!’ ঠিক ওই সময় নবী করিম (সা.) আবু বকরকে (রা.) থামিয়ে দেন। কিছুক্ষণ পর হজরত আবু বকর বের হয়ে যান। তখন নবীজি (সা.) প্রিয়তমা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলেন, ‘দেখলে, কীভাবে তোমাকে ওই লোকের হাত থেকে বাঁচালাম!’ কিছুক্ষণ পর আবার আবু বকর (রা.) এসে তাঁদের দুজনকেই হাসতে দেখলেন। তখন তিনি বললেন, ‘হে আল্লাহর রাসুল (সা.), যুদ্ধের সময় আপনারা যেভাবে আমাকে দলে নিয়েছিলেন, সন্ধির সময়ও সেভাবে দলে নিন।’ (মুসনাদে আহমদ: ১৭৯২৭)
পারিবারিক, সাংসারিক ও দাম্পত্যজীবনে সুখ বজায় রাখতে পারস্পরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা অপরিহার্য। স্বামী-স্ত্রী প্রত্যেকেরই আলাদা দায়িত্ব রয়েছে। সেসব দায়িত্ব পালনে সচেষ্ট থাকলে পরিবারে নেমে আসে অনাবিল সুখ।

শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। পবিত্র কোরআনে একে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মহানবী (সা.)-এর ভাষ্য অনুসারে, পবিত্র রমজানের শেষ দশকের যেকোনো একটি বিজোড় রাত শবে কদর হয়। তবে অনেক সাহাবি ও আলিম ২৭তম রাতকে শবে কদর হিসেবে চিহ্নিত করার কারণে সারা বিশ্বে এই রাতই শবে কদর হিসেবে পালিত হয়। দেশে দেশে কীভাবে এ
০৫ এপ্রিল ২০২৪
এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
৩ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’
১ দিন আগেইসলাম ডেস্ক

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।
আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ কার্তিক ১৪৩২ বাংলা, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ০০: ০০ | ০৪: ৫২ মিনিট |
| ফজর | ০৪: ৫৩ মিনিট | ০৬: ১০ মিনিট |
| জোহর | ১১: ৪৪ মিনিট | ০৩: ৩৭ মিনিট |
| আসর | ০৩: ৩৮ মিনিট | ০৫: ১২ মিনিট |
| মাগরিব | ০৫: ১৪ মিনিট | ০৬: ৩০ মিনিট |
| এশা | ০৬: ৩১ মিনিট | ০৪: ৫২ মিনিট |
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।
আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ কার্তিক ১৪৩২ বাংলা, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ০০: ০০ | ০৪: ৫২ মিনিট |
| ফজর | ০৪: ৫৩ মিনিট | ০৬: ১০ মিনিট |
| জোহর | ১১: ৪৪ মিনিট | ০৩: ৩৭ মিনিট |
| আসর | ০৩: ৩৮ মিনিট | ০৫: ১২ মিনিট |
| মাগরিব | ০৫: ১৪ মিনিট | ০৬: ৩০ মিনিট |
| এশা | ০৬: ৩১ মিনিট | ০৪: ৫২ মিনিট |
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। পবিত্র কোরআনে একে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মহানবী (সা.)-এর ভাষ্য অনুসারে, পবিত্র রমজানের শেষ দশকের যেকোনো একটি বিজোড় রাত শবে কদর হয়। তবে অনেক সাহাবি ও আলিম ২৭তম রাতকে শবে কদর হিসেবে চিহ্নিত করার কারণে সারা বিশ্বে এই রাতই শবে কদর হিসেবে পালিত হয়। দেশে দেশে কীভাবে এ
০৫ এপ্রিল ২০২৪
এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
৩ ঘণ্টা আগে
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
১৩ ঘণ্টা আগে
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’
১ দিন আগেইসলাম ডেস্ক

কোরআন নুর, আলো এবং এক চিরন্তন মুজিজা। এটি কেবল একটি কিতাব নয়, বরং মুমিন হৃদয়ের জন্য পরম শান্তি ও প্রশান্তির উৎস। কোরআন পাঠ করা মুমিনদের জন্য এক অফুরন্ত কল্যাণের পথ।
আল্লাহর কিতাব পাঠ ও সে অনুযায়ী আমল করা দুনিয়ার সব ব্যবসার চেয়ে বহুগুণে উত্তম ও নিরাপদ। এই ব্যবসায় কোনো ক্ষতি নেই, আছে শুধু লাভ আর লাভ, যা আমাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে।
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’ (সুরা ফাতির: ২৯-৩০)
আল্লাহর প্রিয় বান্দারা সব সময় এই লাভজনক ব্যবসার সন্ধানে রত ছিলেন। এই ব্যবসার প্রতি আহ্বান জানিয়ে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব—যা তোমাদের রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে?’ (সুরা সাফ: ১০)
যারা আল্লাহর কিতাব অধ্যয়নে রত থাকে, ইমানের সঙ্গে তা পাঠ করে, নামাজ কায়েম করে এবং নেক আমল করে, আল্লাহ পরকালে তাদের কর্মের প্রতিদান তাদের কল্পনার চেয়েও বহুগুণ বেশি দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়াময়।
কোরআন পাঠকারী মুমিনদের জন্য মহান আল্লাহ বহু মর্যাদা ও পুরস্কারের ব্যবস্থা রেখেছেন:
উহুদের শহীদদের দাফনের ক্ষেত্রেও নবীজি (সা.) তাদের মধ্য থেকে কোরআন সম্পর্কে অধিক জ্ঞান রাখতেন এমন ব্যক্তিকে কবরে আগে রাখতেন। এটি কোরআন পাঠকারীর মর্যাদারই প্রমাণ।
কোরআন পাঠ করা, এর অর্থ বোঝা এবং তদনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের জন্য সর্বোত্তম ব্যবসা এবং মুক্তি লাভের একমাত্র পথ। আসুন, আমরা বেশি বেশি করে কোরআন পাঠ করি এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অগ্রসর হই।
লেখক: মাওলানা সাইফুল ইসলাম সালেহী, ইসলামবিষয়ক গবেষক

কোরআন নুর, আলো এবং এক চিরন্তন মুজিজা। এটি কেবল একটি কিতাব নয়, বরং মুমিন হৃদয়ের জন্য পরম শান্তি ও প্রশান্তির উৎস। কোরআন পাঠ করা মুমিনদের জন্য এক অফুরন্ত কল্যাণের পথ।
আল্লাহর কিতাব পাঠ ও সে অনুযায়ী আমল করা দুনিয়ার সব ব্যবসার চেয়ে বহুগুণে উত্তম ও নিরাপদ। এই ব্যবসায় কোনো ক্ষতি নেই, আছে শুধু লাভ আর লাভ, যা আমাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে।
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি, তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’ (সুরা ফাতির: ২৯-৩০)
আল্লাহর প্রিয় বান্দারা সব সময় এই লাভজনক ব্যবসার সন্ধানে রত ছিলেন। এই ব্যবসার প্রতি আহ্বান জানিয়ে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব—যা তোমাদের রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে?’ (সুরা সাফ: ১০)
যারা আল্লাহর কিতাব অধ্যয়নে রত থাকে, ইমানের সঙ্গে তা পাঠ করে, নামাজ কায়েম করে এবং নেক আমল করে, আল্লাহ পরকালে তাদের কর্মের প্রতিদান তাদের কল্পনার চেয়েও বহুগুণ বেশি দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়াময়।
কোরআন পাঠকারী মুমিনদের জন্য মহান আল্লাহ বহু মর্যাদা ও পুরস্কারের ব্যবস্থা রেখেছেন:
উহুদের শহীদদের দাফনের ক্ষেত্রেও নবীজি (সা.) তাদের মধ্য থেকে কোরআন সম্পর্কে অধিক জ্ঞান রাখতেন এমন ব্যক্তিকে কবরে আগে রাখতেন। এটি কোরআন পাঠকারীর মর্যাদারই প্রমাণ।
কোরআন পাঠ করা, এর অর্থ বোঝা এবং তদনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের জন্য সর্বোত্তম ব্যবসা এবং মুক্তি লাভের একমাত্র পথ। আসুন, আমরা বেশি বেশি করে কোরআন পাঠ করি এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অগ্রসর হই।
লেখক: মাওলানা সাইফুল ইসলাম সালেহী, ইসলামবিষয়ক গবেষক

শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। পবিত্র কোরআনে একে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মহানবী (সা.)-এর ভাষ্য অনুসারে, পবিত্র রমজানের শেষ দশকের যেকোনো একটি বিজোড় রাত শবে কদর হয়। তবে অনেক সাহাবি ও আলিম ২৭তম রাতকে শবে কদর হিসেবে চিহ্নিত করার কারণে সারা বিশ্বে এই রাতই শবে কদর হিসেবে পালিত হয়। দেশে দেশে কীভাবে এ
০৫ এপ্রিল ২০২৪
এই আমলগুলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই শুরু করা যায়। কারণ, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত হলো ইসলামি শরিয়ত অনুযায়ী জুমার দিন। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। কেননা, ইসলামি পঞ্জিকায় রাত আগে আসে। দিন আসে পরে।
৩ ঘণ্টা আগে
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ।
১৩ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে