Ajker Patrika

আগুনে পুড়ে মৃত্যুকে শহীদের মর্যাদা দিয়েছেন নবীজি

ইসলাম ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। কিন্তু কার মৃত্যু কেমনভাবে ঘটবে এবং সেই মৃত্যু কী মর্যাদা বহন করবে—ইসলাম তা ব্যাখ্যা করেছে অত্যন্ত মানবিক ও অর্থপূর্ণভাবে। বিশেষ করে যে মৃত্যুগুলোতে রয়েছে শারীরিক কষ্ট, আত্মত্যাগ ও ধৈর্যের পরীক্ষার ছাপ; ইসলাম সেগুলোর জন্য রেখেছে বিশেষ পুরস্কার ও মর্যাদা।

আগুনে পুড়ে মৃত্যুবরণ করা—এক কষ্টকর পরিণতি। তবে একে ইসলামি দৃষ্টিতে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আগুনে পুড়ে মৃত্যু বরণকারীকে শহীদ বলে আখ্যায়িত করেছেন।

বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে জাবের (রা.) তার বাবার সূত্রে জানান, রাসুলুল্লাহ (সা.) জাবের (রা.)-কে রোগশয্যায় দেখতে গিয়ে নারীদের বলতে শুনলেন, ‘আমরা মনে করেছিলাম, তুমি শহীদ হয়ে মারা যাবে।’

নবীজি (সা.) তখন তাদের থামিয়ে বললেন, ‘আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ এবং গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী নারীও শহীদ।’ (সুনানে আবু দাউদ: ৩১১১)

আগুনে পুড়ে কিংবা অন্যান্য কষ্টদায়ক পরিস্থিতিতে মৃত্যু—ইসলামে এগুলোর প্রতিটিকে শুধু কষ্ট নয়, বরং ইমান ও ধৈর্যের পরীক্ষার মুহূর্ত হিসেবে দেখা হয়। যে ব্যক্তি ইমানের ওপর দৃঢ় থেকে এ ধরনের মৃত্যুবরণ করে, তার জন্য রয়েছে শহীদের মর্যাদা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত